নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় করোনা টিকা নিতে আসা যুবককে লাইনে ঠিকমতো দাঁড়াতে বলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশপ্রহরীকে মারধরের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারের পেছনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নৈশপ্রহরীর নাম নাজমুল হক। তিনি শেরপুর সদরের গৌরীপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। অপরদিকে অভিযুক্ত ওই যুবকের নাম সাব্বির আহম্মেদ হৃদয় (২০)। তিনি পৌরশহরের গড়কান্দা এলাকার সাজ্জাত হোসেনের ছেলে। হৃদয় সরকারি নাজমুল স্মৃতি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সাব্বির আহম্মেদ হৃদয় নামে এক যুবকসহ তাঁর কয়েকজন বন্ধু টিকা নিতে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশপ্রহরী নাজমুল হক তাঁকে লাইনে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে টিকা নিতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
এরই জেরে মঙ্গলবার সকালে নৈশপ্রহরী নাজমুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারের পেছনে ডেকে নিয়ে যাওয়া হয়। এ সময় হৃদয়ের নেতৃত্বে চার পাঁচজন যুবক অতর্কিতভাবে নজরুলকে মারধর করেন। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নাজমুল বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত সাব্বির আহম্মেদ হৃদয়ের বাবা সাজ্জাত হোসেন বলেন, গতকাল সোমবার কলেজ শেষ করে হৃদয় ও তাঁর কয়েকজন বন্ধু টিকা নিতে হাসপাতালে যায়। সেখানে নৈশপ্রহরী নাজমুলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে আমার ছেলেকে বেশ কিছু সময় হাসপাতালে আটকে রাখা হয়। এর জের ধরেই আজ মারধরের ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বলেন, ‘টিকার লাইনে ঠিকমতো দাঁড়াতে বলায় হাসপাতালের নৈশপ্রহরী নাজমুলের সঙ্গে অভিযুক্ত যুবকের বাগ্বিতণ্ডা হয়। আজ মঙ্গলবার ওই যুবকসহ কয়েকজন নাজমুলের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনা জেনেই আমি পুলিশকে খবর দেই। নাজমুল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, ‘খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় করোনা টিকা নিতে আসা যুবককে লাইনে ঠিকমতো দাঁড়াতে বলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশপ্রহরীকে মারধরের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারের পেছনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নৈশপ্রহরীর নাম নাজমুল হক। তিনি শেরপুর সদরের গৌরীপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। অপরদিকে অভিযুক্ত ওই যুবকের নাম সাব্বির আহম্মেদ হৃদয় (২০)। তিনি পৌরশহরের গড়কান্দা এলাকার সাজ্জাত হোসেনের ছেলে। হৃদয় সরকারি নাজমুল স্মৃতি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সাব্বির আহম্মেদ হৃদয় নামে এক যুবকসহ তাঁর কয়েকজন বন্ধু টিকা নিতে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশপ্রহরী নাজমুল হক তাঁকে লাইনে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে টিকা নিতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
এরই জেরে মঙ্গলবার সকালে নৈশপ্রহরী নাজমুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারের পেছনে ডেকে নিয়ে যাওয়া হয়। এ সময় হৃদয়ের নেতৃত্বে চার পাঁচজন যুবক অতর্কিতভাবে নজরুলকে মারধর করেন। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নাজমুল বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত সাব্বির আহম্মেদ হৃদয়ের বাবা সাজ্জাত হোসেন বলেন, গতকাল সোমবার কলেজ শেষ করে হৃদয় ও তাঁর কয়েকজন বন্ধু টিকা নিতে হাসপাতালে যায়। সেখানে নৈশপ্রহরী নাজমুলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে আমার ছেলেকে বেশ কিছু সময় হাসপাতালে আটকে রাখা হয়। এর জের ধরেই আজ মারধরের ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বলেন, ‘টিকার লাইনে ঠিকমতো দাঁড়াতে বলায় হাসপাতালের নৈশপ্রহরী নাজমুলের সঙ্গে অভিযুক্ত যুবকের বাগ্বিতণ্ডা হয়। আজ মঙ্গলবার ওই যুবকসহ কয়েকজন নাজমুলের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনা জেনেই আমি পুলিশকে খবর দেই। নাজমুল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, ‘খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
দেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নুরুল কবির সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৭ মিনিট আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে বাসচাপায় শামীমা আক্তার (২৮) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুর্ঘটনায় কবলিত বাসটি আটক করেছে। আজ শনিবার উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে