গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ডগরী এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
নিহত যুবকের নাম তরিকুল ইসলাম (১৯)। তিনি রাজশাহী জেলার বাঘা থানাধীন রাজার মোড় এলাকার আজব খানের ছেলে। তিনি পিরুজালী সড়কঘাটা বাজারে ফ্রিজ মেরামতের মিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে সদর উপজেলাধীন ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে তরিকুল মোটরসাইকেল চালিয়ে মনিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মির্জাপুর-মনিপুর আঞ্চলিক সড়কের ডগরী এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়। এ সময় ট্রাকটি স্টার্ট বন্ধ হয়ে আটকে গেলে ট্রাকচালক ট্রাক ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে নিহতের স্বজনদের কাছ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ডগরী এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
নিহত যুবকের নাম তরিকুল ইসলাম (১৯)। তিনি রাজশাহী জেলার বাঘা থানাধীন রাজার মোড় এলাকার আজব খানের ছেলে। তিনি পিরুজালী সড়কঘাটা বাজারে ফ্রিজ মেরামতের মিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে সদর উপজেলাধীন ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে তরিকুল মোটরসাইকেল চালিয়ে মনিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মির্জাপুর-মনিপুর আঞ্চলিক সড়কের ডগরী এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়। এ সময় ট্রাকটি স্টার্ট বন্ধ হয়ে আটকে গেলে ট্রাকচালক ট্রাক ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে নিহতের স্বজনদের কাছ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটের পান্তুমাই, প্রতাপপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিলসহ বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।
৪৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম সমন্বয়ক সোহেল রানার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ৩টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, রাজশাহী ব্যানারে এ কর্মসূচি হয়।
১ ঘণ্টা আগেগ্রামের রাস্তায় দোতলা বাস নিয়ে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে গিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবের স্বজনেরা। এই দুর্ঘটনার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই গাফিলতি দেখছেন।
১ ঘণ্টা আগেবিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা–কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ ঘণ্টা আগে