ভেড়ামারা (কুষ্টিয়া)প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় হাসপাতাল সড়কের টেম্পোস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম সোহানুর রহমান সিজান (২০)। তিনি ভেড়ামারার পূর্ব নওদাপাড়া গ্রামের বাবু মণ্ডলের ছেলে ও মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে বিজয় দিবসের অনুষ্ঠান দেখে সোহানুর রহমান সিজান বাড়িতে ফিরছিলেন। হাসপাতাল সড়কের ওভার ব্রিজ টেম্পোস্ট্যান্ডের কাছে পৌঁছালে সাত-আটজনের একটি দুর্বৃত্তের দল হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে সিজানের ওপর হামলা করে। এ সময় মাথাসহ তাঁর শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে রক্তাক্ত করে তারা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে সিজানের চাচা উপজেলা যুবলীগের সহসভাপতি আনোয়ার হোসেন গামা বলেন, ‘সোহানুর রহমান সিজানকে সাত-আটজনের একটি দল হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। মাথার আঘাতটা খুবই গুরুতর। সে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র। গত মঙ্গলবার ইনস্টিটিউট থেকে ছুটিতে বাড়িতে এসেছে। কেন কী কারণে হামলা করেছে, এ মুহূর্তে বলতে পারছি না। সিজান একটু সুস্থ হলেই হামলাকারীদের চিহ্নিত করে থানায় অভিযোগ দেওয়া হবে।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়ার ভেড়ামারায় পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় হাসপাতাল সড়কের টেম্পোস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম সোহানুর রহমান সিজান (২০)। তিনি ভেড়ামারার পূর্ব নওদাপাড়া গ্রামের বাবু মণ্ডলের ছেলে ও মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে বিজয় দিবসের অনুষ্ঠান দেখে সোহানুর রহমান সিজান বাড়িতে ফিরছিলেন। হাসপাতাল সড়কের ওভার ব্রিজ টেম্পোস্ট্যান্ডের কাছে পৌঁছালে সাত-আটজনের একটি দুর্বৃত্তের দল হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে সিজানের ওপর হামলা করে। এ সময় মাথাসহ তাঁর শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে রক্তাক্ত করে তারা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে সিজানের চাচা উপজেলা যুবলীগের সহসভাপতি আনোয়ার হোসেন গামা বলেন, ‘সোহানুর রহমান সিজানকে সাত-আটজনের একটি দল হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। মাথার আঘাতটা খুবই গুরুতর। সে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র। গত মঙ্গলবার ইনস্টিটিউট থেকে ছুটিতে বাড়িতে এসেছে। কেন কী কারণে হামলা করেছে, এ মুহূর্তে বলতে পারছি না। সিজান একটু সুস্থ হলেই হামলাকারীদের চিহ্নিত করে থানায় অভিযোগ দেওয়া হবে।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ শনিবার তিনি এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেছেন।
৭ মিনিট আগেপিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর একজন মীর মোজাম্মেল হোসেন নাঈম (২৩)। তার এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। শোকের স্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।
১০ মিনিট আগেসিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটের পান্তুমাই, প্রতাপপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিলসহ বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম সমন্বয়ক সোহেল রানার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ৩টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, রাজশাহী ব্যানারে এ কর্মসূচি হয়।
১ ঘণ্টা আগে