সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে চুরির অপবাদ সইতে না পেরে নাহিদ হাসান শান্ত (১৬) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে পুলিশ।
নাহিদ হাসান শান্ত উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে নিজেদের গাছ থেকে ডাব পেড়ে খায়। এর কয়েক দিন পর পাশের বাড়ির হাবলু মিয়ার বাড়ি থেকে সেচ পাম্প চুরি হয়। তখন প্রতিবেশী হাবলু মিয়া ও তার স্ত্রী রুনা বেগম শান্তকে ডাব চোর বলে অপবাদ দেয় এবং গালমন্দ করে। পরের দিন শনিবার এ বিষয় নিয়ে একই গ্রামের টুক্কু মিয়া ক্ষিপ্ত হয়ে শান্তর পরিবারকে হুমকি দেয়। এমন অপমান আর চুরির অপবাদ সইতে না পেরে গতকাল সোমবার বিকেলে নিজ বসতঘরের ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস আত্মহত্যা করে নাহিদ।
নিহত শান্তর মা নাজমা বেগম অভিযোগ করে বলেন, বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে নিয়ে নিজেদের গাছের ডাব পেড়ে খেয়েছে। এতে তো সে কোনো অন্যায় করেনি। কিন্তু হাবলুর বাড়িতে মোটর চুরি হয়েছে। শান্তকে তারা সন্দেহ করে বকাবকি করেছে। এ নিয়ে তার বাবাকেও অপমান করা হয়েছে। এই অপমান সইতে না পেরে তার শান্ত আত্মহত্যা করে।
অভিযোগ অস্বীকার করে হাবলু মিয়ার স্ত্রী রুনা বেগম বলেন, ‘শান্তর পরিবারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। ডাবগাছটি শান্তদেরই, ডাব চুরির সঙ্গে সে জড়িত ছিল না। তবে ওর বন্ধুরা রাতের বেলায় গাছে ওঠায় দুর্ঘটনা হতে পারত বলে প্রতিবেশী হিসেবে কিছু কথা বলেছিলাম।’
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক সাংবাদিকদের জানান, সোমবার রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জামালপুরের সরিষাবাড়ীতে চুরির অপবাদ সইতে না পেরে নাহিদ হাসান শান্ত (১৬) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে পুলিশ।
নাহিদ হাসান শান্ত উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে নিজেদের গাছ থেকে ডাব পেড়ে খায়। এর কয়েক দিন পর পাশের বাড়ির হাবলু মিয়ার বাড়ি থেকে সেচ পাম্প চুরি হয়। তখন প্রতিবেশী হাবলু মিয়া ও তার স্ত্রী রুনা বেগম শান্তকে ডাব চোর বলে অপবাদ দেয় এবং গালমন্দ করে। পরের দিন শনিবার এ বিষয় নিয়ে একই গ্রামের টুক্কু মিয়া ক্ষিপ্ত হয়ে শান্তর পরিবারকে হুমকি দেয়। এমন অপমান আর চুরির অপবাদ সইতে না পেরে গতকাল সোমবার বিকেলে নিজ বসতঘরের ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস আত্মহত্যা করে নাহিদ।
নিহত শান্তর মা নাজমা বেগম অভিযোগ করে বলেন, বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে নিয়ে নিজেদের গাছের ডাব পেড়ে খেয়েছে। এতে তো সে কোনো অন্যায় করেনি। কিন্তু হাবলুর বাড়িতে মোটর চুরি হয়েছে। শান্তকে তারা সন্দেহ করে বকাবকি করেছে। এ নিয়ে তার বাবাকেও অপমান করা হয়েছে। এই অপমান সইতে না পেরে তার শান্ত আত্মহত্যা করে।
অভিযোগ অস্বীকার করে হাবলু মিয়ার স্ত্রী রুনা বেগম বলেন, ‘শান্তর পরিবারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। ডাবগাছটি শান্তদেরই, ডাব চুরির সঙ্গে সে জড়িত ছিল না। তবে ওর বন্ধুরা রাতের বেলায় গাছে ওঠায় দুর্ঘটনা হতে পারত বলে প্রতিবেশী হিসেবে কিছু কথা বলেছিলাম।’
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক সাংবাদিকদের জানান, সোমবার রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
১২ মিনিট আগেভাঙচুর–ককটেল বিস্ফোরণের অভিযোগে ঝালকাঠির রাজাপুরে সাবেক মন্ত্রী শাহজাহান ওমর বীর উত্তমসহ ৫৩ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
১৬ মিনিট আগেসংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ‘আগামী সংবিধান হতে হবে এই দেশের সমস্ত নাগরিককে সমান মর্যাদা দিয়ে। সেই নাগরিকের ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন। ধর্মীয় পরিচয় কিংবা জাতিগত মর্যাদা দিয়ে নাগরিকের মর্যাদা ঠিক হবে না।
২৩ মিনিট আগেরায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
৩৩ মিনিট আগে