বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। নিহত যুবকরে নাম শামীম মিয়া (২৫)। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামীমের স্ত্রী তাসলিমা আক্তার জানান, জমি নিয়ে তাঁর শ্বশুর নায়েব আলীর সঙ্গে জ্যাঠাশ্বশুর সাইফুল ইসলামের বিরোধ চলছিল। গতকাল সোমবার বিকেলে ওই জমিতে বেগুনের চারা রোপণ করেন শামীম মিয়া। কিন্তু রাতে বেগুনের চারাগুলো উপড়ে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে শামীম মিয়া ও তাঁর মা শাহীনা বেগম (৪৫) সাইফুল ইসলামকে বিষয়টি জানাতে গেলে তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সাইফুলসহ তাঁর ছেলে মনোয়ার হোসেন, উজ্জ্বল মিয়া, আনোয়ার হোসেন মিলে শারীরিক প্রতিবন্ধী শামীম মিয়া ও তাঁর মাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া দিলে তাঁরা দুজন নিজেদের বাড়ির সীমানায় চলে আসেন। এ সময় তাঁরা মা ও ছেলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। শামীমের স্ত্রীর বড় ভাই জাহাঙ্গীর আলম (২৫) ঠেকাতে গেলে তাঁকেও কুপিয়ে আহত করা হয়।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শামীম মিয়া, শাহীনা বেগম ও জাহাঙ্গীর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শামীম মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ময়মনসিংহে নেওয়ার পথে শামীম মিয়ার মৃত্যু হয়। বর্তমানে শাহীনা বেগম ও জাহাঙ্গীর আলম বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনাস্থল থেকে রামদা ও লোহার ফলাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। থানার পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। নিহত যুবকরে নাম শামীম মিয়া (২৫)। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামীমের স্ত্রী তাসলিমা আক্তার জানান, জমি নিয়ে তাঁর শ্বশুর নায়েব আলীর সঙ্গে জ্যাঠাশ্বশুর সাইফুল ইসলামের বিরোধ চলছিল। গতকাল সোমবার বিকেলে ওই জমিতে বেগুনের চারা রোপণ করেন শামীম মিয়া। কিন্তু রাতে বেগুনের চারাগুলো উপড়ে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে শামীম মিয়া ও তাঁর মা শাহীনা বেগম (৪৫) সাইফুল ইসলামকে বিষয়টি জানাতে গেলে তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সাইফুলসহ তাঁর ছেলে মনোয়ার হোসেন, উজ্জ্বল মিয়া, আনোয়ার হোসেন মিলে শারীরিক প্রতিবন্ধী শামীম মিয়া ও তাঁর মাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া দিলে তাঁরা দুজন নিজেদের বাড়ির সীমানায় চলে আসেন। এ সময় তাঁরা মা ও ছেলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। শামীমের স্ত্রীর বড় ভাই জাহাঙ্গীর আলম (২৫) ঠেকাতে গেলে তাঁকেও কুপিয়ে আহত করা হয়।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শামীম মিয়া, শাহীনা বেগম ও জাহাঙ্গীর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শামীম মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ময়মনসিংহে নেওয়ার পথে শামীম মিয়ার মৃত্যু হয়। বর্তমানে শাহীনা বেগম ও জাহাঙ্গীর আলম বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনাস্থল থেকে রামদা ও লোহার ফলাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। থানার পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
৪৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠা করা হয় ‘বঙ্গবন্ধু চেয়ার’। নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুনকে (মুনতাসীর মামুন)।
১ ঘণ্টা আগেকক্সবাজারে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা না পেয়ে মাকে আবিদ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ারা বেগম মেরী (৫৫) ওই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী
১ ঘণ্টা আগে