হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলের একমাত্র এমপিওভুক্ত আজিমনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের চারতলা ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে ভবনটি পদ্মায় বিলীন হয়ে যায়।
বিদ্যালয়ের দপ্তরি আব্দুর রশিদ বলেন, ‘আজ দুপুরে চোখের সামনেই পদ্মায় আমগো স্কুল বিল্ডিং চলে গেল।’
আজিমনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ রায় মোবাইল ফোনে বলেন, হরিরামপুর উপজেলার চরাঞ্চলের তিনটি ইউনিয়নের একমাত্র এমপিওভুক্ত বিদ্যালয়ের চারতলা ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। এই বিদ্যালয়টিতে চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করত। দেড় বছর আগে থেকে বিদ্যালয়টির তিন ও চারতলার কাজ বন্ধ ছিল। যদিও ভবনটির চারতলা পর্যন্ত ছাদ দেওয়া ছিল।
এ বিষয়ে আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুরে চারতলা স্কুল ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। আপাতত স্কুলের কাছাকাছি হাটিঘাটা এলাকায় ক্লাস নেওয়া হবে। পরে বসন্তপুর এলাকায় স্থায়ীভাবে স্কুল করা হবে। কয়েক দিন আগে হাতিঘাটা আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর ভেঙে গেছে। এতে চরাঞ্চলের মানুষেরা দিশেহারা হয়ে পড়েছেন।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আজ দুপুরে স্কুল ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন বলেন, ‘স্কুলটি ভাঙন ঝুঁকিতে থাকায় দেড় বছর আগেই ভবনের নির্মাণকাজ বন্ধ করতে আমরা উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে রিপোর্ট দিয়েছিলাম। এরপর থেকে স্কুল ভবনের নির্মাণকাজ বন্ধও ছিল।’
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলের একমাত্র এমপিওভুক্ত আজিমনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের চারতলা ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে ভবনটি পদ্মায় বিলীন হয়ে যায়।
বিদ্যালয়ের দপ্তরি আব্দুর রশিদ বলেন, ‘আজ দুপুরে চোখের সামনেই পদ্মায় আমগো স্কুল বিল্ডিং চলে গেল।’
আজিমনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ রায় মোবাইল ফোনে বলেন, হরিরামপুর উপজেলার চরাঞ্চলের তিনটি ইউনিয়নের একমাত্র এমপিওভুক্ত বিদ্যালয়ের চারতলা ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। এই বিদ্যালয়টিতে চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করত। দেড় বছর আগে থেকে বিদ্যালয়টির তিন ও চারতলার কাজ বন্ধ ছিল। যদিও ভবনটির চারতলা পর্যন্ত ছাদ দেওয়া ছিল।
এ বিষয়ে আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুরে চারতলা স্কুল ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। আপাতত স্কুলের কাছাকাছি হাটিঘাটা এলাকায় ক্লাস নেওয়া হবে। পরে বসন্তপুর এলাকায় স্থায়ীভাবে স্কুল করা হবে। কয়েক দিন আগে হাতিঘাটা আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর ভেঙে গেছে। এতে চরাঞ্চলের মানুষেরা দিশেহারা হয়ে পড়েছেন।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আজ দুপুরে স্কুল ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন বলেন, ‘স্কুলটি ভাঙন ঝুঁকিতে থাকায় দেড় বছর আগেই ভবনের নির্মাণকাজ বন্ধ করতে আমরা উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে রিপোর্ট দিয়েছিলাম। এরপর থেকে স্কুল ভবনের নির্মাণকাজ বন্ধও ছিল।’
রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
২৩ মিনিট আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
২৩ মিনিট আগেমাহিনের চাচা হাসান রহমান বলেন, ‘এখানে শতভাগ অবহেলা ছিল। একটা তার ঝুলে পড়বে গায়ের মধ্যে এটা কখনোই মেনে নেওয়া যায় না। এর সুষ্ঠু তদন্ত চাই।’ রংপুর বিভাগ, রংপুর জেলা, গাজীপুর, বাস, আগুন, জেলার খবর
২৮ মিনিট আগেডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি লোকের বসবাস। ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে। দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আজ শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত কল্যাণ সভায় ঢাকা মেট্রোপলিটন...
১ ঘণ্টা আগে