জোবাইদা রহমান পলাতক, তাঁর আবেদন শুনানি ঠিক হয়নি: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০১ জুন ২০২২, ২২: ৩৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান আইনের দৃষ্টিতে পলাতক। মামলা বাতিলে ফৌজদারি কার্যবিধির ৫৬১ক ধারায় করা তাঁর আবেদন শুনে ও আদেশ দিয়ে হাইকোর্ট আইনানুযায়ী ভুল করেছেন। কেননা আইনের দৃষ্টিতে পলাতক ব্যক্তির আইনি প্রতিকার চাওয়ার কোনো সুযোগ নেই এক রায়ে উল্লেখ করেছেন আপিল বিভাগ।

দুর্নীতির মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডা. জোবাইদা রহমানের লিভ টু আপিল গত ১৩ এপ্রিল খারিজ করে দেন আপিল বিভাগ। আজ বুধবার ১৬ পৃষ্ঠার এ রায় প্রকাশিত হয়েছে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, এই মামলায় জোবায়ইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেননি বিচারিক আদালত। অভিযোগ আমলে না নেওয়া সত্ত্বেও কি করে তিনি মামলা বাতিল চেয়ে আবেদন করেছেন। আর আবেদনের সময় তিনি আইনের দৃষ্টিতে পলাতক ছিলেন। পলাতক ব্যক্তির করা আবেদন শুনে মামলার বিচার কাজ স্থগিতের পাশাপাশি রুল জারি করা আইনানুযায়ী হয়নি।

আপিল বিভাগ বলেছেন, সংবিধান অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সর্বোচ্চ আদালতের বিচারকেরা ভয়ভীতির ঊর্ধ্বে উঠে ও পক্ষপাতিত্বের আশ্রয় না নিয়ে বিচার কাজ পরিচালনার শপথ নিয়েছেন। আর যেকোনো পরিস্থিতিতে বিচার বিভাগ এ নীতিতে অবশ্যই অটল থাকবে।

এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলা বাতিলের আবেদন করেছিলেন জোবাইদা রহমান। যা খারিজ করে দেন হাইকোর্ট। পরে ওই খারিজের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ-টু-আপিল করেন তিনি।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমান ও তাঁর মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। পরের বছর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্র দাখিলের পর মামলা বাতিল চেয়ে জোবাইদা রহমান হাইকোর্টে আবেদন করলে রুল জারি করা হয়। চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট রুল খারিজ করে রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে ওই বছরই লিভ টু আপিল করেন জোবাইদা রহমান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত