ফরিদপুর প্রতিনিধি
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত জেলায় করোনা মহামারিতে মোট মারা গেছেন ৫৪৩ জন। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ১১৯ জন। ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। জেলায় পিসিআর ল্যাবে এবং উপজেলা পর্যায়ের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করানো শনাক্ত হয়েছে ২৮৯ জনের। এর মধ্যে করোনা রোগী নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১১৯ জন। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪১ দশমিক ১৭। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৮৯৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ৫১৩ জন। আর মারা গেছেন ৫৪৩ জন।
ফরিদপুরের জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানিয়েছেন, গত কয়েক দিন ধরে প্রতিদিনই বাড়ছে করোনা রোগী শনাক্তের হার। আজ বুধবার পর্যন্ত হোম আইসোলেশনে রয়েছেন ৪৬২ জন রোগী এবং হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২৮ জন।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানিয়েছেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা শহর ও উপজেলা পর্যায়ে করোনা প্রতিরোধ বিষয়ে মাইকিং করা হচ্ছে। জনসাধারণকে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছি। এ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে পূর্বের ন্যায় মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্বে থেকে প্রার্থনা করার জন্য বলা হয়েছে। এ ছাড়া হোটেলগুলোতে অধিকসংখ্যক জনসমাগমের বিষয়ে নিরুৎসাহী করা হচ্ছে।’
তিনি বলেন, এই নির্দেশনা মানা না হলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত জেলায় করোনা মহামারিতে মোট মারা গেছেন ৫৪৩ জন। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ১১৯ জন। ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। জেলায় পিসিআর ল্যাবে এবং উপজেলা পর্যায়ের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করানো শনাক্ত হয়েছে ২৮৯ জনের। এর মধ্যে করোনা রোগী নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১১৯ জন। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪১ দশমিক ১৭। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৮৯৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ৫১৩ জন। আর মারা গেছেন ৫৪৩ জন।
ফরিদপুরের জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানিয়েছেন, গত কয়েক দিন ধরে প্রতিদিনই বাড়ছে করোনা রোগী শনাক্তের হার। আজ বুধবার পর্যন্ত হোম আইসোলেশনে রয়েছেন ৪৬২ জন রোগী এবং হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২৮ জন।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানিয়েছেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা শহর ও উপজেলা পর্যায়ে করোনা প্রতিরোধ বিষয়ে মাইকিং করা হচ্ছে। জনসাধারণকে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছি। এ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে পূর্বের ন্যায় মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্বে থেকে প্রার্থনা করার জন্য বলা হয়েছে। এ ছাড়া হোটেলগুলোতে অধিকসংখ্যক জনসমাগমের বিষয়ে নিরুৎসাহী করা হচ্ছে।’
তিনি বলেন, এই নির্দেশনা মানা না হলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
২০ মিনিট আগেভাঙচুর–ককটেল বিস্ফোরণের অভিযোগে ঝালকাঠির রাজাপুরে সাবেক মন্ত্রী শাহজাহান ওমর বীর উত্তমসহ ৫৩ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
২৪ মিনিট আগেসংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ‘আগামী সংবিধান হতে হবে এই দেশের সমস্ত নাগরিককে সমান মর্যাদা দিয়ে। সেই নাগরিকের ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন। ধর্মীয় পরিচয় কিংবা জাতিগত মর্যাদা দিয়ে নাগরিকের মর্যাদা ঠিক হবে না।
৩১ মিনিট আগেরায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
৪১ মিনিট আগে