আদালত অবমাননা: বিএনপির ৭ আইনজীবীর বিষয়ে শুনানি ২৯ জানুয়ারি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ১১: ৫৯
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১২: ০৮

বিএনপির সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে শুনানি ২৯ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ সোমবার আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর প্রধান বিচারপতি এই নির্দেশ দেন। 

আদালতের কার্যক্রমের শুরুতেই আইনজীবী এজে মোহাম্মদ আলী বলেন, ‘আমরা সাতজন উপস্থিত আছি।’ এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘আজ আমরা বেঞ্চে চারজন আছি। তাই এর শুনানি মুলতবি করা হবে।’ তখন এজে মোহাম্মদ আলী বলেন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল দেশের বাইরে যাবেন। শুনানির তারিখ একটু পিছিয়ে দিন। পরে আদালত শুনানি ২৯ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন। 

এর আগে, আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ করার বিষয়ে ব্যাখ্যা দিতে আপিল বিভাগে বিএনপির সাত আইনজীবীকে গত ১৫ নভেম্বর তলব করা হয়। একই সঙ্গে আদালত অঙ্গনে মিছিল-সমাবেশ নিয়ে হাইকোর্টের দেওয়া রায় সবাইকে কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়। 

সাত আইনজীবী হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। 

দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ করায় বিএনপির সাত আইনজীবীর বিরুদ্ধে গত ২৯ আগস্ট আপিল বিভাগে আদালত অবমাননার আবেদন করা হয়। আইনজীবী নাজমুল হুদার পক্ষে নাহিদ সুলতানা যুথি ওই আবেদন করেন। পরে ১৫ নভেম্বর আপিল বিভাগ তাঁদের হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। সে অনুযায়ী আজ আপিল বিভাগে হাজির হন সাত আইনজীবী।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত