শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলায় নির্ধারিত সময়ের মধ্যে হতদরিদ্রদের কাজ শেষ করতে না পারায় ৩৪ লক্ষাধিক টাকা ফেরত যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বিলম্বে বরাদ্দ আসার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শরণখোলায় গত ৫ মে ২০২১-২০২২ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ৭২ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ আসে। ৪০ দিনের এই কর্মসূচিতে উপজেলার চারটি ইউনিয়নের ৪৫৩ জন হতদরিদ্র কাজ পান। তাঁরা দৈনিক ৪০০ টাকা মজুরিতে গত ১০ মে থেকে ৮ জুন পর্যন্ত ২৯ দিন কাজ করেন। সে হিসাবে সরকারি ছুটি বাদে তাঁদের ২১ দিনের বিল পাওয়ার কথা। কিন্তু কাজের মেয়াদ ৬ জুনই শেষ হয়ে গেছে। ফলে বাকি দিনের কাজ হচ্ছে না। সেই সঙ্গে দুই দিনের বিলও বাদ যাচ্ছে। ৪০ দিনের মধ্যে কেবল ২৯ দিন কাজ হলেও কর্মসূচির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বরাদ্দের ৩৪ লাখ ৪২ হাজার ৮০০ টাকা ফেরত পাঠানো হচ্ছে।
এ ব্যাপারে সাউথখালি ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন বলেন, তাঁর এলাকায় খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি। বর্তমানে সুন্দরবন ও সাগরে মাছ ধরা বন্ধ। এ অবস্থায় ৪০ দিন কাজ করতে পারলে হতদরিদ্রদের অনেক উপকার হতো।
খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, ‘বর্তমান সময়ে এলাকার মানুষের হাতে কাজ নেই। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এক মাস আগে বরাদ্দ এলে এই মুহূর্তে আমাদের দরিদ্র মানুষগুলোর টাকা ফেরত দিতে হতো না।’
বরাদ্দের টাকা ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে শরণখোলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিম বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আমাদের এখানে বিলম্বে বরাদ্দ আসে। এ ছাড়া ৮ জুনের মধ্যে কাজ শেষ করে বিল না পাঠালে শ্রমিকেরা টাকা পাবেন না। তাই ১৯ দিন কাজ করানো যাচ্ছে না বলে ৩৪ লাখ ৪২ হাজার ৮০০ টাকা ফেরত পাঠাতে হচ্ছে।’
শরণখোলায় নির্ধারিত সময়ের মধ্যে হতদরিদ্রদের কাজ শেষ করতে না পারায় ৩৪ লক্ষাধিক টাকা ফেরত যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বিলম্বে বরাদ্দ আসার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শরণখোলায় গত ৫ মে ২০২১-২০২২ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ৭২ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ আসে। ৪০ দিনের এই কর্মসূচিতে উপজেলার চারটি ইউনিয়নের ৪৫৩ জন হতদরিদ্র কাজ পান। তাঁরা দৈনিক ৪০০ টাকা মজুরিতে গত ১০ মে থেকে ৮ জুন পর্যন্ত ২৯ দিন কাজ করেন। সে হিসাবে সরকারি ছুটি বাদে তাঁদের ২১ দিনের বিল পাওয়ার কথা। কিন্তু কাজের মেয়াদ ৬ জুনই শেষ হয়ে গেছে। ফলে বাকি দিনের কাজ হচ্ছে না। সেই সঙ্গে দুই দিনের বিলও বাদ যাচ্ছে। ৪০ দিনের মধ্যে কেবল ২৯ দিন কাজ হলেও কর্মসূচির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বরাদ্দের ৩৪ লাখ ৪২ হাজার ৮০০ টাকা ফেরত পাঠানো হচ্ছে।
এ ব্যাপারে সাউথখালি ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন বলেন, তাঁর এলাকায় খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি। বর্তমানে সুন্দরবন ও সাগরে মাছ ধরা বন্ধ। এ অবস্থায় ৪০ দিন কাজ করতে পারলে হতদরিদ্রদের অনেক উপকার হতো।
খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, ‘বর্তমান সময়ে এলাকার মানুষের হাতে কাজ নেই। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এক মাস আগে বরাদ্দ এলে এই মুহূর্তে আমাদের দরিদ্র মানুষগুলোর টাকা ফেরত দিতে হতো না।’
বরাদ্দের টাকা ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে শরণখোলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিম বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আমাদের এখানে বিলম্বে বরাদ্দ আসে। এ ছাড়া ৮ জুনের মধ্যে কাজ শেষ করে বিল না পাঠালে শ্রমিকেরা টাকা পাবেন না। তাই ১৯ দিন কাজ করানো যাচ্ছে না বলে ৩৪ লাখ ৪২ হাজার ৮০০ টাকা ফেরত পাঠাতে হচ্ছে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
৮ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
৩৮ মিনিট আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠা করা হয় ‘বঙ্গবন্ধু চেয়ার’। নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুনকে (মুনতাসীর মামুন)।
১ ঘণ্টা আগেকক্সবাজারে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা না পেয়ে মাকে আবিদ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ারা বেগম মেরী (৫৫) ওই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী
১ ঘণ্টা আগে