রাবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের দাম কমানোসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন 

রাবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৩, ১৯: ১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাফেটেরিয়ায় খাবারের দাম কমানো, গুণগত মান বাড়ানোসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্রমৈত্রী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনের নেতা-কর্মীরা। 

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের মান বৃদ্ধি, দাম কমানো ও হলের ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধি, রিডিং রুম সংস্কারসহ কয়েক দফা দাবি জানায়। কর্মসূচিতে তাঁরা চিরকুটে বিভিন্ন হলের নাম লিখে এবং প্যাকেটে হলের খাবার ঝুলিয়ে প্রতিবাদ জানায়। 

একই সঙ্গে তাদের হাতে ‘ডাইনিংয় ও ক্যাফেটেরিয়ায় খাবারের মান বৃদ্ধি করে শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড লক্ষ করা যায়। 

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন সংস্কার কাজে বাজেট বৃদ্ধি করে, কিন্তু আমাদের কেন্দ্রীয় গ্রন্থাগারের রিডিং রুম যেখানে এত শিক্ষার্থী পড়াশোনা করে সেটা যেন এক দোজখখানা। এটা সংস্কারের কোনো প্রয়োজন মনে করে না তাঁরা।’ 

মানববন্ধনে ফরিদা ইয়াসমিন আরও বলেন, ‘প্রশাসন কাজী নজরুল ইসলাম মিলনায়তন, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া দফায় দফায় সংস্কার করছে। কারণ এগুলো সংস্কার করলে তাদের লুটপাট করতে সহজ হয়। কিন্তু শিক্ষার্থীদের স্বাস্থ্য, পড়াশোনা বা খাবারের বিষয়ে এই প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের জন্য খাবারের মান বৃদ্ধি করা এবং আমাদের গ্রন্থাগারের রিডিং রুম সংস্কার করার জোর দাবি জানাচ্ছি।’ 

বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি শাকিল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন খাবারের মান নিম্নমুখী করে ক্রমাগত দাম বাড়াচ্ছে। তারা অবকাঠামো উন্নয়নের দিকে এত বেশি জোর দিচ্ছে। ক্যাফেটেরিয়ায় নাকি এসি লাগাতে হয়। ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীরা যেখানে ঠিকমতো খেতে পারে না, সেখানে আমাদের এসি দরকার হয়। এসির দরকার নেই, এসির বদলে আমাদের দরকার পুষ্টিকর খাবার। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি নিশ্চিত করছে না।’ 

তিনি আরও বলেন, ‘তারা মিলনায়তন সংস্কারে বিশ কোটি টাকা বরাদ্দ করতে পারে। কিন্তু শিক্ষার্থীদের পুষ্টিকর খাবারের নিশ্চয়তা দিতে পারে না। প্রশাসন বিশ্ববিদ্যালয়কে লুটপাটের হাতিয়ার বানিয়ে ফেলেছে বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ হয় কিন্তু স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে খাবারের প্রয়োজন তার নিশ্চয়তা দিতে পারে না।’ 

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুলের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত