নাটোর প্রতিনিধি
নাটোর জেলা বিএনপির কার্যালয় লক্ষ্য করে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের আলাইপুরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, পূর্বঘোষিত কর্মসূচি পালনে বাধা দিতে এবং আতঙ্ক সৃষ্টি করতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এ নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, ‘দেশব্যপী বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি পালনে বাধা দেওয়ার জন্যই শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগ এই হামলা চালিয়েছে। সম্প্রতি সরকারের পদত্যাগসহ নানা দাবিতে রাজপথে বিএনপির কর্মসূচি সফলভাবে পালিত হচ্ছে। আমরা ধারণা করছি, নাটোরের কর্মসূচি পণ্ড করতেই আজ এ ঘটনা ঘটিয়েছে।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে আলাইপুরের বিএনপি কার্যালয়ের সামনে একদল যুবক পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ সময় কার্যালয়ে বিএনপির কোনো নেতা-কর্মী ছিল না৷
এ নিয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরাই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তাই নিজেরাই এই বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছে। আমাদের নেতা-কর্মীরা শান্তি সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে।’
এ নিয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, ‘শহরে দুই দলের কর্মসূচি চলাকালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।’
নাটোর জেলা বিএনপির কার্যালয় লক্ষ্য করে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের আলাইপুরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, পূর্বঘোষিত কর্মসূচি পালনে বাধা দিতে এবং আতঙ্ক সৃষ্টি করতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এ নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, ‘দেশব্যপী বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি পালনে বাধা দেওয়ার জন্যই শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগ এই হামলা চালিয়েছে। সম্প্রতি সরকারের পদত্যাগসহ নানা দাবিতে রাজপথে বিএনপির কর্মসূচি সফলভাবে পালিত হচ্ছে। আমরা ধারণা করছি, নাটোরের কর্মসূচি পণ্ড করতেই আজ এ ঘটনা ঘটিয়েছে।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে আলাইপুরের বিএনপি কার্যালয়ের সামনে একদল যুবক পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ সময় কার্যালয়ে বিএনপির কোনো নেতা-কর্মী ছিল না৷
এ নিয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরাই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তাই নিজেরাই এই বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছে। আমাদের নেতা-কর্মীরা শান্তি সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে।’
এ নিয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, ‘শহরে দুই দলের কর্মসূচি চলাকালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।’
৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
৫ মিনিট আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
৪০ মিনিট আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
৪০ মিনিট আগেমাহিনের চাচা হাসান রহমান বলেন, ‘এখানে শতভাগ অবহেলা ছিল। একটা তার ঝুলে পড়বে গায়ের মধ্যে এটা কখনোই মেনে নেওয়া যায় না। এর সুষ্ঠু তদন্ত চাই।’ রংপুর বিভাগ, রংপুর জেলা, গাজীপুর, বাস, আগুন, জেলার খবর
১ ঘণ্টা আগে