জামালপুরে বন্যাকবলিত মানুষ, বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২২, ১২: ৪৯
আপডেট : ২২ জুন ২০২২, ১৪: ০৩

জামালপুরে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যাকবলিত হয়ে পড়েছে জেলার সাতটি উপজেলার নিম্নাঞ্চলের মানুষ। ব্রহ্মপুত্র ও যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ইতিমধ্যে জেলার পাঁচটি উপজেলার ৩২টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পানিবন্দী হয়েছে প্রায় ৪০ হাজার মানুষ। বন্যার আতঙ্কে অনেকেই বাড়িঘর ছেড়ে গবাদি পশু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বেশির ভাগ ফসলি মাঠ পানিতে তলিয়ে গেছে। 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি বেড়ে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার প্রায় ১ হাজার ১৪৭ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। মাঠঘাটে পানি, তাই অনেকেই কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। বন্যাদুর্গত এলাকার মাঠে ফসল না থাকায় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন কর্মজীবীরা। পানির কারণে চরম দুর্ভোগে পড়েছে এসব অঞ্চলের মানুষ। অনেকের ঘরে খাবারের সংকট দেখা দিয়েছে।

চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম জানান, পুরো ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে। ইউনিয়নেই প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় আছে। ইতিমধ্যে সরকারিভাবে তিন মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়ার পর তা বিতরণ করা হয়েছে, যা ৪০০ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। এলাকায় আরও পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রীর প্রয়োজন। 

এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীর হোসাইন জানান, বন্যার্তদের জন্য এরই মধ্যে সারা জেলায় ৩৫০ মেট্রিক টন চাল, ৭ লাখ টাকা ও ৪ হাজার শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়ে গেছে। এদিকে পানির তীব্র স্রোতের কারণে মাদারগঞ্জ উপজেলার গাবের গ্রামের একটি রাস্তা ৫০ মিটার ভেঙে গেছে। দেওয়ানগঞ্জের খোলাবাড়ী এলাকায় রাস্তা ভেঙে সড়কযোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত