পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধিপৌরসভার সকল ব্যাটারিচালিত অটোরিকশায় লাল ও হলুদ রঙের নিবন্ধন কার্ড চালু করা হয়েছে। এরপর থেকে এসব অটোরিকশার শিফট অনুযায়ী শহরে চলাচল করবে। এতে যাত্রী সেবার মান বাড়ার পাশাপাশি, শহরের যানজট কমার প্রত্যাশা রেখে এ উদ্যোগ নিয়েছে পাবনা জেলা ব্যাটারিচালিত অটোবাইক মালিক ও চালক সমিতি।
আজ সোমবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি।
উদ্বোধনে পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, ‘শহরে ব্যাটারিচালিত অটোবাইক মালিক ও চালকদের নিয়ে শিফট অনুযায়ী পরিচালনা করার উদ্যোগ প্রশংসনীয়। এই সেবা চালু থাকলে শহরের যানজট নিরসন হবে। মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে, যানজটে পড়তে হবে না। শহরের অটোবাইক শহরেই পরিচালনা করতে পারবে এবং ইউনিয়ন পর্যায়ে অটোবাইক, ইউনিয়ন পর্যায়ে চলাচল করবে। শিফট অনুযায়ী অটোবাইক পরিচালনা করলে চালকদের পরিশ্রম কমে যাবে এবং সেই সঙ্গে পারিবারিক কাজ–কর্ম করার সময় পাবে। পর্যায়ক্রমে অটোরিকশা চালক ও মালিকদেরও এই শিফটের আওতায় আনা হবে।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌরসভা মেয়র শরীফ উদ্দিন প্রধান, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ব্যাটারিচালিত অটোবাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল রহমান বাদল, সাবেক কাউন্সিলর আজমত বিশ্বাস, জেলা ব্যাটারিচালিত অটোবাইক মালিক সমিতির সভাপতি বিপ্লব সান্যাল, চালক সমিতির সভাপতি টিপু বিশ্বাস, সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান প্রমুখ।
পাবনা প্রতিনিধিপৌরসভার সকল ব্যাটারিচালিত অটোরিকশায় লাল ও হলুদ রঙের নিবন্ধন কার্ড চালু করা হয়েছে। এরপর থেকে এসব অটোরিকশার শিফট অনুযায়ী শহরে চলাচল করবে। এতে যাত্রী সেবার মান বাড়ার পাশাপাশি, শহরের যানজট কমার প্রত্যাশা রেখে এ উদ্যোগ নিয়েছে পাবনা জেলা ব্যাটারিচালিত অটোবাইক মালিক ও চালক সমিতি।
আজ সোমবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি।
উদ্বোধনে পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, ‘শহরে ব্যাটারিচালিত অটোবাইক মালিক ও চালকদের নিয়ে শিফট অনুযায়ী পরিচালনা করার উদ্যোগ প্রশংসনীয়। এই সেবা চালু থাকলে শহরের যানজট নিরসন হবে। মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে, যানজটে পড়তে হবে না। শহরের অটোবাইক শহরেই পরিচালনা করতে পারবে এবং ইউনিয়ন পর্যায়ে অটোবাইক, ইউনিয়ন পর্যায়ে চলাচল করবে। শিফট অনুযায়ী অটোবাইক পরিচালনা করলে চালকদের পরিশ্রম কমে যাবে এবং সেই সঙ্গে পারিবারিক কাজ–কর্ম করার সময় পাবে। পর্যায়ক্রমে অটোরিকশা চালক ও মালিকদেরও এই শিফটের আওতায় আনা হবে।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌরসভা মেয়র শরীফ উদ্দিন প্রধান, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ব্যাটারিচালিত অটোবাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল রহমান বাদল, সাবেক কাউন্সিলর আজমত বিশ্বাস, জেলা ব্যাটারিচালিত অটোবাইক মালিক সমিতির সভাপতি বিপ্লব সান্যাল, চালক সমিতির সভাপতি টিপু বিশ্বাস, সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান প্রমুখ।
রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
৭ মিনিট আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
৭ মিনিট আগেমাহিনের চাচা হাসান রহমান বলেন, ‘এখানে শতভাগ অবহেলা ছিল। একটা তার ঝুলে পড়বে গায়ের মধ্যে এটা কখনোই মেনে নেওয়া যায় না। এর সুষ্ঠু তদন্ত চাই।’ রংপুর বিভাগ, রংপুর জেলা, গাজীপুর, বাস, আগুন, জেলার খবর
১২ মিনিট আগেডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি লোকের বসবাস। ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে। দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত কল্যাণ সভায় ঢাকা মেট্রোপলিটন..
৩১ মিনিট আগে