যশোর প্রতিনিধি
এবার ইভ্যালির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন যশোরের জাহাঙ্গীর আলম চঞ্চল নামের একজন গ্রাহক। শনিবার সকালে যশোর কোতোয়ালি থানায় তিনি এ অভিযোগ দেন। ইভ্যালিতে ১ লাখ ৩০ হাজার ১৪০ টাকা পরিশোধ করে সাড়ে তিন মাসেও মোটরসাইকেল বা টাকা কোনোটিই না পাওয়ায় তিনি এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে যশোর চাঁচরা এলাকার জাহাঙ্গীর আলম লেখেন, গত ২৯ মে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে বাজাজ কোম্পানির পালসার মোটরসাইকেল কিনতে কয়েক কিস্তিতে ১ জুন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ১৪০ টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধের ৪৫ কার্যদিবসের মধ্যে পণ্যটি ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে তিন মাস পার হয়ে গেলেও তিনি বাইক পাননি। ইভ্যালির হটলাইন নম্বরে যোগাযোগ করেও কোনো সমাধান পাননি। এতে ইভ্যালির সিইও রাসেল এবং চেয়ারম্যান শামিমা নাসরিনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, `আমরা অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে প্রতারণার অভিযোগে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মো. আরিফ বাকের নামে একজন গ্রাহক। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা। মামলায় আরও কয়েকজন ‘অজ্ঞাতনামাকে’ আসামি করা হয়েছে। মামলার এজাহারে আরিফ বাকের ইভ্যালিতে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করে না পেয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন।
এ মামলায় ৬ সেপ্টেম্বর মোহাম্মদ রাসেলের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে এই দম্পতিকে গ্রেপ্তার করে র্যাব।
এবার ইভ্যালির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন যশোরের জাহাঙ্গীর আলম চঞ্চল নামের একজন গ্রাহক। শনিবার সকালে যশোর কোতোয়ালি থানায় তিনি এ অভিযোগ দেন। ইভ্যালিতে ১ লাখ ৩০ হাজার ১৪০ টাকা পরিশোধ করে সাড়ে তিন মাসেও মোটরসাইকেল বা টাকা কোনোটিই না পাওয়ায় তিনি এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে যশোর চাঁচরা এলাকার জাহাঙ্গীর আলম লেখেন, গত ২৯ মে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে বাজাজ কোম্পানির পালসার মোটরসাইকেল কিনতে কয়েক কিস্তিতে ১ জুন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ১৪০ টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধের ৪৫ কার্যদিবসের মধ্যে পণ্যটি ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে তিন মাস পার হয়ে গেলেও তিনি বাইক পাননি। ইভ্যালির হটলাইন নম্বরে যোগাযোগ করেও কোনো সমাধান পাননি। এতে ইভ্যালির সিইও রাসেল এবং চেয়ারম্যান শামিমা নাসরিনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, `আমরা অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে প্রতারণার অভিযোগে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মো. আরিফ বাকের নামে একজন গ্রাহক। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা। মামলায় আরও কয়েকজন ‘অজ্ঞাতনামাকে’ আসামি করা হয়েছে। মামলার এজাহারে আরিফ বাকের ইভ্যালিতে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করে না পেয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন।
এ মামলায় ৬ সেপ্টেম্বর মোহাম্মদ রাসেলের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে এই দম্পতিকে গ্রেপ্তার করে র্যাব।
বিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৭ মিনিট আগেবরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
৪১ মিনিট আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
২ ঘণ্টা আগে