নন্দীগ্রামে ভাইয়ের লাঠির আঘাতে বোন নিহত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২১, ২০: ৪২

বগুড়ার নন্দীগ্রামে মানসিক প্রতিবন্ধী ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় বোন আজমীআরা (৪২) নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আজমীআরা ও মানসিক প্রতিবন্ধী মোকছেদ আলী মৃত কোরবান আলীর ছেলে-মেয়ে। আজমীআরা একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী। ঘটনার পর মানসিক প্রতিবন্ধী ভাই মোকছেদ আলীকে (২৩) বাড়িতেই শিকলে বেঁধে রাখা হয়েছে। 

স্থানীয়রা জানান, মোকছেদ আলী মানসিক প্রতিবন্ধী হওয়ায় গত ৫ বছর ধরে একই গ্রামে তাঁর বড় বোনের বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। শুক্রবার তাঁকে গোসল করানোর জন্য বড় বোন আজমীআরা কিছু সময়ের জন্য শিকল খুলে দিয়ে সংসারের কাজ করছিলেন। 

মোকছেদ আলী এই সুযোগে একটি মোটা লাঠি নিয়ে বড় বোনের মাথায় আঘাত করে। এতে বড় বোন আজমীআরা গুরুতর আহত হয়। তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যায়। 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কেউ অভিযোগ করেনি। এ ছাড়া মোকছেদ আলী মানসিক প্রতিবন্ধী ছিল। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত