ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় নিহত হয়েছেন আবুল কালাম শেখ (৩৬) নামের এক ব্যক্তি। তিনি মিল্ক ভিটার কর্মী ছিলেন। এঘটনায় আহত হয়েছেন মিলন শিকদার (৩৫) নামের একজন।
আজ শুক্রবার বিকেল ৪টায় উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামের ব্র্যাক মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তাঁদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। নিহত আবুল কালাম শেখ গোপালগঞ্জ জেলার ব্যাংকপাড়া এলাকার মুনসুর শেখের ছেলে এবং আহত মিলন শিকদার একই জেলার মোহাম্মদ পাড়ার নাজির শিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী জামাল শেখ ও নিহতের ভাই মন্টু শেখ জানান, টেকেরহাট শাখার দুগ্ধ প্রক্রিয়াজাত কোম্পানি মিল্ক ভিটার কর্মী আবুল কালাম শেখ মোটরসাইকেলে করে প্রতিবেশীকে নিয়ে খুলনা যাচ্ছিলেন। ফকিরহাটের ব্র্যাক মোড়ে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে তাঁদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক আবুল কালাম শেখকে মৃত ঘোষণা করেন। আরোহী মিলন শিকদার গুরুতর আহত হওয়ায় তাঁকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রত্যয় দাস জানান, দুর্ঘটনার পর হাসপাতালে পৌঁছানোর আগেই একজন মারা গেছেন। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগায় সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। অপর ব্যক্তির পা ভেঙে গিয়েছে এবং মাথায় ও বুকে আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে গোপালগঞ্জ হাসপাতালে রেফার করা হয়েছে।
মোল্লাহাটের মাদ্রাসাঘাট হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান দুর্ঘটনায় মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, দ্রুতগামী মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। আশপাশের কেউ বলতে পারছে না বাসটি কোন কোম্পানির। আমরা বাসটি শনাক্ত করার চেষ্টা করছি।
বাগেরহাটের ফকিরহাটে ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় নিহত হয়েছেন আবুল কালাম শেখ (৩৬) নামের এক ব্যক্তি। তিনি মিল্ক ভিটার কর্মী ছিলেন। এঘটনায় আহত হয়েছেন মিলন শিকদার (৩৫) নামের একজন।
আজ শুক্রবার বিকেল ৪টায় উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামের ব্র্যাক মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তাঁদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। নিহত আবুল কালাম শেখ গোপালগঞ্জ জেলার ব্যাংকপাড়া এলাকার মুনসুর শেখের ছেলে এবং আহত মিলন শিকদার একই জেলার মোহাম্মদ পাড়ার নাজির শিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী জামাল শেখ ও নিহতের ভাই মন্টু শেখ জানান, টেকেরহাট শাখার দুগ্ধ প্রক্রিয়াজাত কোম্পানি মিল্ক ভিটার কর্মী আবুল কালাম শেখ মোটরসাইকেলে করে প্রতিবেশীকে নিয়ে খুলনা যাচ্ছিলেন। ফকিরহাটের ব্র্যাক মোড়ে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে তাঁদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক আবুল কালাম শেখকে মৃত ঘোষণা করেন। আরোহী মিলন শিকদার গুরুতর আহত হওয়ায় তাঁকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রত্যয় দাস জানান, দুর্ঘটনার পর হাসপাতালে পৌঁছানোর আগেই একজন মারা গেছেন। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগায় সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। অপর ব্যক্তির পা ভেঙে গিয়েছে এবং মাথায় ও বুকে আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে গোপালগঞ্জ হাসপাতালে রেফার করা হয়েছে।
মোল্লাহাটের মাদ্রাসাঘাট হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান দুর্ঘটনায় মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, দ্রুতগামী মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। আশপাশের কেউ বলতে পারছে না বাসটি কোন কোম্পানির। আমরা বাসটি শনাক্ত করার চেষ্টা করছি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
২১ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠা করা হয় ‘বঙ্গবন্ধু চেয়ার’। নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুনকে (মুনতাসীর মামুন)।
১ ঘণ্টা আগেকক্সবাজারে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা না পেয়ে মাকে আবিদ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ারা বেগম মেরী (৫৫) ওই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী
১ ঘণ্টা আগে