শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় স্বামীর জেলে কার্ডের চাল নিতে গিয়ে হাসিনা বেগম (৪৫) নামে এক নারী ইউপি সদস্যদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল ১০ টায় উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে।
আহত ওই নারী সোনাতলা গ্রামের জেলে নাসির হাওলাদারের স্ত্রী। তাঁকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যদিকে ওই নারীর পাল্টা আক্রমনে গিয়াস উদ্দিন (৭০) নামের এক ইউপি সদস্য আহতের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী হাসিনা বেগম জানান, ১ নম্বর সোনাতলা ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হাওলাদার মঙ্গলবার বিকেলে এলাকায় জেলে কার্ডের চাল বিতরণের সিলিপ বিতরণ করেছেন। সবাইকে দিলেও তাঁর স্বামীর কার্ডের সিলিপ দেননি। আজ বুধবার সকালে ইউনিয়ন পরিষদে গিয়ে ইউপি সদস্যের কাছে কার্ডের সিলিপ চাইলে পরে দেওয়া হবে বলে জানান। স্বামীর অসুস্থতার কথা জানিয়ে বারবার অনুরোধ করার হলেও ইউপি সদস্য জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি করে তাঁকে চুল ধরে বের করে দেন। এ সময় ইউপি সদস্য গিয়াসউদ্দিন ও জাকির হোসেন মিলে তাঁকে মারধর করেন।
এদিকে অভিযোগ অস্বীকার করে সোনাতলার ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি পরিষদে কার্ডের সিলিপ লিখতেছিলাম। এ সময় ওই নারী এসে তাঁর স্বামীর কার্ডের সিলিপ চান। এবার বরাদ্দ কম আসায় পরবর্তীধাপে তাঁকে দেওয়া হবে বলে জানানো হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে পায়ের জুতা খুলে আমার দিকে ছুড়ে মারেন।’ এ সময় গিয়াস উদ্দিন নামের আরেক ইউপি সদস্য আহত হন বলে জানান তিনি।
এ নিয়ে রায়েন্দা ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, ‘আমি কার্ডের সিলিপ অনুযায়ী চাল দিচ্ছিলাম, এ সময় শুনি জাহাঙ্গীরের সঙ্গে ওই নারীর কথা-কাটাকাটি চলছে। আমি তাঁদের থামাতে গেলে ওই নারী আমার ওপর আক্রমন করেন। তাঁর জুতার আঘাতে আমার ডান হাত ভেঙে গেছে।’
সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘আমার ইউনিয়নে মোট ২ হাজার ৬০০ জন জেলে। এর মধ্যে এবার বরাদ্দ এসেছে ১ হাজার ২৩০ জনের। বাকিদের জন্য আগামী মাসে বরাদ্দ পাওয়া যাবে। এ কারণে অর্ধেক জেলেকে এই বরাদ্দের চাল দেওয়া যাচ্ছে না। কিন্তু হাসিনা বেগম তা মানতে নারাজ। অনাকাঙ্খিত ঘটনাটি সমাধানের চেষ্টা চলছে।’
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বাগেরহাটের শরণখোলায় স্বামীর জেলে কার্ডের চাল নিতে গিয়ে হাসিনা বেগম (৪৫) নামে এক নারী ইউপি সদস্যদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল ১০ টায় উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে।
আহত ওই নারী সোনাতলা গ্রামের জেলে নাসির হাওলাদারের স্ত্রী। তাঁকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যদিকে ওই নারীর পাল্টা আক্রমনে গিয়াস উদ্দিন (৭০) নামের এক ইউপি সদস্য আহতের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী হাসিনা বেগম জানান, ১ নম্বর সোনাতলা ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হাওলাদার মঙ্গলবার বিকেলে এলাকায় জেলে কার্ডের চাল বিতরণের সিলিপ বিতরণ করেছেন। সবাইকে দিলেও তাঁর স্বামীর কার্ডের সিলিপ দেননি। আজ বুধবার সকালে ইউনিয়ন পরিষদে গিয়ে ইউপি সদস্যের কাছে কার্ডের সিলিপ চাইলে পরে দেওয়া হবে বলে জানান। স্বামীর অসুস্থতার কথা জানিয়ে বারবার অনুরোধ করার হলেও ইউপি সদস্য জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি করে তাঁকে চুল ধরে বের করে দেন। এ সময় ইউপি সদস্য গিয়াসউদ্দিন ও জাকির হোসেন মিলে তাঁকে মারধর করেন।
এদিকে অভিযোগ অস্বীকার করে সোনাতলার ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি পরিষদে কার্ডের সিলিপ লিখতেছিলাম। এ সময় ওই নারী এসে তাঁর স্বামীর কার্ডের সিলিপ চান। এবার বরাদ্দ কম আসায় পরবর্তীধাপে তাঁকে দেওয়া হবে বলে জানানো হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে পায়ের জুতা খুলে আমার দিকে ছুড়ে মারেন।’ এ সময় গিয়াস উদ্দিন নামের আরেক ইউপি সদস্য আহত হন বলে জানান তিনি।
এ নিয়ে রায়েন্দা ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, ‘আমি কার্ডের সিলিপ অনুযায়ী চাল দিচ্ছিলাম, এ সময় শুনি জাহাঙ্গীরের সঙ্গে ওই নারীর কথা-কাটাকাটি চলছে। আমি তাঁদের থামাতে গেলে ওই নারী আমার ওপর আক্রমন করেন। তাঁর জুতার আঘাতে আমার ডান হাত ভেঙে গেছে।’
সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘আমার ইউনিয়নে মোট ২ হাজার ৬০০ জন জেলে। এর মধ্যে এবার বরাদ্দ এসেছে ১ হাজার ২৩০ জনের। বাকিদের জন্য আগামী মাসে বরাদ্দ পাওয়া যাবে। এ কারণে অর্ধেক জেলেকে এই বরাদ্দের চাল দেওয়া যাচ্ছে না। কিন্তু হাসিনা বেগম তা মানতে নারাজ। অনাকাঙ্খিত ঘটনাটি সমাধানের চেষ্টা চলছে।’
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মাছ বিক্রেতার স্ত্রী তিনি। স্বামীর মাছ বিক্রির লাভের টাকায় টেনেটুনে দিন চলত। সংসারে অভাব লেগেই থাকত। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। একটা অভাব মিটলে, নতুন করে হাজির হতো আরেকটি। ধারদেনা করেই চলতে হতো।
৯ মিনিট আগেনীলফামারীর কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা করে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোখলেছুর রহমান বিমানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আজ শনিবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানা-পুলিশের ভারপ্রাপ্ত...
১৮ মিনিট আগেপাহাড়িয়া জাতিগোষ্ঠীর মাতৃভাষা হলো পাহাড়িয়া। এই ভাষায় কী-বোর্ড ডেভেলপ করেছে ফ্রেন্ডস অব এন্ডেঞ্জার্ড এথনিক ল্যাংগুয়েজেস (ফিল) নামের একটি সংগঠন। আজ শনিবার সকালে তাই রাজশাহীতে ‘মালত সাবা’ নামের এই কী-বোর্ডের উদ্বোধন করা হয়।
৩৩ মিনিট আগেকলেজে পড়াশোনা করার সময় পপির সঙ্গে মহিন ইসলাম রিয়াদ নামের এক যুবকের পরিচয় ছিল। কিন্তু বিয়ের পর রিয়াদ পপির স্বামী মাহমুদের কাছে দাবি করে পপির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল
৩৬ মিনিট আগে