বগুড়া প্রতিনিধি
বগুড়ায় মায়ের সঙ্গে হরিবাসর অনুষ্ঠানে বেড়াতে আসা শিশু বন্ধন (৬) হত্যা মামলায় গ্রেপ্তার সুকুমার দাসকে (২৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সুকুমার দাসকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতে বন্ধনের বাবা রবিদাস বাদী হয়ে সকুমার দাসকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) তয়ন কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই তয়ন কুমার বলেন, ‘গ্রেপ্তার সুকুমারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কেও সুকুমার মুখ খুলছেন না। বারবার বলছে আমার ভুল হয়ে গেছে। সুকুমারকে অনেকে মানসিক রোগী বলে দাবি করলেও এর প্রমাণ পাওয়া যায়নি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, রবিদাসের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে তাঁর স্ত্রী কাকলী দাসের মামা সুকুমার। মামা-ভাগনির পারিবারিক বিরোধের জের ধরে সুকুমার এই হত্যাকাণ্ড ঘটান। তবে পারিবারিক বিরোধের বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদরের শশীবদন গ্রামে মায়ের সঙ্গে হরিবাসর অনুষ্ঠানে বেড়াতে আসা শিশু বন্ধনকে তার মায়ের মামা সুকুমার ঘরে ডেকে নিয়ে কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পরপরই সুকুমারকে পুলিশ আটক করে এবং তাঁর তথ্য মতে বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধান কাটা কাঁচি জব্দ করে।
বগুড়ায় মায়ের সঙ্গে হরিবাসর অনুষ্ঠানে বেড়াতে আসা শিশু বন্ধন (৬) হত্যা মামলায় গ্রেপ্তার সুকুমার দাসকে (২৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সুকুমার দাসকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতে বন্ধনের বাবা রবিদাস বাদী হয়ে সকুমার দাসকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) তয়ন কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই তয়ন কুমার বলেন, ‘গ্রেপ্তার সুকুমারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কেও সুকুমার মুখ খুলছেন না। বারবার বলছে আমার ভুল হয়ে গেছে। সুকুমারকে অনেকে মানসিক রোগী বলে দাবি করলেও এর প্রমাণ পাওয়া যায়নি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, রবিদাসের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে তাঁর স্ত্রী কাকলী দাসের মামা সুকুমার। মামা-ভাগনির পারিবারিক বিরোধের জের ধরে সুকুমার এই হত্যাকাণ্ড ঘটান। তবে পারিবারিক বিরোধের বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদরের শশীবদন গ্রামে মায়ের সঙ্গে হরিবাসর অনুষ্ঠানে বেড়াতে আসা শিশু বন্ধনকে তার মায়ের মামা সুকুমার ঘরে ডেকে নিয়ে কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পরপরই সুকুমারকে পুলিশ আটক করে এবং তাঁর তথ্য মতে বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধান কাটা কাঁচি জব্দ করে।
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়া ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। বাজার থেকে মাছটি কেনার পর এক ব্যবসায়ী তা অনলাইনে বিক্রি করেন।
৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রো-ভিসি অধ্যাপক রাকিবুল ইসলাম বলেছেন, ‘দুর্ঘটনা তো আর বলে-কয়ে আসে না। এটা হঠাৎ ঘটে গেছে। এখন আমি মনে করব, কাউকে দোষ দেওয়ার চেয়ে ঘটনা উত্তরণে সবাইকে কাজ করতে হবে।
১০ মিনিট আগেবিরামপুর উপজেলা থেকে বিশনী পাহান (৫৩) নামের এক সাঁওতাল নারীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ শনিবার সকালে কাটলা ইউনিয়নের দাউদপুর ময়নার মোড়ের অদূরে ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
৩১ মিনিট আগেমাহিদ হাসান শিশির বলেন, ‘পেছনের বাস থেকে হঠাৎ করে ডাক চিৎকার করে বলছে, ‘‘তোমাদের কাছে পানি আছে দ্রুত পানি দাও। আমাদের বাসে আগুন লাগছে। পানি দাও
৩২ মিনিট আগে