মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে পণ্য বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আটটি দোকানের এক পাশ ভেঙে দিয়েছে। আজ মঙ্গলবার সকালে যশোর-চুকনগর সড়কের বেকারিতলা বাজারে এ ঘটনা ঘটে। এতে দোকানগুলোর সামনের দেওয়াল ও চালা ভেঙে গেছে। তবে এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বেগারিতলা বাজারের ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে দোকানদাররা এসে ব্যবসাপ্রতিষ্ঠান খুলছিলেন। এ সময় যশোরের দিক থেকে ছেড়ে আসা একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের পূর্ব পাশের সারিবদ্ধ দোকানের এক পাশ দিয়ে ধাক্কা দিয়ে যায়। এতে আতিয়ার রহমানের হোটেল, বাবুর ভাজার দোকান, শাহজাহান আলীর পানের দোকান, মৃণাল দাসের সেলুন ঘর, রাসেল ও ইসমাইল হোসেনের ইলেকট্রনিক্সের দোকান, রবিউল ইসলামের সাইকেল গ্যারেজ ও নুরুল আমিনের চা দোকানের সামনের অংশের দেওয়াল ও টিনের চালা ভেঙ্গে গেছে।
ইমরান হোসেন আরও বলেন, ‘নিয়ন্ত্রণ হারানোর সময় ট্রাকের চালক ভিতরে ঘুমিয়ে ছিলেন। তাঁর সহযোগি গাড়ি চালানোতে দুর্ঘটনা ঘটে। ট্রাক ও চালক বাজার কমিটির জিম্মায় আছে। চালকের সহযোগি পালিয়ে গেছে।’
বেগারিতলা বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, গেল বছর বাজারের একইস্থানের দোকানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ায় ৫ জনের প্রাণহানি ঘটেছিল।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বিষয়টি আমাদের কেউ জানায়নি। পুলিশ পাঠিয়ে খবর নিচ্ছি।
যশোরের মনিরামপুরে পণ্য বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আটটি দোকানের এক পাশ ভেঙে দিয়েছে। আজ মঙ্গলবার সকালে যশোর-চুকনগর সড়কের বেকারিতলা বাজারে এ ঘটনা ঘটে। এতে দোকানগুলোর সামনের দেওয়াল ও চালা ভেঙে গেছে। তবে এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বেগারিতলা বাজারের ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে দোকানদাররা এসে ব্যবসাপ্রতিষ্ঠান খুলছিলেন। এ সময় যশোরের দিক থেকে ছেড়ে আসা একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের পূর্ব পাশের সারিবদ্ধ দোকানের এক পাশ দিয়ে ধাক্কা দিয়ে যায়। এতে আতিয়ার রহমানের হোটেল, বাবুর ভাজার দোকান, শাহজাহান আলীর পানের দোকান, মৃণাল দাসের সেলুন ঘর, রাসেল ও ইসমাইল হোসেনের ইলেকট্রনিক্সের দোকান, রবিউল ইসলামের সাইকেল গ্যারেজ ও নুরুল আমিনের চা দোকানের সামনের অংশের দেওয়াল ও টিনের চালা ভেঙ্গে গেছে।
ইমরান হোসেন আরও বলেন, ‘নিয়ন্ত্রণ হারানোর সময় ট্রাকের চালক ভিতরে ঘুমিয়ে ছিলেন। তাঁর সহযোগি গাড়ি চালানোতে দুর্ঘটনা ঘটে। ট্রাক ও চালক বাজার কমিটির জিম্মায় আছে। চালকের সহযোগি পালিয়ে গেছে।’
বেগারিতলা বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, গেল বছর বাজারের একইস্থানের দোকানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ায় ৫ জনের প্রাণহানি ঘটেছিল।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বিষয়টি আমাদের কেউ জানায়নি। পুলিশ পাঠিয়ে খবর নিচ্ছি।
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগেঅন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে ও তার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন ধর্ম, বর্ণ, লিঙ্গ, মত, জাতিসত্তার মানুষ নিয়ে সাংস্কৃতিক আয়োজন করেছে গণতান্ত্রিক নাগরিক কমিটি। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার বিকেলে ‘বৈচিত্র্যের ঐক্য’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
৯ মিনিট আগেনিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ শনিবার তিনি এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেছেন।
২৫ মিনিট আগেপিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর একজন মীর মোজাম্মেল হোসেন নাঈম (২৩)। তার এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। শোকের স্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।
২৭ মিনিট আগে