মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘরে থাকা ওই পুলিশ সদস্যের বৃদ্ধা মা গীতা চক্রবর্তীকে (৭৫) মারধর করে আহত করে তারা। আহত বৃদ্ধা বর্তমানে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার আম্রুঝুটা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ডাকাতেরা ঘরে থাকা ১০-১২ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করেছে বলে দাবি করেছেন ওই পুলিশ সদস্য।
ওই পুলিশ সদস্যের নাম বিশ্বজিৎ চক্রবর্তী। তিনি সাতক্ষীরা কোট পুলিশে কর্মরত। বিশ্বজিতের স্ত্রী পুলিশের উপপরিদর্শক। তিনিও সাতক্ষীরায় কর্মরত।
আহত বৃদ্ধার প্রতিবেশী সুদ্বীপ কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃদ্ধা একা বাড়িতে থাকেন। আজ শনিবার সকালে বৃদ্ধার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাঁর পুলিশ ছেলে আমাকে ফোন করেন। পরে আমরা গিয়ে বৃদ্ধাকে ডাকাডাকি করি। কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে দেখি ঘরের জানালা ভাঙা। ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকে দেখি, ঘরের জিনিসপত্র তছনছ করা। বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। এরপর আমরা তাঁকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করি।’
এ বিষয়ে পুলিশ সদস্য বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, ‘আমরা দুই ভাই কাজের সুবাদে বাইরে থাকি। বাবা মারা যাওয়ায় মা একা গ্রামের বাড়িতে থাকেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে শনিবার ভোর পর্যন্ত কোনো একসময় ঘরের দক্ষিণ পাশের গ্রিল কেটে দুজন লোক ঘরে ঢোকে। বাকিরা বাইরে ছিল। এ সময় মা চিৎকার দিতে গেলে ওরা মাকে গলা টিপে ধরে মারধর করে। তখন মায়ের নাক-মুখ দিয়ে রক্ত ওঠে। ওরা ১০-১২ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে।’
বিশ্বজিৎ আরও বলেন, ‘আমি মায়ের কাছে হাসপাতালে আছি। এ ঘটনায় এখনো কোনো আইনগত ব্যবস্থার সিদ্ধান্ত নিইনি। রাতে সিদ্ধান্ত নেব। মা কিছুটা ভালো আছেন। তাঁকে সাতক্ষীরা আমার কাছে নিয়ে চিকিৎসা দিতে চাচ্ছি।’
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’
যশোরের মনিরামপুরে এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘরে থাকা ওই পুলিশ সদস্যের বৃদ্ধা মা গীতা চক্রবর্তীকে (৭৫) মারধর করে আহত করে তারা। আহত বৃদ্ধা বর্তমানে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার আম্রুঝুটা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ডাকাতেরা ঘরে থাকা ১০-১২ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করেছে বলে দাবি করেছেন ওই পুলিশ সদস্য।
ওই পুলিশ সদস্যের নাম বিশ্বজিৎ চক্রবর্তী। তিনি সাতক্ষীরা কোট পুলিশে কর্মরত। বিশ্বজিতের স্ত্রী পুলিশের উপপরিদর্শক। তিনিও সাতক্ষীরায় কর্মরত।
আহত বৃদ্ধার প্রতিবেশী সুদ্বীপ কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃদ্ধা একা বাড়িতে থাকেন। আজ শনিবার সকালে বৃদ্ধার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাঁর পুলিশ ছেলে আমাকে ফোন করেন। পরে আমরা গিয়ে বৃদ্ধাকে ডাকাডাকি করি। কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে দেখি ঘরের জানালা ভাঙা। ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকে দেখি, ঘরের জিনিসপত্র তছনছ করা। বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। এরপর আমরা তাঁকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করি।’
এ বিষয়ে পুলিশ সদস্য বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, ‘আমরা দুই ভাই কাজের সুবাদে বাইরে থাকি। বাবা মারা যাওয়ায় মা একা গ্রামের বাড়িতে থাকেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে শনিবার ভোর পর্যন্ত কোনো একসময় ঘরের দক্ষিণ পাশের গ্রিল কেটে দুজন লোক ঘরে ঢোকে। বাকিরা বাইরে ছিল। এ সময় মা চিৎকার দিতে গেলে ওরা মাকে গলা টিপে ধরে মারধর করে। তখন মায়ের নাক-মুখ দিয়ে রক্ত ওঠে। ওরা ১০-১২ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে।’
বিশ্বজিৎ আরও বলেন, ‘আমি মায়ের কাছে হাসপাতালে আছি। এ ঘটনায় এখনো কোনো আইনগত ব্যবস্থার সিদ্ধান্ত নিইনি। রাতে সিদ্ধান্ত নেব। মা কিছুটা ভালো আছেন। তাঁকে সাতক্ষীরা আমার কাছে নিয়ে চিকিৎসা দিতে চাচ্ছি।’
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’
মাছ বিক্রেতার স্ত্রী তিনি। স্বামীর মাছ বিক্রির লাভের টাকায় টেনেটুনে দিন চলত। সংসারে অভাব লেগেই থাকত। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। একটা অভাব মিটলে, নতুন করে হাজির হতো আরেকটি। ধারদেনা করেই চলতে হতো।
৪ মিনিট আগেনীলফামারীর কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা করে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোখলেছুর রহমান বিমানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আজ শনিবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানা-পুলিশের ভারপ্রাপ্ত...
১৪ মিনিট আগেপাহাড়িয়া জাতিগোষ্ঠীর মাতৃভাষা হলো পাহাড়িয়া। এই ভাষায় কী-বোর্ড ডেভেলপ করেছে ফ্রেন্ডস অব এন্ডেঞ্জার্ড এথনিক ল্যাংগুয়েজেস (ফিল) নামের একটি সংগঠন। আজ শনিবার সকালে তাই রাজশাহীতে ‘মালত সাবা’ নামের এই কী-বোর্ডের উদ্বোধন করা হয়।
২৯ মিনিট আগেকলেজে পড়াশোনা করার সময় পপির সঙ্গে মহিন ইসলাম রিয়াদ নামের এক যুবকের পরিচয় ছিল। কিন্তু বিয়ের পর রিয়াদ পপির স্বামী মাহমুদের কাছে দাবি করে পপির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল
৩২ মিনিট আগে