শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে নির্যাতনের শিকার এক শিশু (১২) গৃহপরিচারিকাকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ১২টার পর গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর শিশুটি জানায়, সাত মাস ধরে ওই গ্রামের রিপন মিয়ার বাড়িতে কাজ করে আসছে সে। রিপনের স্ত্রী কাজল আক্তার বিভিন্ন সময়ে তার ওপর নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগ করেছে। ওই শিশুর বাড়ি বরিশালের বরগুনা জেলায়।
উদ্ধারের পর ওই শিশু বলে, ‘মা নেই আমার, শুধু বাবা আছে। আমার এক আত্নীয়ের মাধ্যমে পরিচয় হয়ে এক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করার জন্য ওদের বাড়িতে দেয়। আমি মোটামুটি সব কাজ করি। ওরা আমার বাবাকে বলছে আপনার মেয়ে সারাজীবন আমার এখানে থাকবে। বলছে এখানে থাকলে সে ভালো থাকবে। ভালো পোশাক পরবে। ভালো খাবার পাবে। কিন্তু বাবা চলে যাওয়ার পরপরই ওরা আমার ওপর শারীরিক মানসিক নির্যাতন শুরু করে।’
গৃহপরিচারিকা বলে, ‘সাত মাস যাবত আমি ২ হাজার টাকার বেতনে তাদের বাড়িতে কাজ করি। ঘরবাড়ি মুছা, বাসনকোসন দুয়া মুছাসহ অনেক কাজ করি। কিন্তু আমাকে সামান্য বিষয়ে অনেক মারধর করে। তার মেয়ে তুলফার একটি জুতা ভেঙে গেলে তার জন্য আমাকে অনেক মারে।’
সে আরও বলে, ‘ওরা আমার পিঠে চড়ে মারধর করে। আমি ভয়ে কোনো কিছু বলি না। আমাকে ঘরের ফ্লোরে শুয়ে মারধর করছে। আমাকে যখন মারে, তখন আমি বলি, আপু আমাকে আর মাইরেন না, আমি নিচে পড়ে যায়, তবুও ওরা আমাকে মারধর করে।’
এ বিষয়ে অভিযুক্ত নারী কাজল আক্তার বলেন, ‘আমি সামান্য চড়থাপ্পড় মারছি। কঠিন কোনো মারধর করিনি।’
অভিযুক্ত কাজল আক্তারের স্বামী রিপন মিয়ার মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেনি।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিন্টু মোল্লা বলেন, জরুরী সেবা ৯৯৯–এ ফোনে পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহপরিচারিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মেয়েটির বাড়ি বরিশাল জেলায়। তার বাবাকে ফোন দেওয়া হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে নির্যাতনের শিকার এক শিশু (১২) গৃহপরিচারিকাকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ১২টার পর গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর শিশুটি জানায়, সাত মাস ধরে ওই গ্রামের রিপন মিয়ার বাড়িতে কাজ করে আসছে সে। রিপনের স্ত্রী কাজল আক্তার বিভিন্ন সময়ে তার ওপর নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগ করেছে। ওই শিশুর বাড়ি বরিশালের বরগুনা জেলায়।
উদ্ধারের পর ওই শিশু বলে, ‘মা নেই আমার, শুধু বাবা আছে। আমার এক আত্নীয়ের মাধ্যমে পরিচয় হয়ে এক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করার জন্য ওদের বাড়িতে দেয়। আমি মোটামুটি সব কাজ করি। ওরা আমার বাবাকে বলছে আপনার মেয়ে সারাজীবন আমার এখানে থাকবে। বলছে এখানে থাকলে সে ভালো থাকবে। ভালো পোশাক পরবে। ভালো খাবার পাবে। কিন্তু বাবা চলে যাওয়ার পরপরই ওরা আমার ওপর শারীরিক মানসিক নির্যাতন শুরু করে।’
গৃহপরিচারিকা বলে, ‘সাত মাস যাবত আমি ২ হাজার টাকার বেতনে তাদের বাড়িতে কাজ করি। ঘরবাড়ি মুছা, বাসনকোসন দুয়া মুছাসহ অনেক কাজ করি। কিন্তু আমাকে সামান্য বিষয়ে অনেক মারধর করে। তার মেয়ে তুলফার একটি জুতা ভেঙে গেলে তার জন্য আমাকে অনেক মারে।’
সে আরও বলে, ‘ওরা আমার পিঠে চড়ে মারধর করে। আমি ভয়ে কোনো কিছু বলি না। আমাকে ঘরের ফ্লোরে শুয়ে মারধর করছে। আমাকে যখন মারে, তখন আমি বলি, আপু আমাকে আর মাইরেন না, আমি নিচে পড়ে যায়, তবুও ওরা আমাকে মারধর করে।’
এ বিষয়ে অভিযুক্ত নারী কাজল আক্তার বলেন, ‘আমি সামান্য চড়থাপ্পড় মারছি। কঠিন কোনো মারধর করিনি।’
অভিযুক্ত কাজল আক্তারের স্বামী রিপন মিয়ার মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেনি।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিন্টু মোল্লা বলেন, জরুরী সেবা ৯৯৯–এ ফোনে পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহপরিচারিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মেয়েটির বাড়ি বরিশাল জেলায়। তার বাবাকে ফোন দেওয়া হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
২৫ মিনিট আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠা করা হয় ‘বঙ্গবন্ধু চেয়ার’। নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুনকে (মুনতাসীর মামুন)।
৩৬ মিনিট আগেকক্সবাজারে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা না পেয়ে মাকে আবিদ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ারা বেগম মেরী (৫৫) ওই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী
৪১ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা। এলাকার সর্বক্ষেত্রে বেপরোয়া ছিলেন তিনি। সন্ত্রাস, ঠিকাদারি নিয়ন্ত্রণ, টেন্ডারবাজি, নিয়োগ ও বদলি-বাণিজ্য, রাজনৈতিক মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, দখলসহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে