অনলাইন ডেস্ক
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময় শেষ হচ্ছে আগামীকাল ৬ ডিসেম্বর, মঙ্গলবার।
আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) আয়োজিত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত হবে।
রেজিস্ট্রেশনের জন্য http://kuaa.org.bd/reunion-registration —ঠিকানায় লগইন করতে হবে।
পুনর্মিলনীর ফি ৯১ থেকে ০২ ব্যাচ পর্যন্ত অ্যালামনাই জনপ্রতি ৩ হাজার টাকা এবং স্বামী/স্ত্রী/অতিথি/সন্তান ১ হাজার টাকা।
০৩ থেকে ১০ ব্যাচ পর্যন্ত জনপ্রতি অ্যালামনাই ২ হাজার টাকা, স্বামী/স্ত্রী/ অতিথি ১ হাজার টাকা এবং সন্তান প্রতি (৫-১২ বছর) ৫০০ টাকা পরিশোধ করতে হবে।
ব্যাচ ১১ থেকে ১৫-এর জন্য অ্যালামনাই ও স্বামী/স্ত্রীর জন্য ১ হাজার টাকা জনপ্রতি এবং সন্তান (অনূর্ধ্ব ৫ বছর) বিনামূল্যে।
ব্যাচ ১৬ থেকে সর্বশেষ ব্যাচের জন্য মাথাপিছু ফি ৭০০ টাকা করে। এছাড়া অ্যালামনাইয়ের (সব ব্যাচের) গাড়িচালক বা গৃহ সহায়তাকারীর জন্য নিবন্ধন ফি ৭০০ টাকা।— বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময় শেষ হচ্ছে আগামীকাল ৬ ডিসেম্বর, মঙ্গলবার।
আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) আয়োজিত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত হবে।
রেজিস্ট্রেশনের জন্য http://kuaa.org.bd/reunion-registration —ঠিকানায় লগইন করতে হবে।
পুনর্মিলনীর ফি ৯১ থেকে ০২ ব্যাচ পর্যন্ত অ্যালামনাই জনপ্রতি ৩ হাজার টাকা এবং স্বামী/স্ত্রী/অতিথি/সন্তান ১ হাজার টাকা।
০৩ থেকে ১০ ব্যাচ পর্যন্ত জনপ্রতি অ্যালামনাই ২ হাজার টাকা, স্বামী/স্ত্রী/ অতিথি ১ হাজার টাকা এবং সন্তান প্রতি (৫-১২ বছর) ৫০০ টাকা পরিশোধ করতে হবে।
ব্যাচ ১১ থেকে ১৫-এর জন্য অ্যালামনাই ও স্বামী/স্ত্রীর জন্য ১ হাজার টাকা জনপ্রতি এবং সন্তান (অনূর্ধ্ব ৫ বছর) বিনামূল্যে।
ব্যাচ ১৬ থেকে সর্বশেষ ব্যাচের জন্য মাথাপিছু ফি ৭০০ টাকা করে। এছাড়া অ্যালামনাইয়ের (সব ব্যাচের) গাড়িচালক বা গৃহ সহায়তাকারীর জন্য নিবন্ধন ফি ৭০০ টাকা।— বিজ্ঞপ্তি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
১৯ মিনিট আগেভাঙচুর–ককটেল বিস্ফোরণের অভিযোগে ঝালকাঠির রাজাপুরে সাবেক মন্ত্রী শাহজাহান ওমর বীর উত্তমসহ ৫৩ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
২৩ মিনিট আগেসংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ‘আগামী সংবিধান হতে হবে এই দেশের সমস্ত নাগরিককে সমান মর্যাদা দিয়ে। সেই নাগরিকের ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন। ধর্মীয় পরিচয় কিংবা জাতিগত মর্যাদা দিয়ে নাগরিকের মর্যাদা ঠিক হবে না।
৩০ মিনিট আগেরায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
৪০ মিনিট আগে