নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় বান্ধবীর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. চাঁন মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গতকাল বুধবার সকালে জেলা শহরের মদন বাসস্ট্যান্ড এলাকা হতে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। পরে রাত নয়টার দিকে তাকে জেল হাজতে পাঠানো হয়।
চাঁন মিয়া কমলাকান্দা উপজেলার খাতে সালেঙ্গা গ্রামের মো. সিরাজ আলীর ছেলে।
এর আগে গত ২৮ অক্টোবর এ মামলার অপর তিন আসামি উপজেলার খাতে সালেঙ্গা গ্রামের মো. আপেল মিয়া (৩০), হানিফ মিয়া (৩০) ও মইপুকুরিয়া গ্রামের মো. রনি মিয়াকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে জানান, রাত নয়টার দিকে চাঁন মিয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে।মামলা
সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা এলাকায় গার্মেন্টসে চাকরির সুবাদে কলমাকান্দা এলাকার এক তরুণীর সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগীর। পরিচয়ের সূত্রে দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। গত ২৭ অক্টোবর বান্ধবীর ছোট বোনের বিয়ের দাওয়াত খেতে কলমাকান্দা যান ভুক্তভোগী তরুণী।
ভালুকা থেকে রাতের বাসে করে রাত একটার দিকে কলমাকান্দার পাবই মোড়ে পৌঁছান তিনি। বাস থেকে নেমে আপেল মিয়া ও চান মিয়া নামে দুই যুবককে পেয়ে বান্ধবীর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তাদের সহায়তা চান। কিন্তু ওই তরুণীকে বান্ধবীর বাড়িতে পৌঁছে দেওয়ার পরিবর্তে খাতে সালেঙ্গা গ্রামে আপেল মিয়ার বাড়িতে নিয়ে যান অভিযুক্তরা।
সেখানে আগে থেকেই তাদের আরও দুই বন্ধু রনি ও হানিফ উপস্থিত ছিলেন। পরে তারা চার বন্ধু মিলে হত্যার ভয় দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন। রাত দুইটার দিকে একপর্যায়ে ওই তরুণী কৌশলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
পরে স্থানীয়রা ওই ভুক্তভোগী তরুণীকে তাঁর বান্ধবীর বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় পরদিন দুপুরে ওই চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলার পরপরই তিন অভিযুক্ত আপেল মিয়া, হানিফ মিয়া ও রনি মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। অপর অভিযুক্ত চান মিয়া পলাতক ছিলেন।
নেত্রকোনার কলমাকান্দায় বান্ধবীর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. চাঁন মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গতকাল বুধবার সকালে জেলা শহরের মদন বাসস্ট্যান্ড এলাকা হতে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। পরে রাত নয়টার দিকে তাকে জেল হাজতে পাঠানো হয়।
চাঁন মিয়া কমলাকান্দা উপজেলার খাতে সালেঙ্গা গ্রামের মো. সিরাজ আলীর ছেলে।
এর আগে গত ২৮ অক্টোবর এ মামলার অপর তিন আসামি উপজেলার খাতে সালেঙ্গা গ্রামের মো. আপেল মিয়া (৩০), হানিফ মিয়া (৩০) ও মইপুকুরিয়া গ্রামের মো. রনি মিয়াকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে জানান, রাত নয়টার দিকে চাঁন মিয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে।মামলা
সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা এলাকায় গার্মেন্টসে চাকরির সুবাদে কলমাকান্দা এলাকার এক তরুণীর সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগীর। পরিচয়ের সূত্রে দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। গত ২৭ অক্টোবর বান্ধবীর ছোট বোনের বিয়ের দাওয়াত খেতে কলমাকান্দা যান ভুক্তভোগী তরুণী।
ভালুকা থেকে রাতের বাসে করে রাত একটার দিকে কলমাকান্দার পাবই মোড়ে পৌঁছান তিনি। বাস থেকে নেমে আপেল মিয়া ও চান মিয়া নামে দুই যুবককে পেয়ে বান্ধবীর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তাদের সহায়তা চান। কিন্তু ওই তরুণীকে বান্ধবীর বাড়িতে পৌঁছে দেওয়ার পরিবর্তে খাতে সালেঙ্গা গ্রামে আপেল মিয়ার বাড়িতে নিয়ে যান অভিযুক্তরা।
সেখানে আগে থেকেই তাদের আরও দুই বন্ধু রনি ও হানিফ উপস্থিত ছিলেন। পরে তারা চার বন্ধু মিলে হত্যার ভয় দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন। রাত দুইটার দিকে একপর্যায়ে ওই তরুণী কৌশলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
পরে স্থানীয়রা ওই ভুক্তভোগী তরুণীকে তাঁর বান্ধবীর বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় পরদিন দুপুরে ওই চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলার পরপরই তিন অভিযুক্ত আপেল মিয়া, হানিফ মিয়া ও রনি মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। অপর অভিযুক্ত চান মিয়া পলাতক ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
৩৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠা করা হয় ‘বঙ্গবন্ধু চেয়ার’। নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুনকে (মুনতাসীর মামুন)।
১ ঘণ্টা আগেকক্সবাজারে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা না পেয়ে মাকে আবিদ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ারা বেগম মেরী (৫৫) ওই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী
১ ঘণ্টা আগে