নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে স্বামীর সঙ্গে বিচ্ছেদ করে বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন তরুণী। আজ রোববার সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের লুস্কুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ ওঠা যুবক বাড়ি থেকে পালিয়েছেন।
স্থানীয় লোকজন জানান, কয়েক বছর আগে লুস্কুর গ্রামের আব্দুল কাদেরের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। এর মধ্যে একই গ্রামের আইয়ুব আলীর ছেলে আরিফুল ইসলামের (২৭) সঙ্গে ওই তরুণীর সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিস হলেও কোনো সমাধান হয়নি। আরিফুলের সঙ্গে সম্পর্ক থাকায় আব্দুল কাদেরের সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ হয়।
ওই তরুণী বলেন, ‘আরিফুল আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার ধর্ষণ করেছে। আমি সব ছেড়ে তাঁর বাড়িতে এসেছি। আমাকে আসার কথা বলে সে পালিয়েছে। আমি তাঁকে ছাড়া বাঁচব না। আমি আরিফুলকে বিয়ে না করে এই বাড়ি থেকে কোথাও যাব না।’
এ বিষয়ে আরিফুলের বাবা আইয়ুব আলী বলেন, ‘ওই তরুণীর সঙ্গে আমার ছেলের বিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না। তবুও আমরা আপস করার চেষ্টা করছি।’
ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল হাকিম বলেন, ‘উভয় পক্ষ টাকার বিনিময়ে ঘটনাটি আপসের চেষ্টা করেছে, কিন্তু আপস হয়নি।’
বগুড়ার নন্দীগ্রামে স্বামীর সঙ্গে বিচ্ছেদ করে বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন তরুণী। আজ রোববার সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের লুস্কুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ ওঠা যুবক বাড়ি থেকে পালিয়েছেন।
স্থানীয় লোকজন জানান, কয়েক বছর আগে লুস্কুর গ্রামের আব্দুল কাদেরের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। এর মধ্যে একই গ্রামের আইয়ুব আলীর ছেলে আরিফুল ইসলামের (২৭) সঙ্গে ওই তরুণীর সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিস হলেও কোনো সমাধান হয়নি। আরিফুলের সঙ্গে সম্পর্ক থাকায় আব্দুল কাদেরের সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ হয়।
ওই তরুণী বলেন, ‘আরিফুল আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার ধর্ষণ করেছে। আমি সব ছেড়ে তাঁর বাড়িতে এসেছি। আমাকে আসার কথা বলে সে পালিয়েছে। আমি তাঁকে ছাড়া বাঁচব না। আমি আরিফুলকে বিয়ে না করে এই বাড়ি থেকে কোথাও যাব না।’
এ বিষয়ে আরিফুলের বাবা আইয়ুব আলী বলেন, ‘ওই তরুণীর সঙ্গে আমার ছেলের বিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না। তবুও আমরা আপস করার চেষ্টা করছি।’
ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল হাকিম বলেন, ‘উভয় পক্ষ টাকার বিনিময়ে ঘটনাটি আপসের চেষ্টা করেছে, কিন্তু আপস হয়নি।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
১১ মিনিট আগেভাঙচুর–ককটেল বিস্ফোরণের অভিযোগে ঝালকাঠির রাজাপুরে সাবেক মন্ত্রী শাহজাহান ওমর বীর উত্তমসহ ৫৩ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
১৫ মিনিট আগেসংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ‘আগামী সংবিধান হতে হবে এই দেশের সমস্ত নাগরিককে সমান মর্যাদা দিয়ে। সেই নাগরিকের ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন। ধর্মীয় পরিচয় কিংবা জাতিগত মর্যাদা দিয়ে নাগরিকের মর্যাদা ঠিক হবে না।
২২ মিনিট আগেরায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
৩৩ মিনিট আগে