প্রতিনিধি, শরীয়তপুর
করোনা রোগীদের চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নতুন করে ৪০টি শয্যা বাড়ানো হয়েছে। অতিরিক্ত শয্যার ব্যবস্থা না থাকায় হাসপাতালের তিনটি সাধারণ ওয়ার্ড বন্ধ করে এ ব্যবস্থা চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শরীয়তপুর সদর হাসপাতাল সূত্র জানা যায়, গত বছর মার্চে হাসপাতালে ২০ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছিল। পরে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জুন মাসের শেষ সপ্তাহে ডায়রিয়া ওয়ার্ড বন্ধ করে ওই ওয়ার্ডের ১৫ শয্যাকে করোনার ইয়েলো জোন করা হয়। তারপরেও করোনা ইউনিট ও ইয়েলো জোনে রোগীর স্থান সংকুলান না হওয়ায় তৃতীয় তলায় দুটি সার্জারি ওয়ার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে আরও ২৫ শয্যার করোনা ইয়েলো জোন চালু করা হয়েছে। এখন শরীয়তপুর সদর হাসপাতালে এক সঙ্গে ৬০ জন করোনা রোগীকে চিকিৎসা দেওয়া যাবে। প্রত্যেকটি শয্যার পাশে সেন্ট্রাল অক্সিজেনের লাইন চালু করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত ১৭ হাজার ৫৫১ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৪ হাজার ৩৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৫০ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে জেলার ১ হাজার ৩৬০ জন বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
এ পর্যন্ত শরীয়তপুরে পাঁচ দফায় ৯৯ হাজার ডোজ টিকা এসেছে। যার মধ্যে ৪৭ হাজার ৭৬০ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকার জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৭৬ হাজার জন।
উপজেলার করোনা আক্রান্ত এক ব্যক্তির ছেলে বলেন, আমার বাবা চার দিন থেকে অসুস্থ। তাঁর করোনা হয়েছে। কিন্তু করোনা ইউনিটের শয্যা ফাঁকা না থাকায় সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করা করোনা ইয়েলো জোনে ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁকে অন্য রোগীদের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মুনীর আহমদ খান আজকের পত্রিকাকে বলেন, জেলায় করোনা সংক্রমণ অনেক বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন দুই শতাধিক মানুষের করোনা শনাক্ত হচ্ছে। এর পুরো চাপ জেলা হাসপাতালে পড়ছে। করোনার ২০ শয্যার ইউনিটে কোনো জায়গা ফাঁকা নেই। রোগীর চাপ সামলাতে তিনটি সাধারণ ওয়ার্ড ফাঁকা করে আরও ৪০টি শয্যা করোনা চিকিৎসার জন্য চালু করা হয়েছে।
করোনা রোগীদের চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নতুন করে ৪০টি শয্যা বাড়ানো হয়েছে। অতিরিক্ত শয্যার ব্যবস্থা না থাকায় হাসপাতালের তিনটি সাধারণ ওয়ার্ড বন্ধ করে এ ব্যবস্থা চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শরীয়তপুর সদর হাসপাতাল সূত্র জানা যায়, গত বছর মার্চে হাসপাতালে ২০ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছিল। পরে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জুন মাসের শেষ সপ্তাহে ডায়রিয়া ওয়ার্ড বন্ধ করে ওই ওয়ার্ডের ১৫ শয্যাকে করোনার ইয়েলো জোন করা হয়। তারপরেও করোনা ইউনিট ও ইয়েলো জোনে রোগীর স্থান সংকুলান না হওয়ায় তৃতীয় তলায় দুটি সার্জারি ওয়ার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে আরও ২৫ শয্যার করোনা ইয়েলো জোন চালু করা হয়েছে। এখন শরীয়তপুর সদর হাসপাতালে এক সঙ্গে ৬০ জন করোনা রোগীকে চিকিৎসা দেওয়া যাবে। প্রত্যেকটি শয্যার পাশে সেন্ট্রাল অক্সিজেনের লাইন চালু করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত ১৭ হাজার ৫৫১ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৪ হাজার ৩৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৫০ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে জেলার ১ হাজার ৩৬০ জন বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
এ পর্যন্ত শরীয়তপুরে পাঁচ দফায় ৯৯ হাজার ডোজ টিকা এসেছে। যার মধ্যে ৪৭ হাজার ৭৬০ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকার জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৭৬ হাজার জন।
উপজেলার করোনা আক্রান্ত এক ব্যক্তির ছেলে বলেন, আমার বাবা চার দিন থেকে অসুস্থ। তাঁর করোনা হয়েছে। কিন্তু করোনা ইউনিটের শয্যা ফাঁকা না থাকায় সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করা করোনা ইয়েলো জোনে ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁকে অন্য রোগীদের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মুনীর আহমদ খান আজকের পত্রিকাকে বলেন, জেলায় করোনা সংক্রমণ অনেক বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন দুই শতাধিক মানুষের করোনা শনাক্ত হচ্ছে। এর পুরো চাপ জেলা হাসপাতালে পড়ছে। করোনার ২০ শয্যার ইউনিটে কোনো জায়গা ফাঁকা নেই। রোগীর চাপ সামলাতে তিনটি সাধারণ ওয়ার্ড ফাঁকা করে আরও ৪০টি শয্যা করোনা চিকিৎসার জন্য চালু করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর ফুলবাড়ি ইউনিয়নের মালাধর গ্রামে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘আমাদের দেশের হিন্দুরা বাংলাদেশের নাগরিক। তাদের ভালোমন্দ আমরা দেখব। আমাদের দেশ নিয়ে ভারতের পার্লামেন্টে কেন আলোচনা হবে? আমরা কি স্বাধীন দেশের নাগরিক নই?’
৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় পল্লবীতে রুজুকৃত মামলায় মহিলা আওয়ামী লীগের পাঁচ নেত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা। গতকাল বৃহস্পতিবার রাতে পল্লবী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে মঞ্চস্থ হলো পুরোনো প্রেম ও রূপকাহিনি ‘বেদের মেয়ে জোছনা’। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার বালিয়াখোড়া আধ্যাত্মিক সাধক সামাদ সাঁইজির বাড়ির আঙিনায় ৫ দিনব্যাপী বাউল ও লোকজ মেলায় এ যাত্রাপালা মঞ্চস্থ হয়।
১ ঘণ্টা আগে