সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের ৩৭ ঘণ্টা পর ঝিনাই নদী থেকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে।
নিহতেরা হলেন, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বয়সিং গ্রামের মৃত জালেক মণ্ডলের ছেলে আব্দুল আজিজ (৪৮) ও তাঁর মেয়ে জান্নাত (৪)।
পরিবারের অভিযোগ প্রতিবেশী এজাহার আলী ও মোহাম্মদ আলী হত্যার পর বাবা ও মেয়ের মরদেহ নদীতে ফেলে দেয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দিতে চাইলেও পুলিশ তা নেয়নি বলেও অভিযোগ করে তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বয়সিং গ্রামের মৃত জালেক মণ্ডলের চার ছেলে। খোরশেদ আলম, আজাহার আলী, আব্দুল আজিজ ও কাজল মিয়া। কয়েক বছর আগে প্রতিবেশী মুসা মুন্সির ছেলে মোহাম্মদ আলীর সঙ্গে বড় ভাই আজাহার আলী তাঁর এক মেয়েকে বিয়ে দেন। বিয়ের আগে থেকেই মোহাম্মদ আলী ও আজাহার আলীর সঙ্গে আব্দুল আজিজের পরিবারের মধ্যে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। চাচা শ্বশুর আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে সৌদি আরবে চাকরি করেন। দু’মাস আগে আব্দুল আজিজ ছুটিতে দেশে আসেন। ২ বছর আগে মোহাম্মদ আলী তাঁর জেঠা শ্বশুর খোরশেদ আলীর নিকট থেকে ৭ বস্তা সিমেন্ট ধার নেন। ধার দেওয়া সিমেন্ট ফেরত চাইতে গিয়ে গত ২৩ মার্চ খোরশেদ আলীর ছেলে ফজলুর রহমান (২২) মারধরের শিকার হন। এ নিয়ে দুই পরিবারে বিরোধ আরও চরম আকার ধারণ করে। পরে থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন দুই পরিবার।
নিহতের পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, মামলায় মোহাম্মদ আলী পক্ষের বাবু মিয়া, আব্দুর রশিদ ও তার ছেলে সাগর মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা গত মঙ্গলবার জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসেন। মঙ্গলবার রাতেই লাঠি-সোঁটা নিয়ে এজাহার আলী ও মোহাম্মদ আলী লোকজন নিয়ে আবার খোরশেদ আলম ও আব্দুল আজিজের বাড়িঘরে হামলা চালায়। অবস্থা বেগতিক দেখে আব্দুল আজিজ তাঁর একমাত্র মেয়ে জান্নাতকে (৪) নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। হামলাকারীরা আব্দুল আজিজ ও তাঁর মেয়েকে ধরে ফেলে। পরে তাদেরকে বাড়ির পাশের ঝিনাই নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে তাদেরকে মারধর করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করে তাদেরকে নদীতে ফেলে দেয় হামলাকারীরা। তারপর থেকে আব্দুল আজিজ ও তার মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে থানায় অভিযোগ দিতে গেলেও নেয়নি পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ঝিনাই নদীতে আব্দুল আজিজ ও তার মেয়ে জান্নাতের মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায় পুলিশ। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে পীর মোহাম্মদ, কাজলি বেগম, মর্জিনা বেগম ও সুমা বেগমকে আটক করে।
নিহত আব্দুল আজিজের বড় ভাবি ফজিলা বেগম বলেন, প্রায় দেড় যুগ ধরে তার দেবর আব্দুল আজিজ সৌদি আরবে থাকেন। দুই মাসের ছুটিতে তিনি দেশে এসেছিলেন। আগামী শনিবার তাঁর সৌদি আরবে চলে যাওয়ার কথা ছিল।
ফজিলা বেগম অভিযোগ করে বলেন, উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল ও নিহতের বড় ভাই আজহার আলীর ইশারায় তাঁদেরকে হত্যা করা হয়েছে।
নিহত আব্দুল আজিজের স্ত্রী রোজিনা বেগম জানান, কাজের সুবাদে দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর দুই মাসের ছুটেতে আসেন আব্দুল আজিজ। রাস্তার জমি নিয়ে বিরোধের জের ধরে আজহার আলী, জামাতা মোহাম্মদ আলী লোকজন নিয়ে তাঁদের পরিবারের ওপর হামলা চালায়। এ সময় প্রাণ ভয়ে তাঁরা দৌড়ে পালিয়ে এদিক-ওদিক যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় পর থেকে তাঁর স্বামী আব্দুল আজিজ ও মেয়ে জান্নাতকে আর খুঁজে পাওয়া যায়নি।
রোজিনা বেগম অভিযোগ করে বলেন, নিখোঁজ হওয়ার পর থানায় অভিযোগ দায়ের করতে গেলেও পুলিশ তা নেয়নি। আজ বৃহস্পতিবার সকালে নদীতে তাদের মরদেহ ভেসে ওঠে।
অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পরিদর্শক (ওসি) মীর রকিবুল হক বলেন, জমি বিরোধ নিয়ে মৃত জালেক মণ্ডলের ছেলে এবং তাদের প্রতিবেশীদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এঘটনায় উভয় পক্ষের লোকজন থানায় মামলা করেন। বৃহস্পতিবার সকালে বাবা মেয়ের মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের ৩৭ ঘণ্টা পর ঝিনাই নদী থেকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে।
