মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে পরিষদে দুই গ্রাম পুলিশকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শাহিনুর রহমান শাহীনের বিরুদ্ধে।
গতকাল সোমবার দুপুর ১২টা দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। আহত দুই গ্রাম পুলিশ হলেন—মাহমুদপুরের সংখ্যালঘু পরিবারের চিমুর ছেলে ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বুলেট (৩০) ও সুরেনের ছেলে গ্রাম পুলিশ বিমল চন্দ্র (৪০)। আহতরা জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীনের ছোট ভাই শাকিলের সঙ্গে গ্রাম পুলিশ বুলেটের কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে শাহীন ঘটনাস্থলে এসে গ্রাম পুলিশ বুলেটকে কাঠ দিয়ে বেধড়ক পেটান। বুলেটকে তাঁর সহকর্মী বিমল রক্ষা করতে গেলে তিনি মারধরের শিকার হন।
আহত বুলেট বলেন, ‘দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে যুবলীগ নেতা শাহিনুর রহমান শাহিনের ছোট ভাই শাকিল আমাকে কলম আনতে বলে। আমি খোঁজাখুঁজি করে কলম না পেয়ে তাকে বলি যে, ভাই কলম পাইলাম না। তারপরে আমাকে গালিগালাজ করে। তারপরে ইউনিয়ন পরিষদ সচিব আমাদের মিল করিয়ে দেন। পরে শাকিল ইউনিয়ন পরিষদের দোতলায় গিয়ে আমাকে গালিগালাজ করেন, আর তাঁর বড় ভাই যুবলীগ নেতাকে ফোন দিয়ে বলে। পরে শাহিনুর রহমান শাহিন ইউনিয়ন পরিষদে এসে আমাকে কাঠ দিয়ে আমাকে পেটাতে থাকে। বিমল চন্দ্র ছাড়াতে এলে তাকে মারধর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে ভর্তি করে।’
জামালপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শিল্পী রানী রায় বলেন, ‘দুই গ্রাম পুলিশ চিকিৎসাধীন। একজনের হাতে আঘাতের চিহ্ন রয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীন বলেন, ‘ইউনিয়ন পরিষদে এমনি কথা-কাটাকাটি হয়। এ বিষয়টি উপজেলা নেতাকর্মীদের বলা হয়েছে এবং আজম ভাইয়ের (মেলান্দহ-মাদারগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য মির্জা আজম) সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলেছি।’
উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীন বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘মারামারির ঘটনা সময় আমি ইউনিয়ন পরিষদে ছিলাম না। হাসপাতালে গিয়ে তাদের দেখে এসেছি।’
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে পরিষদে দুই গ্রাম পুলিশকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শাহিনুর রহমান শাহীনের বিরুদ্ধে।
গতকাল সোমবার দুপুর ১২টা দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। আহত দুই গ্রাম পুলিশ হলেন—মাহমুদপুরের সংখ্যালঘু পরিবারের চিমুর ছেলে ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বুলেট (৩০) ও সুরেনের ছেলে গ্রাম পুলিশ বিমল চন্দ্র (৪০)। আহতরা জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীনের ছোট ভাই শাকিলের সঙ্গে গ্রাম পুলিশ বুলেটের কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে শাহীন ঘটনাস্থলে এসে গ্রাম পুলিশ বুলেটকে কাঠ দিয়ে বেধড়ক পেটান। বুলেটকে তাঁর সহকর্মী বিমল রক্ষা করতে গেলে তিনি মারধরের শিকার হন।
আহত বুলেট বলেন, ‘দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে যুবলীগ নেতা শাহিনুর রহমান শাহিনের ছোট ভাই শাকিল আমাকে কলম আনতে বলে। আমি খোঁজাখুঁজি করে কলম না পেয়ে তাকে বলি যে, ভাই কলম পাইলাম না। তারপরে আমাকে গালিগালাজ করে। তারপরে ইউনিয়ন পরিষদ সচিব আমাদের মিল করিয়ে দেন। পরে শাকিল ইউনিয়ন পরিষদের দোতলায় গিয়ে আমাকে গালিগালাজ করেন, আর তাঁর বড় ভাই যুবলীগ নেতাকে ফোন দিয়ে বলে। পরে শাহিনুর রহমান শাহিন ইউনিয়ন পরিষদে এসে আমাকে কাঠ দিয়ে আমাকে পেটাতে থাকে। বিমল চন্দ্র ছাড়াতে এলে তাকে মারধর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে ভর্তি করে।’
জামালপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শিল্পী রানী রায় বলেন, ‘দুই গ্রাম পুলিশ চিকিৎসাধীন। একজনের হাতে আঘাতের চিহ্ন রয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীন বলেন, ‘ইউনিয়ন পরিষদে এমনি কথা-কাটাকাটি হয়। এ বিষয়টি উপজেলা নেতাকর্মীদের বলা হয়েছে এবং আজম ভাইয়ের (মেলান্দহ-মাদারগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য মির্জা আজম) সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলেছি।’
উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান শাহীন বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘মারামারির ঘটনা সময় আমি ইউনিয়ন পরিষদে ছিলাম না। হাসপাতালে গিয়ে তাদের দেখে এসেছি।’
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
২৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বাসচাপায় শামীমা আক্তার (২৮) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুর্ঘটনায় কবলিত বাসটি আটক করেছে। আজ শনিবার উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেসিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৪৪ মিনিট আগে