ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে ইসরাফিল হোসেন (৩২) নামের এক যুবককে হাত-পা বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমানসহ আরও ৯ জনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার বিকেলে উপজেলার বালিয়া ইউনিয়নের সূত্রাপুর চৌরাস্তা এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। ইসরাফিল হোসেন মোটরসাইকেল চালিয়ে এলে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায় চেয়ারম্যান মজিবর রহমানের সমর্থকেরা।
আটককৃতরা হলেন- বালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমান (৪৫) ও তার ভাতিজা সিয়াম (২০), সূত্রাপুর শান্তি কমিটির সভাপতি আব্দুল মজিদ (৭০), মজিদের ছেলে সামছুল হক (৪৫) ও নাতি সিহাব (১৭), পশ্চিম সূত্রাপুর মসজিদের সভাপতি মজিবর (৭০), রাজন (৩৫), শামীম (২৫), নাছিমা আক্তার (৩২), রাশেদা বেগম (২৭)। এরা সবাই উপজেলার বালিয়া ইউনিয়নের সূত্রাপুর এলাকার বাসিন্দা।
আহত ইসরাফিল হোসেন (৩২) একই এলাকার শামছুল ইসলামের ছেলে। তিনি সাটুরিয়া উপজেলার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে মজিবর রহমানের নেতৃত্বে তাঁর কয়েকজন কর্মী ইসরাফিল হোসেনকে হত্যার উদ্দেশে হাত-পা বেঁধে মারধর করে। পরে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত ইসরাফিল কে উদ্ধারের চেষ্টা করে।
কিন্তু মজিবর রহমানের লোকজন দেশীয় অস্ত্র হাতে তাঁদের পাল্টা ধাওয়া করে। এতে ওই ঘটনাস্থলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় চেয়ারম্যান মজিবর রহমানসহ ১০ জন কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওয়াহেদ পারভেজ বলেন, বালিয়া এলাকায় ইসরাফিল নামে একজনকে হাত-পা বেঁধে মারধরের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। এ ছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মজিবর রহমানকে আনা হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, ‘তাঁকে (চেয়ারম্যান) থানায় আনা হয়েছে। যদি ভুক্তভোগী অভিযোগ দেয় তা হলে তাঁর বিরুদ্ধে মামলা হবে।’
ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে ইসরাফিল হোসেন (৩২) নামের এক যুবককে হাত-পা বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমানসহ আরও ৯ জনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার বিকেলে উপজেলার বালিয়া ইউনিয়নের সূত্রাপুর চৌরাস্তা এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। ইসরাফিল হোসেন মোটরসাইকেল চালিয়ে এলে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায় চেয়ারম্যান মজিবর রহমানের সমর্থকেরা।
আটককৃতরা হলেন- বালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমান (৪৫) ও তার ভাতিজা সিয়াম (২০), সূত্রাপুর শান্তি কমিটির সভাপতি আব্দুল মজিদ (৭০), মজিদের ছেলে সামছুল হক (৪৫) ও নাতি সিহাব (১৭), পশ্চিম সূত্রাপুর মসজিদের সভাপতি মজিবর (৭০), রাজন (৩৫), শামীম (২৫), নাছিমা আক্তার (৩২), রাশেদা বেগম (২৭)। এরা সবাই উপজেলার বালিয়া ইউনিয়নের সূত্রাপুর এলাকার বাসিন্দা।
আহত ইসরাফিল হোসেন (৩২) একই এলাকার শামছুল ইসলামের ছেলে। তিনি সাটুরিয়া উপজেলার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে মজিবর রহমানের নেতৃত্বে তাঁর কয়েকজন কর্মী ইসরাফিল হোসেনকে হত্যার উদ্দেশে হাত-পা বেঁধে মারধর করে। পরে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত ইসরাফিল কে উদ্ধারের চেষ্টা করে।
কিন্তু মজিবর রহমানের লোকজন দেশীয় অস্ত্র হাতে তাঁদের পাল্টা ধাওয়া করে। এতে ওই ঘটনাস্থলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় চেয়ারম্যান মজিবর রহমানসহ ১০ জন কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওয়াহেদ পারভেজ বলেন, বালিয়া এলাকায় ইসরাফিল নামে একজনকে হাত-পা বেঁধে মারধরের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। এ ছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মজিবর রহমানকে আনা হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, ‘তাঁকে (চেয়ারম্যান) থানায় আনা হয়েছে। যদি ভুক্তভোগী অভিযোগ দেয় তা হলে তাঁর বিরুদ্ধে মামলা হবে।’
ক্ষোভ প্রকাশ করে জাকির হোসেন বলেন, ‘এমন ছোট্ট সংযোগ সড়কে বিআরটিসির দোতলা বাসে কী করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে এল। সড়কের সামান্য ওপরে বৈদ্যুতিক তার। সেই তারে ছোট পরিবহন চলাচল যেখানে ঝুঁকিপূর্ণ। সেই সড়কে কী করে বিআরটিসির দোতলা বাস চলাচল করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে
৯ মিনিট আগেসুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
২০ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
৪১ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
১ ঘণ্টা আগে