মো. তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ
মোসা. ডেইজি আরা খাতুন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের ২০ রশিয়া গ্রামের তৌহিদুর রহমানের স্ত্রী। চাকরি করেন ইসলামিক ফাউন্ডেশনে। গতকাল মঙ্গলবার তাঁর মাসিক মিটিং ছিল শিবগঞ্জ উপজেলা পরিষদে। সে মিটিংয়ে যোগ দিতে সকালে তাঁর ১৮ মাসের মেয়ে আফি খাতুনকে সঙ্গে নিয়ে শিবগঞ্জ আসেন। এরপর মিটিং শেষে আবার ফেরার পালা। তাড়াহুড়ো করে অটোরিকশাযোগে পৌঁছে যান বোগলা উড়ি ঘাটে।
আজ সকালে ডেইজি আরা খাতুন আজকের পত্রিকাকে জানান, বুধবার দুপুর দেড়টার দিকে কোলের শিশুকে নিয়ে বোগলাউড়ি ঘাটে পৌঁছান তিনি। এ সময় একে একে নৌকায় মালসহ যাত্রী ওঠাতে থাকেন মাঝি ইসমাইল হোসেন। মঙ্গলবার ২০ রশিয়ার হাট থাকায় ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাল ভর্তি করে নৌকায়। এ ছাড়া গাদাগাদি করে ৪০-৫৫ জন মানুষ ওঠানো হয় নৌকাতে। এরপর এক কিলোমিটার পাড়ি দিয়ে মূল পদ্মায় পৌঁছে ৫০০ গজ ভেতরে যায়। এরপরেই প্রচণ্ড ঢেউ আর বাতাসে নৌকায় পানি উঠতে থাকতে। এ সময় পানি নিষ্কাশনের জন্য দুজনকে দায়িত্ব দেওয়া হয়। তাঁরা পানি নিষ্কাশনের মধ্যেই আবারও প্রচণ্ড জোরে আঘাত করে একটি ঢেউ। তাতেই তলিয়ে যায় নৌকাটি। এ সময় সবাই বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে। কেউ সাঁতরে ওঠে তীরে, কেউবা আবার কোনো কিছুকে আঁকড়ে ধরে ভেসে থাকার চেষ্টা করে।
ডেইজি আরা খাতুন আরও জানান, নৌকা ডুবে যাওয়ার পরে তাঁর কোলের শিশুটি হঠাৎ করে হাত থেকে ছুটে যায়। পরে প্রায় ১৫ মিনিট পর শিশু আফিয়াকে নদীতে ভাসতে দেখেন তিনি। এ সময় চোখে পড়ে একটি বেগুনের বস্তা পাশ দিয়ে ভেসে যাচ্ছে। বস্তাটিকে কোনো রকমে আঁকড়ে ধরেন তিনি। সে বস্তার ওপর বসিয়ে দেন শিশু আফিয়াকে। আর নিজে কোন রকমে বস্তার এক কোন ধরে সাঁতার কাটতে থাকেন। প্রায় ঘণ্টা খানিক সাঁতার কাটার পরে স্থানীয়রা গিয়ে তাঁদের উদ্ধার করে শ্বশুর বাড়ি পাকার ২০ রশিয়া গ্রামে পৌঁছে দেন।
ডেইজি বলেন, ভাবতে পারিনি প্রাণে বাঁচব। আমাদের আল্লাহ রক্ষা করেছে। নৌকা ডোবার ভয়াবহতায় সারা রাত ঘুমাতে পারেনি তাঁর পুরো পরিবার।
আজ বৃহস্পতিবার ভোরে বোগলাউড়ি ঘাটে গিয়ে দেখা মেলে ডেইজি আরা খাতুনের বাবার সঙ্গে। বৃদ্ধ তাবারক হোসেন ঘুম থেকে উঠে উজিরপুর হতে রওনা দিয়েছেন মেয়ে ও নাতিকে দেখার জন্য। তিনি বলেন, মেয়ে এবং নাতি বেঁচে ফিরেছে এ জন্য মহান আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের লক্ষ্মীপুর চর এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে চারজনের মরদেহ উদ্ধার করা হয় এবং প্রাণে বেঁচে ফেরে আরও ২৫-৩০ জন। বেগুন ভর্তি বস্তা ধরে সাঁতার কেটে প্রাণে বাঁচেন মা ডেইজি ও তাঁর শিশু আফি।
মোসা. ডেইজি আরা খাতুন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের ২০ রশিয়া গ্রামের তৌহিদুর রহমানের স্ত্রী। চাকরি করেন ইসলামিক ফাউন্ডেশনে। গতকাল মঙ্গলবার তাঁর মাসিক মিটিং ছিল শিবগঞ্জ উপজেলা পরিষদে। সে মিটিংয়ে যোগ দিতে সকালে তাঁর ১৮ মাসের মেয়ে আফি খাতুনকে সঙ্গে নিয়ে শিবগঞ্জ আসেন। এরপর মিটিং শেষে আবার ফেরার পালা। তাড়াহুড়ো করে অটোরিকশাযোগে পৌঁছে যান বোগলা উড়ি ঘাটে।
