আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলগেটে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ১০টার দিকে ইঞ্জিনটি চালু হলে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
সান্তাহার জংশন স্টেশন সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি জাফরপুর স্টেশন পার হওয়ার পর থেকেই ইঞ্জিনের গতি কমে যায়। এতে চালক ধীরগতিতে ট্রেনটি সান্তাহার স্টেশনে নিয়ে আসার চেষ্টা করেন। ট্রেনটি সান্তাহার রেলগেটে পৌঁছালে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। এমতাবস্থায় চালক ট্রেনের ইঞ্জিনটি বন্ধ করে দেন। পরে ইঞ্জিনটি সচল করার জন্য সান্তাহার কারিগরি বিভাগের (লোকো) লোকবল আসেন। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে ইঞ্জিনটি চালু না হওয়াই স্টেশনমাস্টার ঈশ্বরদী থেকে রিলিফ ইঞ্জিন এনে ট্রেনটি নিয়ে যাওয়ার বার্তা পাঠান।
পরে সান্তাহার লকো প্রকৌশলী সর্বাত্মক চেষ্টা করে ইঞ্জিনটি চালু করে এবং সকাল ১০টার দিকে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এরই মধ্যে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রিলিফ ইঞ্জিনটি নাটোরে পৌঁছালে সেখান থেকেই ফেরত পাঠানো হয়। অন্যদিকে ইঞ্জিনটি রেলগেটের ওপর বিকল হওয়ায় প্রায় দুই ঘণ্টা গেট বন্ধ থাকে। এতে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। ফলে ট্রেনের যাত্রীদের পাশাপাশি পথচারীসহ যানবাহনচালকদেরও দুর্ভোগে পড়তে হয়।
এ বিষয়ে সান্তাহার জংশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল খালেক বলেন, উত্তরা ট্রেনের ইঞ্জিনটি সান্তাহার রেলগেটে এসে বিকল হয়। পরে সান্তাহার লোকো কারিগরি বিভাগের লোকজন মেরামত করে ইঞ্জিনটি চালু করেন। এ সময় ট্রেনটি সকাল ১০টার দিকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। একই সঙ্গে রিলিফ ইঞ্জিনটি নাটোর স্টেশন থেকে ফেরত পাঠানো হয়েছে।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলগেটে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ১০টার দিকে ইঞ্জিনটি চালু হলে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
সান্তাহার জংশন স্টেশন সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি জাফরপুর স্টেশন পার হওয়ার পর থেকেই ইঞ্জিনের গতি কমে যায়। এতে চালক ধীরগতিতে ট্রেনটি সান্তাহার স্টেশনে নিয়ে আসার চেষ্টা করেন। ট্রেনটি সান্তাহার রেলগেটে পৌঁছালে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। এমতাবস্থায় চালক ট্রেনের ইঞ্জিনটি বন্ধ করে দেন। পরে ইঞ্জিনটি সচল করার জন্য সান্তাহার কারিগরি বিভাগের (লোকো) লোকবল আসেন। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে ইঞ্জিনটি চালু না হওয়াই স্টেশনমাস্টার ঈশ্বরদী থেকে রিলিফ ইঞ্জিন এনে ট্রেনটি নিয়ে যাওয়ার বার্তা পাঠান।
পরে সান্তাহার লকো প্রকৌশলী সর্বাত্মক চেষ্টা করে ইঞ্জিনটি চালু করে এবং সকাল ১০টার দিকে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এরই মধ্যে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রিলিফ ইঞ্জিনটি নাটোরে পৌঁছালে সেখান থেকেই ফেরত পাঠানো হয়। অন্যদিকে ইঞ্জিনটি রেলগেটের ওপর বিকল হওয়ায় প্রায় দুই ঘণ্টা গেট বন্ধ থাকে। এতে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। ফলে ট্রেনের যাত্রীদের পাশাপাশি পথচারীসহ যানবাহনচালকদেরও দুর্ভোগে পড়তে হয়।
এ বিষয়ে সান্তাহার জংশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল খালেক বলেন, উত্তরা ট্রেনের ইঞ্জিনটি সান্তাহার রেলগেটে এসে বিকল হয়। পরে সান্তাহার লোকো কারিগরি বিভাগের লোকজন মেরামত করে ইঞ্জিনটি চালু করেন। এ সময় ট্রেনটি সকাল ১০টার দিকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। একই সঙ্গে রিলিফ ইঞ্জিনটি নাটোর স্টেশন থেকে ফেরত পাঠানো হয়েছে।
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটের পান্তুমাই, প্রতাপপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিলসহ বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।
৩৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম সমন্বয়ক সোহেল রানার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ৩টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, রাজশাহী ব্যানারে এ কর্মসূচি হয়।
৪৩ মিনিট আগেগ্রামের রাস্তায় দোতলা বাস নিয়ে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে গিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবের স্বজনেরা। এই দুর্ঘটনার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই গাফিলতি দেখছেন।
১ ঘণ্টা আগেবিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা–কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ ঘণ্টা আগে