নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আনন্দপুর আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে মৃত ব্যক্তিদের ভোট দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
আজ মঙ্গলবার দুপুরে ইউএনও মো. আবুল হাসেম অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেনকে দায়িত্ব দিয়েছেন।
গত ১০ নভেম্বর ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে বিভিন্ন অনিয়ম এনে ছাত্র অভিভাবক আহসানুল কবির ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৬ অক্টোবর ভোটের মাধ্যমে আনন্দপুর আলিম মাদ্রাসার অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি, দাতা সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হয়। পরে তাঁদের সিদ্ধান্ত মোতাবেক কমিটির সভাপতি নির্বাচন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় লিয়াকত আলী। এই নির্বাচনের ভোটার তালিকায় মোট ৪৯৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে তিন অভিভাবক সদস্য বেশ কিছুদিন আগেই মারা গেছেন। এ ছাড়া ওই মাদ্রাসায় কোনো শিক্ষার্থী পড়াশোনা করে না এমন আরও ৪০-৪৫ জনকে অভিভাবক সদস্য হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, ‘অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। তবে ভোটার তালিকায় নাম থাকা এক-দুই জন অভিভাবক মারা গেছেন। সেটা ভোটার তালিকা প্রকাশের সময় খেয়াল করা হয়নি।’
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, ‘অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তদন্ত কমিটি গঠনের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘দ্রুত তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।’
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আনন্দপুর আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে মৃত ব্যক্তিদের ভোট দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
আজ মঙ্গলবার দুপুরে ইউএনও মো. আবুল হাসেম অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেনকে দায়িত্ব দিয়েছেন।
গত ১০ নভেম্বর ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে বিভিন্ন অনিয়ম এনে ছাত্র অভিভাবক আহসানুল কবির ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৬ অক্টোবর ভোটের মাধ্যমে আনন্দপুর আলিম মাদ্রাসার অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি, দাতা সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হয়। পরে তাঁদের সিদ্ধান্ত মোতাবেক কমিটির সভাপতি নির্বাচন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় লিয়াকত আলী। এই নির্বাচনের ভোটার তালিকায় মোট ৪৯৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে তিন অভিভাবক সদস্য বেশ কিছুদিন আগেই মারা গেছেন। এ ছাড়া ওই মাদ্রাসায় কোনো শিক্ষার্থী পড়াশোনা করে না এমন আরও ৪০-৪৫ জনকে অভিভাবক সদস্য হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, ‘অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। তবে ভোটার তালিকায় নাম থাকা এক-দুই জন অভিভাবক মারা গেছেন। সেটা ভোটার তালিকা প্রকাশের সময় খেয়াল করা হয়নি।’
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, ‘অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তদন্ত কমিটি গঠনের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘দ্রুত তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।’
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে উৎসবটি হয়।
১৭ মিনিট আগে৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ মিনিট আগেজামালপুরের চরাঞ্চলে শীতকালীন সবজির বাগানে বিপর্যয় দেখা দিয়েছে। এই মৌসুমে একদিকে অতিরিক্ত বৃষ্টি, অন্যদিকে খরার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সবজি গাছ মরে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, এই সময়ে কৃষি বিভাগের কোনো সহায়তা পাননি তাঁরা।
২১ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানা-পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে...
২৩ মিনিট আগে