বগুড়া প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলায় এক বাঁশবাগান থেকে জিসান (১২) নামের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে অটোরিকশাতে করে কিশোর ছেলের মরদেহ থানায় নিয়ে যান নিহত স্কুলছাত্রের মা। নিহত জিসানের মায়ের দাবি, তাঁর ছেলেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে কেউ। এদিকে প্রাথমিকভাবে মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।
আজ শনিবার দুপুরে ওই উপজেলার বরংগাশনি গ্রামের বাঁশবাগানে ওই কিশোরের মরদেহ পাওয়া যায়। পরে বিকেলে সন্তানের মরদেহ অটোরিকশাতে নিয়ে কাহালু থানায় নিয়ে ছেলে হত্যার বিচার দাবি করেন তার মা নাসিমা বেগম। ১২ বছর জিসান বরংগাশনি গ্রামের দক্ষিণপাড়ার আব্দুর রহিমের ছেলে। সে বরংগাশনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
জিসানের মা নাসিমা বেগম জানান, শনিবার দুপুর একটা পর্যন্ত তাঁর ছেলে বাড়িতেই ছিল। এরপরে বাড়ি থেকে বের হয় জিসান। অনেক সময় পার হলেও সে বাড়িতে ফিরছিল না। পরে তাকে খুঁজতে বাড়ি থেকে তিনি নিজেই বের হন। এ সময় তিনি ওই বাঁশবাগানে যান। সেখানে একটি বাঁশের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় জিসানকে মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমবার হোসেন জানান, জিসানের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। তার গলায় শুধু দড়ির প্যাঁচানোর দাগ আছে। প্রাথমিকভাবে এ ছাড়া তার শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
বগুড়ার কাহালু উপজেলায় এক বাঁশবাগান থেকে জিসান (১২) নামের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে অটোরিকশাতে করে কিশোর ছেলের মরদেহ থানায় নিয়ে যান নিহত স্কুলছাত্রের মা। নিহত জিসানের মায়ের দাবি, তাঁর ছেলেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে কেউ। এদিকে প্রাথমিকভাবে মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।
আজ শনিবার দুপুরে ওই উপজেলার বরংগাশনি গ্রামের বাঁশবাগানে ওই কিশোরের মরদেহ পাওয়া যায়। পরে বিকেলে সন্তানের মরদেহ অটোরিকশাতে নিয়ে কাহালু থানায় নিয়ে ছেলে হত্যার বিচার দাবি করেন তার মা নাসিমা বেগম। ১২ বছর জিসান বরংগাশনি গ্রামের দক্ষিণপাড়ার আব্দুর রহিমের ছেলে। সে বরংগাশনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
জিসানের মা নাসিমা বেগম জানান, শনিবার দুপুর একটা পর্যন্ত তাঁর ছেলে বাড়িতেই ছিল। এরপরে বাড়ি থেকে বের হয় জিসান। অনেক সময় পার হলেও সে বাড়িতে ফিরছিল না। পরে তাকে খুঁজতে বাড়ি থেকে তিনি নিজেই বের হন। এ সময় তিনি ওই বাঁশবাগানে যান। সেখানে একটি বাঁশের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় জিসানকে মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমবার হোসেন জানান, জিসানের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। তার গলায় শুধু দড়ির প্যাঁচানোর দাগ আছে। প্রাথমিকভাবে এ ছাড়া তার শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে বাসচাপায় শামীমা আক্তার (২৮) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুর্ঘটনায় কবলিত বাসটি আটক করেছে। আজ শনিবার উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেসিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগেঅন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে ও তার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন ধর্ম, বর্ণ, লিঙ্গ, মত, জাতিসত্তার মানুষ নিয়ে সাংস্কৃতিক আয়োজন করেছে গণতান্ত্রিক নাগরিক কমিটি। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার বিকেলে ‘বৈচিত্র্যের ঐক্য’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
২২ মিনিট আগেনিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ শনিবার তিনি এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেছেন।
৩৮ মিনিট আগে