জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উদ্যাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। করোনার বিধিনিষেধ থাকায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে একটি মাত্র মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর পূজা। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচতলায় পূজা আরম্ভ হয়।
সকাল থেকেই পূজা দেখতে ভিড় করে দর্শনার্থী ও শিক্ষার্থীরা। তাঁদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। পূজা উপলক্ষে ক্যাম্পাসকে সুন্দর করে সাজিয়ে তুলতে রঙিন করে আঁকা হয়েছিল আলপনা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে শান্ত চত্বর, শহীদ মিনারের সম্মুখভাগ, রফিক ভবনের সামনে এবং প্রশাসনিক ভবনের চারপাশে নানা ধরনের আলপনা আঁকেন তাঁরা।
পূজা শুরুর মণ্ডপ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, প্রক্টর মোস্তফা কামাল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক মিথুন বাড়ৈ বলেন, ‘এবার করোনার কারণে পূজা আয়োজন চ্যালেঞ্জিং ছিল, কিন্তু তারপরেও আয়োজন করতে সক্ষম হয়েছি।’
উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘এখানে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদ্যাপিত হয়েছে। ধর্ম যার যার উৎসব সবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। করোনা সংক্রমণ কমলেই ক্যাম্পাসে সকল ধরনের উৎসব সারা বছরই অনুষ্ঠিত হবে।’
গত বছর করোনার কারণে ক্যাম্পাসে পূজা উদ্যাপন হয়নি। এ বছরও করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় একটিমাত্র মণ্ডপে কেন্দ্রীয়ভাবে পূজার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া, পুরান ঢাকার শাঁখারী বাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জসহ বিভিন্ন স্থানে সরস্বতী পূজা উদ্যাপন করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উদ্যাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। করোনার বিধিনিষেধ থাকায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে একটি মাত্র মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর পূজা। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচতলায় পূজা আরম্ভ হয়।
সকাল থেকেই পূজা দেখতে ভিড় করে দর্শনার্থী ও শিক্ষার্থীরা। তাঁদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। পূজা উপলক্ষে ক্যাম্পাসকে সুন্দর করে সাজিয়ে তুলতে রঙিন করে আঁকা হয়েছিল আলপনা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে শান্ত চত্বর, শহীদ মিনারের সম্মুখভাগ, রফিক ভবনের সামনে এবং প্রশাসনিক ভবনের চারপাশে নানা ধরনের আলপনা আঁকেন তাঁরা।
পূজা শুরুর মণ্ডপ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, প্রক্টর মোস্তফা কামাল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক মিথুন বাড়ৈ বলেন, ‘এবার করোনার কারণে পূজা আয়োজন চ্যালেঞ্জিং ছিল, কিন্তু তারপরেও আয়োজন করতে সক্ষম হয়েছি।’
উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘এখানে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদ্যাপিত হয়েছে। ধর্ম যার যার উৎসব সবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। করোনা সংক্রমণ কমলেই ক্যাম্পাসে সকল ধরনের উৎসব সারা বছরই অনুষ্ঠিত হবে।’
গত বছর করোনার কারণে ক্যাম্পাসে পূজা উদ্যাপন হয়নি। এ বছরও করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় একটিমাত্র মণ্ডপে কেন্দ্রীয়ভাবে পূজার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া, পুরান ঢাকার শাঁখারী বাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জসহ বিভিন্ন স্থানে সরস্বতী পূজা উদ্যাপন করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
৩ মিনিট আগেভাঙচুর–ককটেল বিস্ফোরণের অভিযোগে ঝালকাঠির রাজাপুরে সাবেক মন্ত্রী শাহজাহান ওমর বীর উত্তমসহ ৫৩ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
৭ মিনিট আগেসংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ‘আগামী সংবিধান হতে হবে এই দেশের সমস্ত নাগরিককে সমান মর্যাদা দিয়ে। সেই নাগরিকের ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন। ধর্মীয় পরিচয় কিংবা জাতিগত মর্যাদা দিয়ে নাগরিকের মর্যাদা ঠিক হবে না।
১৪ মিনিট আগেরায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
২৪ মিনিট আগে