ঢামেক প্রতিবেদক
রাজধানীর কাফরুলে বেপরোয়া গতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেওয়ার ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। নিহতরা হলেন সায়েম রেজা রাব্বি (২৮) ও রাসেল গাজী (৩০)। পবিত্র ঈদুল আজহার দিন, অর্থাৎ সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (বিআইসিসি) সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে একটি প্রাইভেট কারে পাঁচ বন্ধু ঘুরতে বের হয়েছিলেন। মিরপুর এলাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে বিআইসিসি ক্রসিং দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে রাস্তায় পড়ে। গুরুতর আহত হন পাঁচ জন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মো. জহিরুল ইসলাম আরও জানান, মধ্যরাতে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে চলছিল প্রাইভেট কারটি। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। আর আহত তিনজনের মধ্যে দুজন ঢাকা মেডিকেলে, অন্যজন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
নিহত রাব্বির বাবার নাম সেলিম রেজা। থাকেন মিরপুর মাজার রোড এলাকায়। পেশায় ব্যবসায়ী। আর নিহত রাসেলের বাবার নাম জাকির হোসেন। তিনি থাকেন মিরপুর ১ নম্বর কলোনিতে। মিরপুরে মোটরসাইকেল গ্যারেজের ব্যবসা আছে তাঁর।
রাজধানীর কাফরুলে বেপরোয়া গতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেওয়ার ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। নিহতরা হলেন সায়েম রেজা রাব্বি (২৮) ও রাসেল গাজী (৩০)। পবিত্র ঈদুল আজহার দিন, অর্থাৎ সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (বিআইসিসি) সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে একটি প্রাইভেট কারে পাঁচ বন্ধু ঘুরতে বের হয়েছিলেন। মিরপুর এলাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে বিআইসিসি ক্রসিং দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে রাস্তায় পড়ে। গুরুতর আহত হন পাঁচ জন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মো. জহিরুল ইসলাম আরও জানান, মধ্যরাতে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে চলছিল প্রাইভেট কারটি। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। আর আহত তিনজনের মধ্যে দুজন ঢাকা মেডিকেলে, অন্যজন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
নিহত রাব্বির বাবার নাম সেলিম রেজা। থাকেন মিরপুর মাজার রোড এলাকায়। পেশায় ব্যবসায়ী। আর নিহত রাসেলের বাবার নাম জাকির হোসেন। তিনি থাকেন মিরপুর ১ নম্বর কলোনিতে। মিরপুরে মোটরসাইকেল গ্যারেজের ব্যবসা আছে তাঁর।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি লোকের বসবাস। ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে। দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত কল্যাণ সভায় ঢাকা মেট্রোপলিটন..
১১ মিনিট আগেবাগেরহাটের কচুয়া উপজেলায় বলেশ্বর ও ভৈরব নদীর তীর দীর্ঘদিন পর পরিষ্কার করা হয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে কচুয়া জিরো পয়েন্ট থেকে এই কার্যক্রম শুরু হয়।
১৭ মিনিট আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
৩৮ মিনিট আগেভাঙচুর–ককটেল বিস্ফোরণের অভিযোগে ঝালকাঠির রাজাপুরে সাবেক মন্ত্রী শাহজাহান ওমর বীর উত্তমসহ ৫৩ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
৪২ মিনিট আগে