জামালপুর প্রতিনিধি
জামালপুরে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যাকবলিত হয়ে পড়েছে জেলার সাতটি উপজেলার নিম্নাঞ্চলের মানুষ। ব্রহ্মপুত্র ও যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ইতিমধ্যে জেলার পাঁচটি উপজেলার ৩২টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পানিবন্দী হয়েছে প্রায় ৪০ হাজার মানুষ। বন্যার আতঙ্কে অনেকেই বাড়িঘর ছেড়ে গবাদি পশু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বেশির ভাগ ফসলি মাঠ পানিতে তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি বেড়ে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার প্রায় ১ হাজার ১৪৭ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। মাঠঘাটে পানি, তাই অনেকেই কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। বন্যাদুর্গত এলাকার মাঠে ফসল না থাকায় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন কর্মজীবীরা। পানির কারণে চরম দুর্ভোগে পড়েছে এসব অঞ্চলের মানুষ। অনেকের ঘরে খাবারের সংকট দেখা দিয়েছে।
চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম জানান, পুরো ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে। ইউনিয়নেই প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় আছে। ইতিমধ্যে সরকারিভাবে তিন মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়ার পর তা বিতরণ করা হয়েছে, যা ৪০০ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। এলাকায় আরও পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রীর প্রয়োজন।
এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীর হোসাইন জানান, বন্যার্তদের জন্য এরই মধ্যে সারা জেলায় ৩৫০ মেট্রিক টন চাল, ৭ লাখ টাকা ও ৪ হাজার শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়ে গেছে। এদিকে পানির তীব্র স্রোতের কারণে মাদারগঞ্জ উপজেলার গাবের গ্রামের একটি রাস্তা ৫০ মিটার ভেঙে গেছে। দেওয়ানগঞ্জের খোলাবাড়ী এলাকায় রাস্তা ভেঙে সড়কযোগাযোগ বন্ধ হয়ে গেছে।
জামালপুরে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যাকবলিত হয়ে পড়েছে জেলার সাতটি উপজেলার নিম্নাঞ্চলের মানুষ। ব্রহ্মপুত্র ও যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ইতিমধ্যে জেলার পাঁচটি উপজেলার ৩২টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পানিবন্দী হয়েছে প্রায় ৪০ হাজার মানুষ। বন্যার আতঙ্কে অনেকেই বাড়িঘর ছেড়ে গবাদি পশু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বেশির ভাগ ফসলি মাঠ পানিতে তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি বেড়ে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার প্রায় ১ হাজার ১৪৭ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। মাঠঘাটে পানি, তাই অনেকেই কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। বন্যাদুর্গত এলাকার মাঠে ফসল না থাকায় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন কর্মজীবীরা। পানির কারণে চরম দুর্ভোগে পড়েছে এসব অঞ্চলের মানুষ। অনেকের ঘরে খাবারের সংকট দেখা দিয়েছে।
চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম জানান, পুরো ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে। ইউনিয়নেই প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় আছে। ইতিমধ্যে সরকারিভাবে তিন মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়ার পর তা বিতরণ করা হয়েছে, যা ৪০০ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। এলাকায় আরও পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রীর প্রয়োজন।
এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীর হোসাইন জানান, বন্যার্তদের জন্য এরই মধ্যে সারা জেলায় ৩৫০ মেট্রিক টন চাল, ৭ লাখ টাকা ও ৪ হাজার শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়ে গেছে। এদিকে পানির তীব্র স্রোতের কারণে মাদারগঞ্জ উপজেলার গাবের গ্রামের একটি রাস্তা ৫০ মিটার ভেঙে গেছে। দেওয়ানগঞ্জের খোলাবাড়ী এলাকায় রাস্তা ভেঙে সড়কযোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
৫ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বাসচাপায় শামীমা আক্তার (২৮) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুর্ঘটনায় কবলিত বাসটি আটক করেছে। আজ শনিবার উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেসিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগেঅন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে ও তার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন ধর্ম, বর্ণ, লিঙ্গ, মত, জাতিসত্তার মানুষ নিয়ে সাংস্কৃতিক আয়োজন করেছে গণতান্ত্রিক নাগরিক কমিটি। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার বিকেলে ‘বৈচিত্র্যের ঐক্য’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
২৮ মিনিট আগে