কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
চোরাকারবারিদের বাধা দেওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লেংগুরা বিওপির এক সৈনিককে লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার লেংগুরা বিওপির হাবিলদার মিনহাজ উদ্দিন বাদী হয়ে ইয়াসিন মিয়া, ইসমাইল হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে কলমাকান্দা থানায় এই মামলা দায়ের করেছেন। লাঞ্ছিত সৈনিকের নাম রাজা কুমার। শনিবার বিকেলে উপজেলার লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ী এলাকার ইয়াসিন মিয়ার বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বস্তাভর্তি বাংলাদেশি সুপারি ভারতে পাচার হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে নায়েক মোশারফ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মোটরসাইকেলে থাকা দুই বস্তা সুপারি রাস্তার ওপর ফেলে চলে যায়। পরে বস্তা দুইটি বিজিবির সদস্যরা জব্দ করার চেষ্টা করলে তাঁরা তাতে বাধা দেয়। পরে বিজিবির সদস্যদের গালিগালাজ করে বস্তা দুটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সৈনিক রাজা কুমারের ইউনিফর্মের শার্টের কলার ধরে ধাক্কা দেয় ইয়াসিন নামে এক যুবক। ইসমাইল নামে আরেক ব্যক্তি রাজা কুমারের আগ্নেয়াস্ত্র নিয়ে টানাটানি শুরু করে।
এ ব্যাপারে লেংগুরা বিওপির নায়েক সুবেদার জহির উদ্দিন বলেন, ‘চোরাকারবারিরা বিজিবির সুনাম নষ্ট করতে সাজানো একটি মিথ্যা মামলা দায়েরের চেষ্টা করছে।’
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, এ বিষয়ে হাবিলদার মিনহাজ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চোরাকারবারিদের বাধা দেওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লেংগুরা বিওপির এক সৈনিককে লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার লেংগুরা বিওপির হাবিলদার মিনহাজ উদ্দিন বাদী হয়ে ইয়াসিন মিয়া, ইসমাইল হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে কলমাকান্দা থানায় এই মামলা দায়ের করেছেন। লাঞ্ছিত সৈনিকের নাম রাজা কুমার। শনিবার বিকেলে উপজেলার লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ী এলাকার ইয়াসিন মিয়ার বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বস্তাভর্তি বাংলাদেশি সুপারি ভারতে পাচার হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে নায়েক মোশারফ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মোটরসাইকেলে থাকা দুই বস্তা সুপারি রাস্তার ওপর ফেলে চলে যায়। পরে বস্তা দুইটি বিজিবির সদস্যরা জব্দ করার চেষ্টা করলে তাঁরা তাতে বাধা দেয়। পরে বিজিবির সদস্যদের গালিগালাজ করে বস্তা দুটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সৈনিক রাজা কুমারের ইউনিফর্মের শার্টের কলার ধরে ধাক্কা দেয় ইয়াসিন নামে এক যুবক। ইসমাইল নামে আরেক ব্যক্তি রাজা কুমারের আগ্নেয়াস্ত্র নিয়ে টানাটানি শুরু করে।
এ ব্যাপারে লেংগুরা বিওপির নায়েক সুবেদার জহির উদ্দিন বলেন, ‘চোরাকারবারিরা বিজিবির সুনাম নষ্ট করতে সাজানো একটি মিথ্যা মামলা দায়েরের চেষ্টা করছে।’
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, এ বিষয়ে হাবিলদার মিনহাজ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ শনিবার তিনি এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেছেন।
৭ মিনিট আগেপিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর একজন মীর মোজাম্মেল হোসেন নাঈম (২৩)। তার এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। শোকের স্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।
৯ মিনিট আগেসিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটের পান্তুমাই, প্রতাপপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিলসহ বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম সমন্বয়ক সোহেল রানার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ৩টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, রাজশাহী ব্যানারে এ কর্মসূচি হয়।
১ ঘণ্টা আগে