কেশবপুর (যশোর) প্রতিনিধি
আগুনে ঘর, গোয়ালসহ পুড়ে গেছে রান্না ঘর। দগ্ধ হয়ে মারা গেছে গর্ভবতী একটি গাভি ও ছাগল। নিঃস্ব হয়ে এখন খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে যশোরের কেশবপুরে মূলগ্রামের জামাই পাড়ার ছকিনা খাতুনের।
আজ শুক্রবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় বাড়ির আঙিনায় প্লাস্টিকের বস্তা টানিয়ে খোলা আকাশের নিচে থাকছেন দিনমজুর ছকিনার পরিবার।
ছকিনার স্বামী সিদ্দিকুর রহমান বলেন, রাত প্রায় ১০টার দিকে গোয়াল ঘরের সাজাল থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে টিনের ছাউনির ঘর, গোয়ালসহ রান্নাঘরসহ পুড়ে গেছে। এ সময় গোয়ালে থাকা ৮ মাসের গর্ভবতী একটি গাভি ও একটি ছাগল আগুনে দগ্ধ হয়ে মারা যায়।
সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘কিনার বোনের ছেলে আলামিনকে বিদেশে পাঠানোর জন্য ঘরে রাখা নগদ টাকাও পুড়ে গেছে। আগুন লেগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে আমাদের।’
ছকিনার বোন হাসিনা খাতুন বলেন, ‘আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় আমার বোন নিঃস্ব হয়ে গেছে। সারা রাত তাঁদের পরিবারকে খোলা আকাশের নিচে থাকতে হয়েছে। সবকিছু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে বোন ছকিনা।’
কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, আগুন লাগার খবরে টিম নিয়ে ঘটনাস্থলে যায়। পরিবারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন বলেন, ক্ষতিগ্রস্ত ওই পরিবারটিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে। পাশাপাশি সরকারিভাবে ওই পরিবার যেন সহযোগিতা পায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।
আগুনে ঘর, গোয়ালসহ পুড়ে গেছে রান্না ঘর। দগ্ধ হয়ে মারা গেছে গর্ভবতী একটি গাভি ও ছাগল। নিঃস্ব হয়ে এখন খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে যশোরের কেশবপুরে মূলগ্রামের জামাই পাড়ার ছকিনা খাতুনের।
আজ শুক্রবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় বাড়ির আঙিনায় প্লাস্টিকের বস্তা টানিয়ে খোলা আকাশের নিচে থাকছেন দিনমজুর ছকিনার পরিবার।
ছকিনার স্বামী সিদ্দিকুর রহমান বলেন, রাত প্রায় ১০টার দিকে গোয়াল ঘরের সাজাল থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে টিনের ছাউনির ঘর, গোয়ালসহ রান্নাঘরসহ পুড়ে গেছে। এ সময় গোয়ালে থাকা ৮ মাসের গর্ভবতী একটি গাভি ও একটি ছাগল আগুনে দগ্ধ হয়ে মারা যায়।
সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘কিনার বোনের ছেলে আলামিনকে বিদেশে পাঠানোর জন্য ঘরে রাখা নগদ টাকাও পুড়ে গেছে। আগুন লেগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে আমাদের।’
ছকিনার বোন হাসিনা খাতুন বলেন, ‘আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় আমার বোন নিঃস্ব হয়ে গেছে। সারা রাত তাঁদের পরিবারকে খোলা আকাশের নিচে থাকতে হয়েছে। সবকিছু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে বোন ছকিনা।’
কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, আগুন লাগার খবরে টিম নিয়ে ঘটনাস্থলে যায়। পরিবারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন বলেন, ক্ষতিগ্রস্ত ওই পরিবারটিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে। পাশাপাশি সরকারিভাবে ওই পরিবার যেন সহযোগিতা পায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।
রাজধানীর ফার্মগেট এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস...
৩ মিনিট আগেক্ষোভ প্রকাশ করে জাকির হোসেন বলেন, ‘এমন ছোট্ট সংযোগ সড়কে বিআরটিসির দোতলা বাসে কী করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে এল। সড়কের সামান্য ওপরে বৈদ্যুতিক তার। সেই তারে ছোট পরিবহন চলাচল যেখানে ঝুঁকিপূর্ণ। সেই সড়কে কী করে বিআরটিসির দোতলা বাস চলাচল করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে
১৩ মিনিট আগেসুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
২৪ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
১ ঘণ্টা আগে