নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ২০ কেজি ওজনের বাঘাইড় দেখতে মাছের বাজারে ভিড় করছেন মানুষ। বিক্রেতা দাম হাঁকিয়েছেন ১ হাজার ২০০ টাকা কেজি।
গাইবান্ধা থেকে আসা শামসুল হক বিক্রির উদ্দেশ্যে ২০ কেজি ওজনের এই বাঘাইড়, ১৩ কেজি ওজনের বোয়াল এবং ১০ কেজি ওজনের কাতল মাছ নিয়ে আসেন উপজেলা সদরে। তিনি বলেন, এই মাছগুলো যমুনা নদীতে ধরা। গাইবান্ধার ফুলছড়ি ঘাট থেকে নিয়ে এসেছি।
বিক্রেতা কাতল মাছের দাম হাঁকান ৮০০ টাকা কেজি, বাঘাইড়ের দাম হাঁকান ১ হাজার ২০০ টাকা কেজি এবং বোয়ালের দাম হাঁকান ১ হাজার ২০০ টাকা কেজি।
১০ কেজি ওজনের কাতল বিক্রি করেন ৫০০ টাকা কেজি ও বোয়াল মাছ বিক্রি করেন ৭০০ টাকা কেজি দরে।
মাছ দেখতে ভিড় করা ভাদরন্ড গ্রামের আসাদুল ইসলাম বলেন, ‘এত বড় মাছ এর আগে দেখিনি।’ মাছ নিবেন কি না প্রশ্ন করলে তিনি বলেন, ‘নেওয়ার সামর্থ্য নেই তাই দাঁড়িয়ে দেখছি।’
১৩ কেজি ওজনের মাছ বোয়ালের ক্রেতা পাঁড়ইল গ্রামের সৈয়দ মুজিব বলেন, ‘বড় বেয়াল মাছ সচরাচর আমাদের এলাকায় পাওয়া যায় না। হাতের কাছে পেয়ে লোভ সামলাতে পারলাম না। ৭০০ টাকা কেজি দরে বোয়াল মাছ নিয়ে নিলাম।’
স্থানীয় মাছ বিক্রেতা শহিদুল ধলু বলেন, ‘বড় মাছ আমাদের এলাকায় কম দেখা যায়। বড় মাছের স্বাদই অন্যরকম!’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ কেজি ওজনের বাঘাইড়ের দাম ৬৫০ টাকা উঠেছিল। তবে মাছ বিক্রেতা ৮০০ টাকা কেজি হলে ছেড়ে দিবেন বলে জানান।
নওগাঁর নিয়ামতপুরে ২০ কেজি ওজনের বাঘাইড় দেখতে মাছের বাজারে ভিড় করছেন মানুষ। বিক্রেতা দাম হাঁকিয়েছেন ১ হাজার ২০০ টাকা কেজি।
গাইবান্ধা থেকে আসা শামসুল হক বিক্রির উদ্দেশ্যে ২০ কেজি ওজনের এই বাঘাইড়, ১৩ কেজি ওজনের বোয়াল এবং ১০ কেজি ওজনের কাতল মাছ নিয়ে আসেন উপজেলা সদরে। তিনি বলেন, এই মাছগুলো যমুনা নদীতে ধরা। গাইবান্ধার ফুলছড়ি ঘাট থেকে নিয়ে এসেছি।
বিক্রেতা কাতল মাছের দাম হাঁকান ৮০০ টাকা কেজি, বাঘাইড়ের দাম হাঁকান ১ হাজার ২০০ টাকা কেজি এবং বোয়ালের দাম হাঁকান ১ হাজার ২০০ টাকা কেজি।
১০ কেজি ওজনের কাতল বিক্রি করেন ৫০০ টাকা কেজি ও বোয়াল মাছ বিক্রি করেন ৭০০ টাকা কেজি দরে।
মাছ দেখতে ভিড় করা ভাদরন্ড গ্রামের আসাদুল ইসলাম বলেন, ‘এত বড় মাছ এর আগে দেখিনি।’ মাছ নিবেন কি না প্রশ্ন করলে তিনি বলেন, ‘নেওয়ার সামর্থ্য নেই তাই দাঁড়িয়ে দেখছি।’
১৩ কেজি ওজনের মাছ বোয়ালের ক্রেতা পাঁড়ইল গ্রামের সৈয়দ মুজিব বলেন, ‘বড় বেয়াল মাছ সচরাচর আমাদের এলাকায় পাওয়া যায় না। হাতের কাছে পেয়ে লোভ সামলাতে পারলাম না। ৭০০ টাকা কেজি দরে বোয়াল মাছ নিয়ে নিলাম।’
স্থানীয় মাছ বিক্রেতা শহিদুল ধলু বলেন, ‘বড় মাছ আমাদের এলাকায় কম দেখা যায়। বড় মাছের স্বাদই অন্যরকম!’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ কেজি ওজনের বাঘাইড়ের দাম ৬৫০ টাকা উঠেছিল। তবে মাছ বিক্রেতা ৮০০ টাকা কেজি হলে ছেড়ে দিবেন বলে জানান।
বিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১৩ মিনিট আগেবরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
২ ঘণ্টা আগে