বাগেরহাটে আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ল

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ২০: ৩৩

বাগেরহাটে আদালত ভবনের ছাদের কিছু অংশের পলেস্তারা খসে পড়েছে। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন আদালতের কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীরা। আজ বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের তিন তলা ভবনের নিচতলার বারান্দার আট থেকে নয় ফুট পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটে। 

পলেস্তারা খসে পড়ার বিষয়টি নিশ্চিত করেন বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন। তিনি বলেন, ‘পলেস্তারা খসে পড়ার পর গণপূর্ত বিভাগকে অবহিত করা হয়েছে। তাদেরকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

আদালত সংশ্লিষ্ট লোকজন জানান, ঘটনাস্থলের পাশেই রয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা জজ আদালতের ইংলিশ শাখা, নেজারত শাখা ও হাজতখানা। আদালত চলার সময়ে ভেঙে পড়া স্থানে শতাধিক মানুষের আনাগোনা থাকে। এতে এখানে আসা মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। 

আদালতের নকল খানার অফিস সহকারী মিজানুর রহমান বলেন, ‘সকাল সাড়ে ৮টায় কক্ষে প্রবেশ করতেই শুনি বিকট শব্দ। ঘুরে দেখি ছাঁদের বিশাল আকার জায়গাজুড়ে পলেস্তারা খসে পড়েছে। আশপাশেও অনেক জায়গার পলেস্তারায় ফাটল দেখা দিয়েছে। যদি কিছুক্ষণ পরে এই ঘটনা ঘটত তাহলে বড় ক্ষতি হয়ে যেত।’ 

আইনজীবী মিজানুর রহমান বলেন, ‘আদালত চলার সময়ে এক থেকে দেড় শ বিচারপ্রার্থী এখানে থাকেন। এ ছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা জজ আদালতের ইংলিশ শাখা, নেজারত শাখা, হাজতখানা ও রেকর্ড রুমের সেবাপ্রত্যাশীরা এই পথে চলাচল করেন। ভাগ্যক্রমে সবাই রক্ষা পেয়েছে। আমরা দ্রুত ভবন সংস্কারের দাবি জানাই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত