ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ব্র্যাক অফিসসংলগ্ন এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগামী ড্রাম ট্রাকের সঙ্গে গরু বহনকারী নসিমনের সংঘর্ষ ঘটেছে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন অপর দুই গরু ব্যবসায়ী। দুর্ঘটনায় নসিমনে থাকা ব্যবসায়ীদের পাঁচটি গরুও দুর্ঘটনাস্থলেই মারা গেছে।
আজ শুক্রবার সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসাঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবুল হাসান।
নিহত গরু ব্যবসায়ীর নাম ফজর আলী (৩৮)। তিনি চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের নিজাম উদ্দিন শেখের ছেলে। আহত শাহদত সরদার (৩০) একই উপজেলার আলুয়াজুরী গ্রামের আ. হক সরদারের ছেলে এবং আব্দুল হজ সরদার (৬০) একই গ্রামের মালেক সরদারের ছেলে।
নিহত গরু ব্যবসায়ী ফজর আলীর ভাই মো. শিফুল শেখ জানান, তাঁর ভাইসহ অপর দুই গরু ব্যবসায়ী নসিমনে করে পার্শ্ববর্তী চিতলমারী উপজেলা থেকে ফকিরহাট বেতাগা গরুর হাটের উদ্দেশে পাঁচটি গরু নিয়ে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে ফকিরহাটের ব্র্যাক অফিসসংলগ্ন মহাসড়কে গরুগুলোকে পানি খাওয়ানোর উদ্দেশ্যে নসিমন থামালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ড্রামট্রাক নসিমনটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই তাঁর ভাই মারা যান এবং অপর দুজন গুরুতর আহত হন। সেই সঙ্গে দুর্ঘটনাস্থলেই তাদের পাঁচটি গরু মারা গেছে, যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম জানান, ব্র্যাক অফিসের পেছন দিকের মহাসড়কে নসিমনটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। এ সময় খুলনাগামী একটি ড্রামট্রাক দ্রুত এগিয়ে আসে। তখন বিপরীত দিক থেকে একটি বাস ক্রস করার সময় সাইড দিতে গিয়ে ট্রাকটি নসিমনকে ধাক্কা দেয়।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান ও আবাসিক চিকিৎসক ডা. শিশির বসু জানান, দুর্ঘটনার শিকার তিনজনের একজনকে (ফজর আলী) মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপর দুজনের মাথা ও বুকে গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থাও সংকটাপন্ন।
এ বিষয়ে মাদ্রাসাঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, ‘ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের আইনের আওতায় আনা হবে। মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ব্র্যাক অফিসসংলগ্ন এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগামী ড্রাম ট্রাকের সঙ্গে গরু বহনকারী নসিমনের সংঘর্ষ ঘটেছে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন অপর দুই গরু ব্যবসায়ী। দুর্ঘটনায় নসিমনে থাকা ব্যবসায়ীদের পাঁচটি গরুও দুর্ঘটনাস্থলেই মারা গেছে।
আজ শুক্রবার সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসাঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবুল হাসান।
নিহত গরু ব্যবসায়ীর নাম ফজর আলী (৩৮)। তিনি চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের নিজাম উদ্দিন শেখের ছেলে। আহত শাহদত সরদার (৩০) একই উপজেলার আলুয়াজুরী গ্রামের আ. হক সরদারের ছেলে এবং আব্দুল হজ সরদার (৬০) একই গ্রামের মালেক সরদারের ছেলে।
নিহত গরু ব্যবসায়ী ফজর আলীর ভাই মো. শিফুল শেখ জানান, তাঁর ভাইসহ অপর দুই গরু ব্যবসায়ী নসিমনে করে পার্শ্ববর্তী চিতলমারী উপজেলা থেকে ফকিরহাট বেতাগা গরুর হাটের উদ্দেশে পাঁচটি গরু নিয়ে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে ফকিরহাটের ব্র্যাক অফিসসংলগ্ন মহাসড়কে গরুগুলোকে পানি খাওয়ানোর উদ্দেশ্যে নসিমন থামালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ড্রামট্রাক নসিমনটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই তাঁর ভাই মারা যান এবং অপর দুজন গুরুতর আহত হন। সেই সঙ্গে দুর্ঘটনাস্থলেই তাদের পাঁচটি গরু মারা গেছে, যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম জানান, ব্র্যাক অফিসের পেছন দিকের মহাসড়কে নসিমনটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। এ সময় খুলনাগামী একটি ড্রামট্রাক দ্রুত এগিয়ে আসে। তখন বিপরীত দিক থেকে একটি বাস ক্রস করার সময় সাইড দিতে গিয়ে ট্রাকটি নসিমনকে ধাক্কা দেয়।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান ও আবাসিক চিকিৎসক ডা. শিশির বসু জানান, দুর্ঘটনার শিকার তিনজনের একজনকে (ফজর আলী) মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপর দুজনের মাথা ও বুকে গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থাও সংকটাপন্ন।
এ বিষয়ে মাদ্রাসাঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, ‘ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের আইনের আওতায় আনা হবে। মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
৪৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠা করা হয় ‘বঙ্গবন্ধু চেয়ার’। নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুনকে (মুনতাসীর মামুন)।
১ ঘণ্টা আগেকক্সবাজারে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা না পেয়ে মাকে আবিদ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ারা বেগম মেরী (৫৫) ওই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী
১ ঘণ্টা আগে