চাঁপাইনবাবগঞ্জে সরকারি ওষুধসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২২, ১৬: ২৭
আপডেট : ০৩ জুন ২০২২, ১৬: ৪৩

চাঁপাইনবাবগঞ্জে সরকারি ওষুধ মজুত করে চড়া দামে বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মরদানা গ্রাম থেকে ৫ হাজার ৯৪৪টি সরকারি বিভিন্ন ট্যাবলেটসহ তাঁকে আটক করা হয়।

আজ শুক্রবার আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক জারজিস আলম টুটুল (৩৬) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মরদানা গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে।

র‍্যাব বলছে, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরদানা গ্রামে জারজিস আল আলম টুটুলের বাড়ির সামনে থেকে এসব সরকারি ওষুধসহ হাতেনাতে তাঁকে আটক করে। 

র‍্যাব আরও জানায়, আটক ব্যক্তি একটি সিন্ডিকেট চক্রের মাধ্যমে সরকারি বিপুল পরিমাণ ওষুধ মজুত রেখে দরিদ্র লোকদের কাছে চড়া মূল্যে বিক্রি করতেন বলে র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। এই সিন্ডিকেট চক্র হাসপাতাল বা ফার্মেসিতে যেতে বাধা প্রদানের মাধ্যমে তাদের কাছ থেকে চড়া মূল্যে ওষুধ কিনতে বাধ্য করে। 

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব। 

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, আটক ব্যক্তিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত