মাগুরা প্রতিনিধি
মাগুরায় বেড়েই চলেছে পেঁয়াজের দাম। কোরবানির ঈদ সামনে রেখে দফায় দফায় পাইকারি ও খুচরা বাজারে দাম বাড়তে শুরু করেছে। এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষেরা।
আজ সোমবার জেলায় পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, চার দিনের ব্যবধানে কেজি প্রতি দেশি পেঁয়াজ পাইকারি বাজারে ১৫ টাকা ও খুচরা বাজারে ২৫ টাকা বেড়েছে। রোজার ঈদের দুদিন আগে যে পেঁয়াজ কেজি প্রতি ২৮ টাকা বিক্রি হয়েছে তা এখন ৭৫ টাকা থেকে ৮২ টাকাতেও পাইকারি দরে বিক্রি হচ্ছে।
জেলার পুরোনো বাজারে পেঁয়াজ কিনতে আসা নাজুমল হোসেন নামে একজন ক্রেতার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। পেশায় স্কুলশিক্ষক। তিনি বলেন, ‘বাজারে তো সব কাচা সবজির দাম বাড়ছেই। এখন পেঁয়াজের দাম প্রতিদিন বাড়ছে। গত তিন দিনে চার বার পেঁয়াজ কিনেছি অল্প পরিমাণে। কিন্তু দাম চার রকম। ৫৫ টাকা কিনেছি শুক্রবারে। শনিবারে ৬২ রোববার এক লাফে ৭০, আর আজকে ৮০ টাকা! এ রকম হলে তো ঈদ না আসতেই সামর্থ্যের বাইরে চলে যাবে পেঁয়াজ।’
পেঁয়াজ কিনতে আসা আসলাম শেখ নামের অপর একজন ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুদিন আগে খবরে দেখলাম পেঁয়াজের বাম্পার ফলন হলো। এমনকি অনেক জায়গাতে পেঁয়াজের দাম না পেয়ে চাষিরাও নাকি হতাশ। আর এখন শুনছি পেঁয়াজের ঘাটতি। এত পেঁয়াজ তাহলে গেল কোথায়? পেঁয়াজ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এটা করেছে। বেশি দামের আশায় তাঁরা এই অসাধু পথ বেছে নিয়েছে। প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় অবস্থা খারাপের দিকে যাচ্ছে।’
মাগুরা একতা কাঁচাবাজার সমিতির সভাপতি হাসান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘এই সপ্তাহে মাগুরায় পেঁয়াজ আমদানি কম। যে সব জায়গা থেকে পেঁয়াজ আসত, সেখান থেকে চাহিদার তুলনায় অর্ধেক পেঁয়াজ আসছে। সে জন্য পেঁয়াজের দাম একটু বাড়তি।’
এ বিষয়ে বাজার মনিটরিং ও কৃষি বিপণন কর্মকর্তা আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষকেরা পেঁয়াজের ভালো দাম পাচ্ছে। কিছু কৃষক হয়তো বাড়িতেই পেঁয়াজ রেখে দিয়েছে, ভালো দাম পাওয়ার আশায়। তবে বাজার খুব একটা নিয়ন্ত্রণের বাইরে নয়। আমরা পর্যবেক্ষণ করছি, দেশি পেঁয়াজের সংকট যদি তৈরি হয়, তাহলে হয়তো বাইরে থেকে পেঁয়াজ আনা হতে পারে বলে আমি জানতে পেরেছি।’
মাগুরায় বেড়েই চলেছে পেঁয়াজের দাম। কোরবানির ঈদ সামনে রেখে দফায় দফায় পাইকারি ও খুচরা বাজারে দাম বাড়তে শুরু করেছে। এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষেরা।
আজ সোমবার জেলায় পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, চার দিনের ব্যবধানে কেজি প্রতি দেশি পেঁয়াজ পাইকারি বাজারে ১৫ টাকা ও খুচরা বাজারে ২৫ টাকা বেড়েছে। রোজার ঈদের দুদিন আগে যে পেঁয়াজ কেজি প্রতি ২৮ টাকা বিক্রি হয়েছে তা এখন ৭৫ টাকা থেকে ৮২ টাকাতেও পাইকারি দরে বিক্রি হচ্ছে।
জেলার পুরোনো বাজারে পেঁয়াজ কিনতে আসা নাজুমল হোসেন নামে একজন ক্রেতার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। পেশায় স্কুলশিক্ষক। তিনি বলেন, ‘বাজারে তো সব কাচা সবজির দাম বাড়ছেই। এখন পেঁয়াজের দাম প্রতিদিন বাড়ছে। গত তিন দিনে চার বার পেঁয়াজ কিনেছি অল্প পরিমাণে। কিন্তু দাম চার রকম। ৫৫ টাকা কিনেছি শুক্রবারে। শনিবারে ৬২ রোববার এক লাফে ৭০, আর আজকে ৮০ টাকা! এ রকম হলে তো ঈদ না আসতেই সামর্থ্যের বাইরে চলে যাবে পেঁয়াজ।’
পেঁয়াজ কিনতে আসা আসলাম শেখ নামের অপর একজন ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুদিন আগে খবরে দেখলাম পেঁয়াজের বাম্পার ফলন হলো। এমনকি অনেক জায়গাতে পেঁয়াজের দাম না পেয়ে চাষিরাও নাকি হতাশ। আর এখন শুনছি পেঁয়াজের ঘাটতি। এত পেঁয়াজ তাহলে গেল কোথায়? পেঁয়াজ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এটা করেছে। বেশি দামের আশায় তাঁরা এই অসাধু পথ বেছে নিয়েছে। প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় অবস্থা খারাপের দিকে যাচ্ছে।’
মাগুরা একতা কাঁচাবাজার সমিতির সভাপতি হাসান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘এই সপ্তাহে মাগুরায় পেঁয়াজ আমদানি কম। যে সব জায়গা থেকে পেঁয়াজ আসত, সেখান থেকে চাহিদার তুলনায় অর্ধেক পেঁয়াজ আসছে। সে জন্য পেঁয়াজের দাম একটু বাড়তি।’
এ বিষয়ে বাজার মনিটরিং ও কৃষি বিপণন কর্মকর্তা আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষকেরা পেঁয়াজের ভালো দাম পাচ্ছে। কিছু কৃষক হয়তো বাড়িতেই পেঁয়াজ রেখে দিয়েছে, ভালো দাম পাওয়ার আশায়। তবে বাজার খুব একটা নিয়ন্ত্রণের বাইরে নয়। আমরা পর্যবেক্ষণ করছি, দেশি পেঁয়াজের সংকট যদি তৈরি হয়, তাহলে হয়তো বাইরে থেকে পেঁয়াজ আনা হতে পারে বলে আমি জানতে পেরেছি।’
রায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
৮ মিনিট আগেনীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
৯ মিনিট আগেচট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনকারীদের লক্ষ্য করে একটি শাটার গান দিয়ে একাই ২৮ রাউন্ড গুলি করেছিলেন যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২)। গতকাল শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা-পুলিশ।
১৭ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র–জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী আল-আমিন মিয়া (৩৪) নিহত হয়েছেন বলে উল্লেখ করে গত ২৪ অক্টোবর কুলসুম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। পরে ৮ নভেম্বর তা আশুলিয়া থানায় এজাহারভুক্ত করা হয়।
২৭ মিনিট আগে