কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় তৃতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ শুক্রবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করা হয়।
উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, উপজেলার মোট ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন মোট ৩৮ জন। তাঁদের মধ্যে ১ নম্বর কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী গোলাম হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেন। বাকিরা হলেন-পলাশ কান্তি বিশ্বাস (নৌকা), মো. আব্দুল আলী বিশ্বাস, মো. আবদুল মোমেন, মো. শাখাওয়াত হেসেন, মো. কামাল মিয়া (জাকের পার্টি)। ২ নম্বর নাজিরপুর ইউনিয়নের ৩ জন প্রার্থী হলেন-মো. আব্দুল আলী (নৌকা), আব্দুল কুদ্দুস বাবুল, রাজু আহাম্মেদ সাজু। ৩ নম্বর পোগলা ইউনিয়নের ৭ জন প্রার্থী হলেন-মোজাম্মেল হক (নৌকা), মো. তফাজ্জল হেসেন, রাসেল মিয়া, মো. শামছুল ইসলাম (শান্ত), মো. মোজাম্মেল আলম খান, মো. রতন মিয়া, মো. রফিকুল ইসলাম।
৪ নম্বর বড়খাপন ইউনিয়নের ৪ জন প্রার্থী হলেন-একে এম হাদিছুজ্জামান হাদিস (নৌকা), অঞ্জন সরকার, শফিকুল ইসলাম, মৃদুল রায় তালুকদার। ৫ নম্বর লেঙ্গুরা ইউনিয়নের ৪ জন প্রার্থী হলেন-রফিকুল ইসলাম (নৌকা), আবু রায়হান (হাতপাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ), সাইদুর রহমান ভূঁইয়া, মুফতি ফয়জুল্লাহ্। ৬ নম্বর খারনৈ ইউনিয়নের ৩ জন প্রার্থী হলেন-মো. আবু বকর সিদ্দিক (নৌকা), সিরাজুল হক চানমিয়া দেওয়ানি, মোহাম্মদ ওবায়দুল হক। ৭ নম্বর কৈলাটি ইউনিয়নের ৪ জন প্রার্থী হলেন-হাজী জয়নাল আবদীন (নৌকা), মো. আজিজুর রহমান (হাতপাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. রুবেল ভূঁইয়া, বাসির উদ্দিন। ৮ নম্বর রংছাতি ইউনিয়নের ৭ জন প্রার্থী হলেন-তাহেরা খাতুন (নৌকা), মো. সুরুজ মিয়া, আবতাব উদ্দিন, আনিছুর রহমান পাঠান, হাসান আল মামুন, মীর আইয়ুব, মো. আব্দুর রাজ্জাক মিয়া।
ইউপি সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩১১ জন প্রার্থী। তাঁদের মধ্যে বড়খাপন ইউনিয়নের একজন প্রার্থী উপযুক্ত বয়স না হওয়ায় যাচাই-বাছাই কার্যক্রমে বাদ পড়েন। এ ছাড়া কলমাকান্দা সদর ইউনিয়নের দুই প্রার্থী, রংছাতি ইউনিয়নে একজন, পোগলা ইউনিয়নের দুজন, কৈলাটি ইউনিয়নের একজনসহ মোট ৬ ইউপি সদস্য প্রার্থিতা প্রত্যাহার করেন। নির্বাচনে প্রতিযোগী হিসেবে প্রতীক বরাদ্দ পেয়েছেন মোট ৩০৪ জন প্রার্থী। নির্বাচনে উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭ হাজার ১৫৩ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু মুসা আজকের পত্রিকাকে বলেন, তৃতীয় ধাপের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ প্রত্যেক প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে যাচ্ছে। পূর্ববর্তী ধারাবাহিকতায় আমাদের নির্বাচন পরিচালিত হবে।
নেত্রকোনার কলমাকান্দায় তৃতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ শুক্রবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করা হয়।
উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, উপজেলার মোট ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন মোট ৩৮ জন। তাঁদের মধ্যে ১ নম্বর কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী গোলাম হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেন। বাকিরা হলেন-পলাশ কান্তি বিশ্বাস (নৌকা), মো. আব্দুল আলী বিশ্বাস, মো. আবদুল মোমেন, মো. শাখাওয়াত হেসেন, মো. কামাল মিয়া (জাকের পার্টি)। ২ নম্বর নাজিরপুর ইউনিয়নের ৩ জন প্রার্থী হলেন-মো. আব্দুল আলী (নৌকা), আব্দুল কুদ্দুস বাবুল, রাজু আহাম্মেদ সাজু। ৩ নম্বর পোগলা ইউনিয়নের ৭ জন প্রার্থী হলেন-মোজাম্মেল হক (নৌকা), মো. তফাজ্জল হেসেন, রাসেল মিয়া, মো. শামছুল ইসলাম (শান্ত), মো. মোজাম্মেল আলম খান, মো. রতন মিয়া, মো. রফিকুল ইসলাম।
৪ নম্বর বড়খাপন ইউনিয়নের ৪ জন প্রার্থী হলেন-একে এম হাদিছুজ্জামান হাদিস (নৌকা), অঞ্জন সরকার, শফিকুল ইসলাম, মৃদুল রায় তালুকদার। ৫ নম্বর লেঙ্গুরা ইউনিয়নের ৪ জন প্রার্থী হলেন-রফিকুল ইসলাম (নৌকা), আবু রায়হান (হাতপাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ), সাইদুর রহমান ভূঁইয়া, মুফতি ফয়জুল্লাহ্। ৬ নম্বর খারনৈ ইউনিয়নের ৩ জন প্রার্থী হলেন-মো. আবু বকর সিদ্দিক (নৌকা), সিরাজুল হক চানমিয়া দেওয়ানি, মোহাম্মদ ওবায়দুল হক। ৭ নম্বর কৈলাটি ইউনিয়নের ৪ জন প্রার্থী হলেন-হাজী জয়নাল আবদীন (নৌকা), মো. আজিজুর রহমান (হাতপাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. রুবেল ভূঁইয়া, বাসির উদ্দিন। ৮ নম্বর রংছাতি ইউনিয়নের ৭ জন প্রার্থী হলেন-তাহেরা খাতুন (নৌকা), মো. সুরুজ মিয়া, আবতাব উদ্দিন, আনিছুর রহমান পাঠান, হাসান আল মামুন, মীর আইয়ুব, মো. আব্দুর রাজ্জাক মিয়া।
ইউপি সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩১১ জন প্রার্থী। তাঁদের মধ্যে বড়খাপন ইউনিয়নের একজন প্রার্থী উপযুক্ত বয়স না হওয়ায় যাচাই-বাছাই কার্যক্রমে বাদ পড়েন। এ ছাড়া কলমাকান্দা সদর ইউনিয়নের দুই প্রার্থী, রংছাতি ইউনিয়নে একজন, পোগলা ইউনিয়নের দুজন, কৈলাটি ইউনিয়নের একজনসহ মোট ৬ ইউপি সদস্য প্রার্থিতা প্রত্যাহার করেন। নির্বাচনে প্রতিযোগী হিসেবে প্রতীক বরাদ্দ পেয়েছেন মোট ৩০৪ জন প্রার্থী। নির্বাচনে উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭ হাজার ১৫৩ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু মুসা আজকের পত্রিকাকে বলেন, তৃতীয় ধাপের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ প্রত্যেক প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে যাচ্ছে। পূর্ববর্তী ধারাবাহিকতায় আমাদের নির্বাচন পরিচালিত হবে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
২ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৩ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৩ ঘণ্টা আগে