শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
দেশে অবস্থান না করেও নাশকতার মামলায় আসামি হয়েছেন প্রবাসী এক বিএনপি নেতা। গত ২৮ মে শ্যামনগর থানায় পুলিশের করা মামলায় (৫৮ নম্বর) মনিরুজ্জামান নামের ওই ব্যক্তিকে ১১ নম্বর আসামি করা হয়েছে।
ওই মামলার ২৪ আসামিকে ১ জুন ছয় সপ্তাহের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের বেঞ্চ তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন মাসুদুল আলম দোহা।
পুলিশের মামলা সূত্রে জানা যায়, গত ২৮ মে রাতে শ্যামনগর উপজেলা সদরের কাঁচড়াহাটি নন্দীগ্রাম এলাকায় নাশকতার প্রস্তুতিকালে মাসুদ, মতিন ও আব্দুর রশিদ নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। সে ঘটনায় পুলিশের পক্ষ থেকে শ্যামনগর থানায় করা মামলায় বিএনপি ও জামায়াতের ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে লাল স্কচটেপে মোড়ানো ককটেল, কাচের টুকরাসহ পেট্রলভর্তি কাচের বোতল উদ্ধার করা হয়। পরের দিন গ্রেপ্তারকৃত তিন আসামিকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশের মামলায় ১১ নম্বর আসামি এম মনিরুজ্জামানের সঙ্গে এ প্রতিনিধির হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। মনিরুজ্জামান দাবি করেন, তিনি ২২ মে বোর্ডিং পাস ব্যবহার করে ঢাকা থেকে দুবাই হয়ে লন্ডনে পৌঁছান। এরপরও তাঁকে এমন একটি মামলায় জড়ানোর ঘটনায় তিনি বিস্মিত। তিনি বোর্ডিং পাসের ছবিও পাঠিয়েছেন।
মনিরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক। মাঝেমধ্যে এলাকায় আসেন।
এ ব্যাপারে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল বলেন, ‘ঘটনাস্থল থেকে গ্রেপ্তারকৃতদের তথ্যমতে আসামিভুক্ত করা হয়েছিল। সুষ্ঠু তদন্তে যাদের সম্পৃক্ততা মিলবে না, চার্জশিটে তাঁদের বাদ দেওয়া হবে।’
দেশে অবস্থান না করেও নাশকতার মামলায় আসামি হয়েছেন প্রবাসী এক বিএনপি নেতা। গত ২৮ মে শ্যামনগর থানায় পুলিশের করা মামলায় (৫৮ নম্বর) মনিরুজ্জামান নামের ওই ব্যক্তিকে ১১ নম্বর আসামি করা হয়েছে।
ওই মামলার ২৪ আসামিকে ১ জুন ছয় সপ্তাহের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের বেঞ্চ তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন মাসুদুল আলম দোহা।
পুলিশের মামলা সূত্রে জানা যায়, গত ২৮ মে রাতে শ্যামনগর উপজেলা সদরের কাঁচড়াহাটি নন্দীগ্রাম এলাকায় নাশকতার প্রস্তুতিকালে মাসুদ, মতিন ও আব্দুর রশিদ নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। সে ঘটনায় পুলিশের পক্ষ থেকে শ্যামনগর থানায় করা মামলায় বিএনপি ও জামায়াতের ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে লাল স্কচটেপে মোড়ানো ককটেল, কাচের টুকরাসহ পেট্রলভর্তি কাচের বোতল উদ্ধার করা হয়। পরের দিন গ্রেপ্তারকৃত তিন আসামিকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশের মামলায় ১১ নম্বর আসামি এম মনিরুজ্জামানের সঙ্গে এ প্রতিনিধির হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। মনিরুজ্জামান দাবি করেন, তিনি ২২ মে বোর্ডিং পাস ব্যবহার করে ঢাকা থেকে দুবাই হয়ে লন্ডনে পৌঁছান। এরপরও তাঁকে এমন একটি মামলায় জড়ানোর ঘটনায় তিনি বিস্মিত। তিনি বোর্ডিং পাসের ছবিও পাঠিয়েছেন।
মনিরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক। মাঝেমধ্যে এলাকায় আসেন।
এ ব্যাপারে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল বলেন, ‘ঘটনাস্থল থেকে গ্রেপ্তারকৃতদের তথ্যমতে আসামিভুক্ত করা হয়েছিল। সুষ্ঠু তদন্তে যাদের সম্পৃক্ততা মিলবে না, চার্জশিটে তাঁদের বাদ দেওয়া হবে।’
সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
৩ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
২৫ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
৩৬ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
২ ঘণ্টা আগে