শেরপুর (প্রতিনিধি) বগুড়া
বগুড়ার শেরপুরে কিশোরীকে (১৪) অপহরণের পর ধর্ষণের অভিযোগে অনন্ত কুমার সিং (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে বগুড়া আদালতে পাঠানো হয়।
এর আগে গতকাল রোববার তাঁকে ওই উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল কিশোরীর বাবা থানায় মামলা করেন। একই সঙ্গে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, ‘অনন্ত আমার মেয়ের সঙ্গে একই স্কুলে পড়ত। তখন থেকেই তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত শুক্রবার রাত ২টার দিকে সে আমার মেয়েকে ফুসলিয়ে বাসা থেকে নিয়ে যায়। পরের দিন রাত ২টায় আবার তাকে বাড়িতে রেখে যায়। তখন আমরা মেয়ের কাছ থেকে ধর্ষণের বিষয়টি জানতে পারি।’
এদিকে অনন্ত কুমারের বাবা ও মামা আজকের পত্রিকাকে জানান, গত শনিবার রাতে ওই কিশোরী অপহরণের ঘটনায় শেরপুর থানা-পুলিশ তাঁদের বাড়িতে যায়। তখন অনন্ত কুমারও বাসায় ছিল। পুলিশ এসে অনন্তের সঙ্গে কথা বলেছে। খোঁজাখুঁজি করে কিশোরীকে পুলিশ পায়নি। রোববার দুপুরে আবার পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মিঠুন সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনন্ত অপহরণ ও ধর্ষণের কথা স্বীকার করেছেন।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, মামলার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
বগুড়ার শেরপুরে কিশোরীকে (১৪) অপহরণের পর ধর্ষণের অভিযোগে অনন্ত কুমার সিং (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে বগুড়া আদালতে পাঠানো হয়।
এর আগে গতকাল রোববার তাঁকে ওই উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল কিশোরীর বাবা থানায় মামলা করেন। একই সঙ্গে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, ‘অনন্ত আমার মেয়ের সঙ্গে একই স্কুলে পড়ত। তখন থেকেই তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত শুক্রবার রাত ২টার দিকে সে আমার মেয়েকে ফুসলিয়ে বাসা থেকে নিয়ে যায়। পরের দিন রাত ২টায় আবার তাকে বাড়িতে রেখে যায়। তখন আমরা মেয়ের কাছ থেকে ধর্ষণের বিষয়টি জানতে পারি।’
এদিকে অনন্ত কুমারের বাবা ও মামা আজকের পত্রিকাকে জানান, গত শনিবার রাতে ওই কিশোরী অপহরণের ঘটনায় শেরপুর থানা-পুলিশ তাঁদের বাড়িতে যায়। তখন অনন্ত কুমারও বাসায় ছিল। পুলিশ এসে অনন্তের সঙ্গে কথা বলেছে। খোঁজাখুঁজি করে কিশোরীকে পুলিশ পায়নি। রোববার দুপুরে আবার পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মিঠুন সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনন্ত অপহরণ ও ধর্ষণের কথা স্বীকার করেছেন।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, মামলার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
১৫ মিনিট আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪০ মিনিট আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
১ ঘণ্টা আগে