সিরাজুল ইসলাম, নিয়ামতপুর (নওগাঁ)
সবুজ পাতার ওপর পাখা গুটিয়ে বসে আছে সাদা-কালো বাহারি পাখি। দূর থেকে দেখে মনে হবে, যেন সাদা ফুল ফুটেছে। বাতাসের দোলায় তাদের পাখা ঝাপটানো মোহনীয় এক তাল তৈরি করে। আশপাশের প্রায় প্রতিটি গাছেই রয়েছে এমন পাখির ঝাঁক। ঝাঁকে ঝাঁকে পাখি দেখে মনে হয় যেন এক পাখিরাজ্য। দেশের বিভিন্ন এলাকা থেকে সারা বছর পাখিদের আসা-যাওয়া এই গ্রামে। কোনো উৎপাত নেই, কেউ বিরক্ত করে না। তাই দূরদেশ থেকে আসে পরিযায়ী পাখিও।
পাখিদের অবিরাম কিচিরমিচির শব্দ কানে আসবে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামে। নিয়ামতপুর সদর থেকে দেড় কিলোমিটার দূরে ভাবিচা গ্রাম। অনেক পাখিপ্রেমী দূরদূরান্ত থেকে এসব পাখি দেখতে ভিড় জমাচ্ছেন। সবচেয়ে বেশি দেখা মেলে শামুকখোল পাখির। পাঁচ বছর ধরে এই গ্রামে আসছে শামুকখোল। সাধারণত জ্যৈষ্ঠের মাঝামাঝি তারা আসে এবং অগ্রহায়ণের প্রথম সপ্তাহে চলে যায়। পাড়ি দেয় অন্য কোনো দেশে।
একসময় ভাবিচা গ্রামের শ্যামল ডাক্তারের বাড়ির পাঁচ–ছয়টি কড়ইগাছে বাসা করে বসবাস করত শামুকখোল। কিন্তু ২০১৯ সালে গাছগুলো কেটে ফেলা হলে পাখিগুলো অসহায় হয়ে পড়ে। তবু তারা স্থান ত্যাগ করেনি। গ্রামের নিয়ামতপুর-মান্দা রোডের ধারে নিম, কড়ই, তেঁতুলগাছে বাসা বানিয়ে বাস করতে শুরু করে। তাদের সেই যাত্রার পর এখন ভাবিচা গ্রামজুড়ে বিভিন্ন পাখির বাস। পাখির অভয়ারণ্য তৈরির জন্য গাছে মাটির হাঁড়ি বেঁধে রাখেন গ্রামবাসী।
গ্রামের এক বাসিন্দা সুশান্ত কুমার মণ্ডল বলেন, ভাবিচায় বড় বড় গাছ থাকার ফলে এখানে অভয়ারণ্য তৈরি হয়েছে। গ্রামের সবাই মিলে পাখি শিকারিদের বাধা দেয়। তাই পাখিগুলো এখানে স্বচ্ছন্দবোধ করে। অতিথি পাখি আসার ফলে গ্রামবাসী অনেক খুশি। রাস্তার ধারে তাদের বসবাস। তাই মলত্যাগ করলে অনেক মানুষের শরীরে পড়ে। তবু পরিযায়ী পাখি গ্রামে এসেছে বলে সবাই মেনে নেয়। ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক বলেন, বিভিন্ন গাছে এক হাজার হাঁড়ি টাঙানো হয়েছে। করোনার কারণে আরও হাঁড়ি টাঙানো বন্ধ রয়েছে।
ভাবিচা গ্রামের পাখিপ্রেমী সবুজ সরকার বলেন, ‘আমরা পাখি রক্ষার জন্য গ্রামের বিভিন্ন জায়গায় ব্যানার দিয়ে রেখেছি, যেন কেউ শিকার করতে না পারে। আমরা চাই পরিযায়ী পাখি এখানে নিরাপদে থাকুক। কেননা, শামুকখোল বিষাক্ত পোকামাকড় খেয়ে কৃষকের অনেক উপকার করে।’
সবুজ আরও বলেন, শামুকখোল সাধারণত এখানে প্রজননের জন্য আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিয়া পেরেরা বলেন, ভাবিচায় শামুকখোল জাতের পাখি এসে বাস করছে এটা সত্যিই খুশির খবর। পাখিগুলো যেন কেউ শিকার করতে না পারে, সে জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। অতিথি পাখি যেভাবে আসছে, এটা অব্যাহত থাকলে গ্রামটি সারা দেশে পাখির গ্রাম হিসেবে পরিচিতি পাবে, যা উপজেলার গৌরব বয়ে আনবে।
সবুজ পাতার ওপর পাখা গুটিয়ে বসে আছে সাদা-কালো বাহারি পাখি। দূর থেকে দেখে মনে হবে, যেন সাদা ফুল ফুটেছে। বাতাসের দোলায় তাদের পাখা ঝাপটানো মোহনীয় এক তাল তৈরি করে। আশপাশের প্রায় প্রতিটি গাছেই রয়েছে এমন পাখির ঝাঁক। ঝাঁকে ঝাঁকে পাখি দেখে মনে হয় যেন এক পাখিরাজ্য। দেশের বিভিন্ন এলাকা থেকে সারা বছর পাখিদের আসা-যাওয়া এই গ্রামে। কোনো উৎপাত নেই, কেউ বিরক্ত করে না। তাই দূরদেশ থেকে আসে পরিযায়ী পাখিও।
পাখিদের অবিরাম কিচিরমিচির শব্দ কানে আসবে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামে। নিয়ামতপুর সদর থেকে দেড় কিলোমিটার দূরে ভাবিচা গ্রাম। অনেক পাখিপ্রেমী দূরদূরান্ত থেকে এসব পাখি দেখতে ভিড় জমাচ্ছেন। সবচেয়ে বেশি দেখা মেলে শামুকখোল পাখির। পাঁচ বছর ধরে এই গ্রামে আসছে শামুকখোল। সাধারণত জ্যৈষ্ঠের মাঝামাঝি তারা আসে এবং অগ্রহায়ণের প্রথম সপ্তাহে চলে যায়। পাড়ি দেয় অন্য কোনো দেশে।
একসময় ভাবিচা গ্রামের শ্যামল ডাক্তারের বাড়ির পাঁচ–ছয়টি কড়ইগাছে বাসা করে বসবাস করত শামুকখোল। কিন্তু ২০১৯ সালে গাছগুলো কেটে ফেলা হলে পাখিগুলো অসহায় হয়ে পড়ে। তবু তারা স্থান ত্যাগ করেনি। গ্রামের নিয়ামতপুর-মান্দা রোডের ধারে নিম, কড়ই, তেঁতুলগাছে বাসা বানিয়ে বাস করতে শুরু করে। তাদের সেই যাত্রার পর এখন ভাবিচা গ্রামজুড়ে বিভিন্ন পাখির বাস। পাখির অভয়ারণ্য তৈরির জন্য গাছে মাটির হাঁড়ি বেঁধে রাখেন গ্রামবাসী।
গ্রামের এক বাসিন্দা সুশান্ত কুমার মণ্ডল বলেন, ভাবিচায় বড় বড় গাছ থাকার ফলে এখানে অভয়ারণ্য তৈরি হয়েছে। গ্রামের সবাই মিলে পাখি শিকারিদের বাধা দেয়। তাই পাখিগুলো এখানে স্বচ্ছন্দবোধ করে। অতিথি পাখি আসার ফলে গ্রামবাসী অনেক খুশি। রাস্তার ধারে তাদের বসবাস। তাই মলত্যাগ করলে অনেক মানুষের শরীরে পড়ে। তবু পরিযায়ী পাখি গ্রামে এসেছে বলে সবাই মেনে নেয়। ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক বলেন, বিভিন্ন গাছে এক হাজার হাঁড়ি টাঙানো হয়েছে। করোনার কারণে আরও হাঁড়ি টাঙানো বন্ধ রয়েছে।
ভাবিচা গ্রামের পাখিপ্রেমী সবুজ সরকার বলেন, ‘আমরা পাখি রক্ষার জন্য গ্রামের বিভিন্ন জায়গায় ব্যানার দিয়ে রেখেছি, যেন কেউ শিকার করতে না পারে। আমরা চাই পরিযায়ী পাখি এখানে নিরাপদে থাকুক। কেননা, শামুকখোল বিষাক্ত পোকামাকড় খেয়ে কৃষকের অনেক উপকার করে।’
সবুজ আরও বলেন, শামুকখোল সাধারণত এখানে প্রজননের জন্য আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিয়া পেরেরা বলেন, ভাবিচায় শামুকখোল জাতের পাখি এসে বাস করছে এটা সত্যিই খুশির খবর। পাখিগুলো যেন কেউ শিকার করতে না পারে, সে জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। অতিথি পাখি যেভাবে আসছে, এটা অব্যাহত থাকলে গ্রামটি সারা দেশে পাখির গ্রাম হিসেবে পরিচিতি পাবে, যা উপজেলার গৌরব বয়ে আনবে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৩ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৩ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৪ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪ ঘণ্টা আগে