আজ সকালে ডেইজি আরা খাতুন আজকের পত্রিকাকে জানান, বুধবার দুপুর দেড়টার দিকে কোলের শিশুকে নিয়ে বোগলাউড়ি ঘাটে পৌঁছান তিনি। এ সময় একে একে নৌকায় মালসহ যাত্রী ওঠাতে থাকেন মাঝি ইসমাইল হোসেন। মঙ্গলবার ২০ রশিয়ার হাট থাকায় ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাল ভর্তি করে নৌকায়। এ ছাড়া গাদাগাদি করে ৪০-৫৫ জন মানুষ ওঠানো হয় নৌকাতে। এরপর এক কিলোমিটার পাড়ি দিয়ে মূল পদ্মায় পৌঁছে ৫০০ গজ ভেতরে যায়। এরপরেই প্রচণ্ড ঢেউ আর বাতাসে নৌকায় পানি উঠতে থাকতে। এ সময় পানি নিষ্কাশনের জন্য দুজনকে দায়িত্ব দেওয়া হয়। তাঁরা পানি নিষ্কাশনের মধ্যেই আবারও প্রচণ্ড জোরে আঘাত করে একটি ঢেউ। তাতেই তলিয়ে যায় নৌকাটি। এ সময় সবাই বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে। কেউ সাঁতরে ওঠে তীরে, কেউবা আবার কোনো কিছুকে আঁকড়ে ধরে ভেসে থাকার চেষ্টা করে।
ডেইজি আরা খাতুন আরও জানান, নৌকা ডুবে যাওয়ার পরে তাঁর কোলের শিশুটি হঠাৎ করে হাত থেকে ছুটে যায়। পরে প্রায় ১৫ মিনিট পর শিশু আফিয়াকে নদীতে ভাসতে দেখেন তিনি। এ সময় চোখে পড়ে একটি বেগুনের বস্তা পাশ দিয়ে ভেসে যাচ্ছে। বস্তাটিকে কোনো রকমে আঁকড়ে ধরেন তিনি। সে বস্তার ওপর বসিয়ে দেন শিশু আফিয়াকে। আর নিজে কোন রকমে বস্তার এক কোন ধরে সাঁতার কাটতে থাকেন। প্রায় ঘণ্টা খানিক সাঁতার কাটার পরে স্থানীয়রা গিয়ে তাঁদের উদ্ধার করে শ্বশুর বাড়ি পাকার ২০ রশিয়া গ্রামে পৌঁছে দেন।
ডেইজি বলেন, ভাবতে পারিনি প্রাণে বাঁচব। আমাদের আল্লাহ রক্ষা করেছে। নৌকা ডোবার ভয়াবহতায় সারা রাত ঘুমাতে পারেনি তাঁর পুরো পরিবার।
আজ বৃহস্পতিবার ভোরে বোগলাউড়ি ঘাটে গিয়ে দেখা মেলে ডেইজি আরা খাতুনের বাবার সঙ্গে। বৃদ্ধ তাবারক হোসেন ঘুম থেকে উঠে উজিরপুর হতে রওনা দিয়েছেন মেয়ে ও নাতিকে দেখার জন্য। তিনি বলেন, মেয়ে এবং নাতি বেঁচে ফিরেছে এ জন্য মহান আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের লক্ষ্মীপুর চর এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে চারজনের মরদেহ উদ্ধার করা হয় এবং প্রাণে বেঁচে ফেরে আরও ২৫-৩০ জন। বেগুন ভর্তি বস্তা ধরে সাঁতার কেটে প্রাণে বাঁচেন মা ডেইজি ও তাঁর শিশু আফি।
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটের পান্তুমাই, প্রতাপপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিলসহ বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম সমন্বয়ক সোহেল রানার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ৩টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, রাজশাহী ব্যানারে এ কর্মসূচি হয়।
১ ঘণ্টা আগেগ্রামের রাস্তায় দোতলা বাস নিয়ে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে গিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবের স্বজনেরা। এই দুর্ঘটনার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই গাফিলতি দেখছেন।
১ ঘণ্টা আগেবিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা–কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
২ ঘণ্টা আগে