নিহতেরা হলেন, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বয়সিং গ্রামের মৃত জালেক মণ্ডলের ছেলে আব্দুল আজিজ (৪৮) ও তাঁর মেয়ে জান্নাত (৪)।
পরিবারের অভিযোগ প্রতিবেশী এজাহার আলী ও মোহাম্মদ আলী হত্যার পর বাবা ও মেয়ের মরদেহ নদীতে ফেলে দেয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দিতে চাইলেও পুলিশ তা নেয়নি বলেও অভিযোগ করে তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বয়সিং গ্রামের মৃত জালেক মণ্ডলের চার ছেলে। খোরশেদ আলম, আজাহার আলী, আব্দুল আজিজ ও কাজল মিয়া। কয়েক বছর আগে প্রতিবেশী মুসা মুন্সির ছেলে মোহাম্মদ আলীর সঙ্গে বড় ভাই আজাহার আলী তাঁর এক মেয়েকে বিয়ে দেন। বিয়ের আগে থেকেই মোহাম্মদ আলী ও আজাহার আলীর সঙ্গে আব্দুল আজিজের পরিবারের মধ্যে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। চাচা শ্বশুর আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে সৌদি আরবে চাকরি করেন। দু’মাস আগে আব্দুল আজিজ ছুটিতে দেশে আসেন। ২ বছর আগে মোহাম্মদ আলী তাঁর জেঠা শ্বশুর খোরশেদ আলীর নিকট থেকে ৭ বস্তা সিমেন্ট ধার নেন। ধার দেওয়া সিমেন্ট ফেরত চাইতে গিয়ে গত ২৩ মার্চ খোরশেদ আলীর ছেলে ফজলুর রহমান (২২) মারধরের শিকার হন। এ নিয়ে দুই পরিবারে বিরোধ আরও চরম আকার ধারণ করে। পরে থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন দুই পরিবার।
নিহতের পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, মামলায় মোহাম্মদ আলী পক্ষের বাবু মিয়া, আব্দুর রশিদ ও তার ছেলে সাগর মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা গত মঙ্গলবার জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসেন। মঙ্গলবার রাতেই লাঠি-সোঁটা নিয়ে এজাহার আলী ও মোহাম্মদ আলী লোকজন নিয়ে আবার খোরশেদ আলম ও আব্দুল আজিজের বাড়িঘরে হামলা চালায়। অবস্থা বেগতিক দেখে আব্দুল আজিজ তাঁর একমাত্র মেয়ে জান্নাতকে (৪) নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। হামলাকারীরা আব্দুল আজিজ ও তাঁর মেয়েকে ধরে ফেলে। পরে তাদেরকে বাড়ির পাশের ঝিনাই নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে তাদেরকে মারধর করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করে তাদেরকে নদীতে ফেলে দেয় হামলাকারীরা। তারপর থেকে আব্দুল আজিজ ও তার মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে থানায় অভিযোগ দিতে গেলেও নেয়নি পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ঝিনাই নদীতে আব্দুল আজিজ ও তার মেয়ে জান্নাতের মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায় পুলিশ। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে পীর মোহাম্মদ, কাজলি বেগম, মর্জিনা বেগম ও সুমা বেগমকে আটক করে।
নিহত আব্দুল আজিজের বড় ভাবি ফজিলা বেগম বলেন, প্রায় দেড় যুগ ধরে তার দেবর আব্দুল আজিজ সৌদি আরবে থাকেন। দুই মাসের ছুটিতে তিনি দেশে এসেছিলেন। আগামী শনিবার তাঁর সৌদি আরবে চলে যাওয়ার কথা ছিল।
ফজিলা বেগম অভিযোগ করে বলেন, উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল ও নিহতের বড় ভাই আজহার আলীর ইশারায় তাঁদেরকে হত্যা করা হয়েছে।
নিহত আব্দুল আজিজের স্ত্রী রোজিনা বেগম জানান, কাজের সুবাদে দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর দুই মাসের ছুটেতে আসেন আব্দুল আজিজ। রাস্তার জমি নিয়ে বিরোধের জের ধরে আজহার আলী, জামাতা মোহাম্মদ আলী লোকজন নিয়ে তাঁদের পরিবারের ওপর হামলা চালায়। এ সময় প্রাণ ভয়ে তাঁরা দৌড়ে পালিয়ে এদিক-ওদিক যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় পর থেকে তাঁর স্বামী আব্দুল আজিজ ও মেয়ে জান্নাতকে আর খুঁজে পাওয়া যায়নি।
রোজিনা বেগম অভিযোগ করে বলেন, নিখোঁজ হওয়ার পর থানায় অভিযোগ দায়ের করতে গেলেও পুলিশ তা নেয়নি। আজ বৃহস্পতিবার সকালে নদীতে তাদের মরদেহ ভেসে ওঠে।
অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পরিদর্শক (ওসি) মীর রকিবুল হক বলেন, জমি বিরোধ নিয়ে মৃত জালেক মণ্ডলের ছেলে এবং তাদের প্রতিবেশীদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এঘটনায় উভয় পক্ষের লোকজন থানায় মামলা করেন। বৃহস্পতিবার সকালে বাবা মেয়ের মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
২ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
১২ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
২ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে