চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলে মো. শাহিনের দেওয়া ধাক্কায় বাবা আবদুল বারি (৫৭) মারা গেছেন। ঘটনার পরপরই শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আবদুল বারি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
মৃতের স্বজন রেজাউল হক জানান, আবদুল বারির বড় ছেলে ফারুক হোসেন দীর্ঘদিন ধরে কাতারে থাকেন। সম্প্রতি তিনি ছুটিতে বাড়ি আসেন এবং সপ্তাহখানেক আগে আবার ফিরেও যান। তখন থেকে টাকা-পয়সা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে শাহিনের দ্বন্দ্ব শুরু হয়। এরই জেরে গতকাল রাত সোয়া ১০টার দিকে শাহিন তাঁর ভাবি আলহামরাকে গালিগালাজ করেন এবং মারতে উদ্যত হন। এ সময় বাবা আবদুল বারি পুত্রবধূকে রক্ষা করতে গেলে শাহিন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় আবদুল বারি মুখে আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাহিনকে আটক করেন ইউপি চেয়ারম্যান শহিদ রানা টিপু। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে শাহিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ বিশু কর্মকর বলেন, ‘খবর পেয়ে ইউপি চেয়ারম্যানসহ আমরা কয়েকজন ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহায়তায় ঘাতক ছেলে শাহিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছি।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দীন বলেন, মৃতের পরিবারের কেউ থানায় আসতে রাজি হয়নি। এমনকি থানায়ও খবর দেয়নি। চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, মৃতের পুত্রবধূ আলহামরা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পরে ঘাতক ছেলে শাহিনকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, মৃতের মুখের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলে মো. শাহিনের দেওয়া ধাক্কায় বাবা আবদুল বারি (৫৭) মারা গেছেন। ঘটনার পরপরই শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আবদুল বারি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
মৃতের স্বজন রেজাউল হক জানান, আবদুল বারির বড় ছেলে ফারুক হোসেন দীর্ঘদিন ধরে কাতারে থাকেন। সম্প্রতি তিনি ছুটিতে বাড়ি আসেন এবং সপ্তাহখানেক আগে আবার ফিরেও যান। তখন থেকে টাকা-পয়সা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে শাহিনের দ্বন্দ্ব শুরু হয়। এরই জেরে গতকাল রাত সোয়া ১০টার দিকে শাহিন তাঁর ভাবি আলহামরাকে গালিগালাজ করেন এবং মারতে উদ্যত হন। এ সময় বাবা আবদুল বারি পুত্রবধূকে রক্ষা করতে গেলে শাহিন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় আবদুল বারি মুখে আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাহিনকে আটক করেন ইউপি চেয়ারম্যান শহিদ রানা টিপু। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে শাহিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ বিশু কর্মকর বলেন, ‘খবর পেয়ে ইউপি চেয়ারম্যানসহ আমরা কয়েকজন ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহায়তায় ঘাতক ছেলে শাহিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছি।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দীন বলেন, মৃতের পরিবারের কেউ থানায় আসতে রাজি হয়নি। এমনকি থানায়ও খবর দেয়নি। চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, মৃতের পুত্রবধূ আলহামরা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পরে ঘাতক ছেলে শাহিনকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, মৃতের মুখের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
৩ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
২৫ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
৩৫ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
২ ঘণ্টা আগে