সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
দেশের সর্ববৃহৎ যমুনা সার কারখানা (জেএফসিএল) শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তোফাজ্জল হোসেনকে (৪৫) মারধরের অভিযোগ উঠেছে সাবেক সিবিএ নেতার বিরুদ্ধে। আজ শুক্রবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিসংলগ্ন কান্দারপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তোফাজ্জল হোসেনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতের স্ত্রী মাসুমা পারভীন জানান, তাঁরা গাজীপুরের মাওনা এলাকার বাসিন্দা। নিজ বাড়িতে যাওয়ার জন্য শুক্রবার সকালে তাঁর স্বামী তোফাজ্জল হোসেন কান্দারপাড়া বাসস্ট্যান্ডে বাসের টিকিট আনতে যান। এ সময় তিনি হামলার শিকার হন।
তোফাজ্জল হোসেনের সহকর্মী মহিউদ্দিন জানান, করোনার কারণে তাঁর পরিবার দীর্ঘদিন বাড়িতে যেতে পারছিল না। তুষার-তুহিন কাউন্টার থেকে টিকিট নিয়ে ফেরার পথে ১৫-২০ জন তোফাজ্জলকে জোরপূর্বক বাজারের ভেতরে নিতে চায়। একপর্যায়ে তারা তোফাজ্জলকে বেধড়ক মারধর শুরু করে। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘সিবিএর সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলীর নির্দেশে স্থানীয় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।’
সিবিএর সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মারধরের বিষয়ে আমি কিছুই জানি না।’
তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (উপপরিদর্শক) আব্দুল লতিফ বলেন, ‘বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
দেশের সর্ববৃহৎ যমুনা সার কারখানা (জেএফসিএল) শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তোফাজ্জল হোসেনকে (৪৫) মারধরের অভিযোগ উঠেছে সাবেক সিবিএ নেতার বিরুদ্ধে। আজ শুক্রবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিসংলগ্ন কান্দারপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তোফাজ্জল হোসেনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতের স্ত্রী মাসুমা পারভীন জানান, তাঁরা গাজীপুরের মাওনা এলাকার বাসিন্দা। নিজ বাড়িতে যাওয়ার জন্য শুক্রবার সকালে তাঁর স্বামী তোফাজ্জল হোসেন কান্দারপাড়া বাসস্ট্যান্ডে বাসের টিকিট আনতে যান। এ সময় তিনি হামলার শিকার হন।
তোফাজ্জল হোসেনের সহকর্মী মহিউদ্দিন জানান, করোনার কারণে তাঁর পরিবার দীর্ঘদিন বাড়িতে যেতে পারছিল না। তুষার-তুহিন কাউন্টার থেকে টিকিট নিয়ে ফেরার পথে ১৫-২০ জন তোফাজ্জলকে জোরপূর্বক বাজারের ভেতরে নিতে চায়। একপর্যায়ে তারা তোফাজ্জলকে বেধড়ক মারধর শুরু করে। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘সিবিএর সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলীর নির্দেশে স্থানীয় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।’
সিবিএর সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মারধরের বিষয়ে আমি কিছুই জানি না।’
তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (উপপরিদর্শক) আব্দুল লতিফ বলেন, ‘বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
দেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নুরুল কবির সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৩ মিনিট আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে বাসচাপায় শামীমা আক্তার (২৮) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুর্ঘটনায় কবলিত বাসটি আটক করেছে। আজ শনিবার উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে