বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ১০: ০৪

মোটরসাইকেল থামিয়ে তিন বন্ধুকে বেদম মারধর করে দুর্বৃত্তরা। এরপর একজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। যখন তিনজনেরই অবস্থা নাজুক হতে থাকে তখন দুর্বৃত্তরাই সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে তাঁদের মেডিকেলে পাঠায়। তবে শেষ রক্ষা হয়নি ছুরিকাহত ১৮ বছর বয়সী তরুণ মোহনের। ঘণ্টাখানেকের মধ্যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান তিনি। গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে বগুড়ার ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

ছুরিকাঘাতে নিহত মোহন শহরের ফুলতলা এলাকার শুকুর আলীর ছেলে এবং এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি বগুড়া সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতেন। এ সময় আহত হন তাঁর দুই বন্ধু লিখন ও বাপ্পি। তাঁরা ফুলতলা চক কানপাড়া এলাকার বাসিন্দা। 

নিহতের দুই ভাই শাহীন ও রমজান বলেন, মোহন খান্দার এলাকা থেকে তাঁর দুই বন্ধু লিখন ও বাপ্পিকে নিয়ে মোটরসাইকেলযোগে ফুলতলায় ফিরছিলেন। পথে খান্দার সিঅ্যান্ডবি গোডাউনের সামনে তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করেন দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা লাঠিসোঁটা দিয়ে মোহন, বাপ্পি ও লিখনকে মারধর করতে থাকে। একপর্যায়ে মোহনসহ তাঁর দুই বন্ধুকে খান্দার সিঅ্যান্ডবি গোডাউন এলাকায় এক ক্লাবঘরের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের লাঠি দিয়ে বেধড়ক পেটানো এবং মোহনকে ছুরিকাঘাত করা হয়। 

নিহতের দুই ভাই আরও বলেন, মোহনের কোমরের নিচে ও দুই ঊরুতে চার থেকে পাঁচটি ছুরিকাঘাত করা হয়েছে। পরে আহত তিনজনকে সিএনজি চালিত অটোরিকশায় করে শজিমেক হাসপাতালে পাঠিয়ে দেয় দুর্বৃত্তরা। শজিমেক হাসপাতালে ঘণ্টাখানেক চিকিৎসাধীন থাকা অবস্থায় মোহনের মৃত্যু হয়। 

মোহনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। মরদেহ শজিমেকে হাসপাতালের মর্গে রয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত