যশোর প্রতিনিধি
যশোর সদরে বাসচাপায় ইজিবাইকের ৭ যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলতলা এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন একই পরিবারের। তাঁদের বাড়ি যশোর সদরের সুলতানপুর গ্রামে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৫ জন হলেন ইজিবাইকের চালক যশোর সদরের সুলতানপুরের ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের হেলালের যমজ ছেলে হোসেন ও হোসাইন (২), মেয়ে খাদিজা (৭) এবং একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০)। অন্য দুজনের পরিচয় জানা যায়নি।
জাহাঙ্গীর হোসেন নামে স্থানীয় এক মুদিদোকানি জানান, যশোর থেকে ইজিবাইকটি ৭জন যাত্রী নিয়ে লেবুতলা বাজারের দিকে যাচ্ছিল। পথে তেঁতুলতলা এলাকায় ইজিবাইকটি বাইপাস সড়কে নামতে গেলে পেছনে থেকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৬ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।’
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, তেঁতুলতলায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ ৭ জন নিহত হয়েছেন বলে জানতে পেরেছেন। বাস ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে।
যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যশোর সদরে বাসচাপায় ইজিবাইকের ৭ যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলতলা এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন একই পরিবারের। তাঁদের বাড়ি যশোর সদরের সুলতানপুর গ্রামে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৫ জন হলেন ইজিবাইকের চালক যশোর সদরের সুলতানপুরের ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের হেলালের যমজ ছেলে হোসেন ও হোসাইন (২), মেয়ে খাদিজা (৭) এবং একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০)। অন্য দুজনের পরিচয় জানা যায়নি।
জাহাঙ্গীর হোসেন নামে স্থানীয় এক মুদিদোকানি জানান, যশোর থেকে ইজিবাইকটি ৭জন যাত্রী নিয়ে লেবুতলা বাজারের দিকে যাচ্ছিল। পথে তেঁতুলতলা এলাকায় ইজিবাইকটি বাইপাস সড়কে নামতে গেলে পেছনে থেকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৬ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।’
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, তেঁতুলতলায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ ৭ জন নিহত হয়েছেন বলে জানতে পেরেছেন। বাস ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে।
যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
১ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
২৩ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
৩৩ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
২ ঘণ্টা আগে